ঢাকা অফিসঃ-
-বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজউদ্দিন বলেছেন, সাংবাদিকদের লেখনীর কারণেই দেশের উন্নয়ন কর্মকান্ড বিশ্ববাসী জানতে পারে। সাংবাদিকদের আরো দায়িত্বশীল হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ গণমাধ্যমে প্রকাশ করতে হবে। সাংবাদিকদের বাংলাদেশ প্রেস কাউন্সিলের আচরণবিধি মেনে পেশাগত দায়িত্ব পালনের জন্য তিনি আহ্বান জানান। আজ সোমবার সকাল ১০টায় প্রেস কাউন্সিল মিলনায়তনে রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ও প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার। স্বাগত বক্তব্য রাখেন আরজেএফ’র চেয়ারম্যান এস.এম জহিরুল ইসলাম।
সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য লায়ন মোঃ গনি মিয়া বাবুল, মোঃ লোকমান খান, আলী নিয়ামত, হাজী মোঃ সোহরাব হোসেন, আরজেএফ’র যুগ্ম মহাসচিব মোঃ আল আমিন শাওন এলএলবি, সাংগঠনিক সম্পাদক মো. সেকেন্দার আলম শেখ, দপ্তর সম্পাদক নার্গিস জুঁই, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ আলম খান সজল, মানবাধিকার বিষয়ক সম্পাদক বিপ্লব কুমার দাস, স্থায়ী পরিষদ সদস্য কাজী আমিনুল ইসলাম, মোঃ মঞ্জুর হোসেন ঈসা, জাহিদ মিয়া সহ আরজেএফ’র ২৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন