সোমবার, ২৯ ফেব্রুয়ারী, ২০১৬

সাংবাদিকদের লেখনীর কারণেই দেশের উন্নয়ন কর্মকান্ড বিশ্ববাসী জানতে পারে ......বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ



ঢাকা অফিসঃ-
-বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজউদ্দিন বলেছেন, সাংবাদিকদের লেখনীর কারণেই দেশের উন্নয়ন কর্মকান্ড বিশ্ববাসী জানতে পারে। সাংবাদিকদের আরো দায়িত্বশীল হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ গণমাধ্যমে প্রকাশ করতে হবে। সাংবাদিকদের বাংলাদেশ প্রেস কাউন্সিলের আচরণবিধি মেনে পেশাগত দায়িত্ব পালনের জন্য তিনি আহ্বান জানান। আজ সোমবার সকাল ১০টায় প্রেস কাউন্সিল মিলনায়তনে রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ও প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার। স্বাগত বক্তব্য রাখেন আরজেএফ’র চেয়ারম্যান এস.এম জহিরুল ইসলাম।
সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য লায়ন মোঃ গনি মিয়া বাবুল, মোঃ লোকমান খান, আলী নিয়ামত, হাজী মোঃ সোহরাব হোসেন, আরজেএফ’র যুগ্ম মহাসচিব মোঃ আল আমিন শাওন এলএলবি, সাংগঠনিক সম্পাদক মো. সেকেন্দার আলম শেখ, দপ্তর সম্পাদক নার্গিস জুঁই, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ আলম খান সজল, মানবাধিকার বিষয়ক সম্পাদক বিপ্লব কুমার দাস, স্থায়ী পরিষদ সদস্য কাজী আমিনুল ইসলাম, মোঃ মঞ্জুর হোসেন ঈসা, জাহিদ মিয়া সহ আরজেএফ’র ২৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬

ছাত্রীর আত্মহত্যার হুমকীর মুখে বিয়ে ভেঙ্গে গেল সেই কলেজ শিক্ষকের

স্টাফ রিপোর্টার:  অবশেষে কলেজ ছাত্রীর আত্মহত্যার হুমকীর মুখে বিয়ে ভেঙ্গে গেল এক কলেজ শিক্ষকের। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ফরিদপুরের মধুখালী উপজেলার খোকসাহাট গ্রামে। বিরেন্দ্র কুশারী বিপ্লব (৩০) আলফাডাঙ্গা বিশ্ববিদ্যালয় কলেজের জীব বিজ্ঞান বিভাগের প্রভাষক। বোয়ালমারী উপজেলার কদিরদী কলেজের ম্যানেজমেন্ট বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রী (২১) কে প্রাইভেট পড়ানোর সূত্র ধরেই তাদের দুজনের মধ্যে দীর্গদিন যাবত মন দেওয়া নেওয়া এবং এক পর্যায়ে বিয়ের প্রলোভন দিয়ে ছাত্রীর সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে প্রভাষক বিপ্লব। পরবর্তিতে ছাত্রীর পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিলে শিক্ষক প্রেমের বিষয়টি পুরোপুরি অস্বিকার করে এবং প্রেমিকা ছাত্রীটাকে এড়িয়ে চলার চেষ্টা করে। এরই মধ্যে শিক্ষকের পরিবার ঐ শিক্ষকের অন্যত্র বিয়ে ঠিক করে যার আশির্বাদ গতকাল অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু শিক্ষকের সাথে তার ছাত্রীর অনৈতিক সম্পর্ক এবং শিক্ষকের প্রেমিকা ঐ ছাত্রীর আত্মহত্যার হুমকীর বিষয়টি পত্র পত্রিকায় প্রকাশিত হলে বিষয়টি জানার পর যেখানে ঐ শিক্ষক এর বিয়ে ঠিক হয়েছিল তা ভেঙ্গে যায় । ফলে গতকাল শিক্ষকের বিয়ের আশির্বাদ ভন্ডুল হয়ে গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এই বিয়ের ঘটক জানান, মেয়ের বাবা তার মেয়েকে ঝামেলায় ফেলতে চান না বলেই তারা এই বিয়েটি ভেঙ্গে দিয়েছেন। একদিকে এক ছাত্রীর সাথে অনৈতিক সম্পর্ক এবং অন্য কোথাও বিয়ে করলে শিক্ষকের প্রেমিকার আত্মহত্যার হুমকী প্রদানের ঘটনায় ভয় পেয়ে মেয়ের আত্মীয় স্বজনেরা কোনভাবেই শিক্ষক বিপ্লবের সাথে বিয়ে দিতে শেষ পর্যন্ত রাজি হলেন না। বিশেষ করে কিছুতেই মেয়ের বাবাকে এই বিয়ে সম্পন্ন করার পক্ষে রাজি করানো যায়নি বলে ঐ সূত্রটি জানিয়েছে।

এদিকে শিক্ষক বিপ্লব প্রেম এর প্রসঙ্গ অস্বিকার করায় তিনি যে কলেজে চাকরি করেন সেই আলফাডাঙ্গা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মনিরুল হক শিকদার এবং পরবর্তিতে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আবুল খায়েরের নিকট অভিযোগ করেন ছাত্রী ও তার পরিবার। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত আলফাডাঙ্গা বিশ্ববিদ্যালয় কলেজের জীব বিজ্ঞান বিভাগের প্রভাষক বিরেন্দ্র কুশারী বিপ্লব (৩০) এবং তার পরিবারের সদস্যদেরকে ইউ এন ও অফিসে হাজির হতে বললেও শিক্ষক বা তার পরিবারের কোন সদস্য উপজেলা নির্বাহী অফিসারে নির্দেশ মানেন নি। পরে কাদিরদী কলেজের ছাত্রী যার সাথে শিক্ষক অবৈধ সম্পর্ক গড়ে তুলেছেন সেই ছাত্রী আলফাডাঙ্গায় সাংবাদিকদের স্মরনাপন্ন হন এবং তাকে বিয়ে না করলে তিনি আত্মহত্যার হুমকী দেন। শিক্ষক এবং ছাত্রীর বাড়ি মধুখালী উপজেলার খোকসা হাট গ্রামে এবং তারা দুজনেই দুজনের পুর্ব পরিচিত বলে জানা গেছে।

অপরদিকে কলেজ শিক্ষক এবং কলেজ ছাত্রীর প্রেম, বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, প্রেমিকার আত্মহত্যার হুমকী এবং অবশেষে শিক্ষকের অন্যত্র ঠিক করা বিয়ের আশির্বাদ ভেঙ্গে যাওয়ার ঘটনাটি আলফাডাঙ্গা বোয়ালমারী এবং মধুখালীতে ব্যাপক আলোচনা ও সামলোচনার সৃষ্টি করেছে।

রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬

ঢাকাটাইমস সম্পাদকের জন্য আলফাডাঙ্গা প্রেসক্লাবে দোয়া

স্টাফ রিপোর্টার: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অনলাইন নিউজপোর্টাল ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকম ও সাপ্তাহিক ‘এই সময়’ সম্পাদক আরিফুর রহমান দোলনের আরোগ্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বেলা ১২টায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব সংলগ্ন স্কুল মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বক্তারা আরিফুর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে তাঁর আশু রোগমুক্তি কামনা করেন।

আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলমের সভাপতিত্বে এবং ঢাকাটাইমস ও সাপ্তাহিক এই সময় এর আলফাডাঙ্গা প্রতিনিধি মো. মুজাহিদুল ইসলাম নাঈমের পরিচালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল খায়ের। প্রধান অতিথি বলেন, “ঢাকাটাইমস ও সাপ্তাহিক ‘এই সময়’ সম্পাদক আরিফুর রহমান ভাই ঢাকা থেকে আলফাডাঙ্গায় আসার পথে ফরিদপুর সদরের বদরপুরে মারাত্মক সড়ক দুর্ঘটনার আহত হন। তাঁর বাঁ পায়ে অস্ত্রোপচার হয়েছে। আল্লাহ তায়ালার কাছে দোয়া করি আল্লাহ যেন তাঁকে দ্রুত আরোগ্য নসিব করেন এবং তিনি আগে যেভাবে পায়ে হেঁটে হাসিমুখে আলফাডাঙ্গাবাসীর সেবায় কাজ করতেন সেভাবে আলফাডাঙ্গায় এসে আবার পায়ে হেঁটে কাজ করতে পারেন। তিনি মানুষের সেবায় যেভাবে কাজ করছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে।”

বিশেষ অতিথির বক্তব্যে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল করিম বলেন, “দোলন ভাই আমাদের সবার প্রিয় একজন মানুষ। তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক এই কামনা করছি।”

আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেন বলেন, “দোলন এত কম বয়সে অসহায় মানুষের কল্যাণে, এলাকার কল্যাণে কাজ করে যে জনপ্রিয়তা অর্জন করেছেন তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এলাকার মানুষে কল্যাণে কাজ করার মন-মানসিকতা  অনেকের মধ্যে নেই, কিন্তু দোললের মধ্যে আছে। মারাত্মক দুর্ঘটনার হাত থেকে দোলন ফিরে এসেছে তা একমাত্র আল্লাহর অশেষ রহমত, মানুষের ভালোবাসা ও দোয়ার কারণে সম্ভব হয়েছে। আল্লাহ তাঁকে দীর্ঘায়ু দান করুন এই দোয়া করছি।”

দোয়া মাহফিলে আরও অংশ নেন আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার, আলফাডাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান এ কে এম আহাদুল হাচান আহাদ, বাংলাদেশ প্রচার লীগের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান সাইফার, উপজেলা প্রেসক্লাবের ও সদর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আ. মান্নান আব্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেন, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক শেখ দেলোয়ার হোসেন, গোপালপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান ইকু, তরুণ সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা ইনামুল হাসান, উপজেলা ছাত্রলীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম, আলফাডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর কবির, দৈনিক পুনরুত্থান এর স্টাফ রিপোর্টার মো. জাহিদ মিয়া, সাংবাদিক শফিউল আলম, মো. আজিজুর রহমান দোলাল, মো. ইবাদত হোসেন মুরাদ, মো. রবিউল ইসলাম, মো. টিটন, বাসারুল বারী, যুবলীগ নেতা কামারুজ্জামান কদর, উপজেলা ওলামা লীগের সভাপতি মো. আবু বক্কার সিদ্দীকসহ স্থানীয় রাজনীতিক, সাংবাদিক, সমাজসেবক ও বিশিষ্টজনেরা।

প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা যাওয়ার সময় ঢাকা-খুলনা মহাসড়কের বদরপুর এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় পড়েন সাংবাদিক আরিফুর রহমান। এতে তাঁর বাঁ পায়ের গোড়ালিতে তিনটি চিড় ধরে। ফরিদপুরে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ওইদিনই তাঁকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৫ জানুয়ারি স্কয়ার হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা. মেসবাহ উদ্দিন আহমেদ তাঁর অস্ত্রোপচার করেন।

বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬

নারী খেকো শিক্ষক প্রেম প্রত্যাক্ষান করায় কাদিরদী বিশ্ববিদ্যালয় কলেজের এক ছাত্রী’র আতœহুতির হুমকি

আলফাডাঙ্গা (ফরিদপুর)ঃ শিক্ষক প্রেম প্রত্যাখান করায় কাদিরদী বিশ্ববিদ্যালয় কলেজের এক ছাত্রী আতœহুতির হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার আলফাডাঙ্গা বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক বিপ্লব নামে এক লম্পট শিক্ষক। জানাযায়, ওই কলেজের জীব বিজ্ঞান বিভাগের প্রভাষক বিরেন্দ্র কুশারী বিল্পব। বোয়ালমারী উপজেলাধীন কাদিরদী বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ২য় বর্ষের (স্বজাতী)এক ছাত্রীকে প্রাইভেট পড়ানোর সুবাধে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে তাঁর সর্বাস্ব লুটেছে বলে ওই ছাত্রী জানান। প্রথমে মেয়েটি লম্পট শিক্ষক বিপ্লবের ভাড়াটিয়া বাসায় বিয়ের দাবীতে যান। বিপ্লব মেয়েটিকে সুকৌশলে অন্যান্য শিক্ষকদের সহযোগিতায় তার বাসা থেকে বের করে দেন। পরে অধ্যক্ষ মো. মনিরুল হক শিকদারের কাছে মেয়েটি কলেজে উপস্থিত হয়ে বিষয়টি জানান । সেখানে কোন সমাধান না পেয়ে আলফাডাঙ্গা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের এর কাছে অভিযোগ দেন। এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও সাংবাদিকদের জানান ওই প্রভাষক এবং তার পরিবার হাজির না হওয়ায় অধ্যক্ষ মনিরুল হক সিকদারের উপস্থিতে মেয়েটিকে তার অভিভাবক পিতার নিকট বুঝিয়ে দেয়া হয়েছে। মেয়েটি যাওয়ার পথে সাংবাদিকদের জানান আগামী ২১ ফেব্রুয়ারী রবিবার ওই নারী খেকো লম্পট প্রভাষক এর বিয়ের আর্শিবাদ রয়েছে বলে জানান এবং সে এ ব্যাপারে বলেন আমি বিপ্লবকে যদি না পাই তাহলে আত্মহত্তা করবো। বিপ্লবকে (০১৭১৯২৮৬৪০৫) মুঠোফোনে অনেক ফোন করার পরও তিনি রিসিব করেননি।

পীরগঞ্জে প্রাথমিক শিক্ষা সপ্তাহ শেষ

পীরগঞ্জ প্রতিনিধি (ঠাকুরগাঁও) ঃ পীরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সুসম্পন্ন হয়েছে। প্রকাশ, গত ৪ ফেব্রুয়ারী তারিখে- প্রথম দিবসে শিক্ষা সপ্তাহ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফেষ্টুন ও নতুন ব্যানারে র‌্যালীটি পীরগঞ্জ শহরের প্রধান প্রধান সড়কে প্রধক্ষিণ করে। পরবত্তিতে শিক্ষা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে, ৯ ও ১০ ফেব্রুয়ারী পীরগঞ্জ উপজেলা চত্বরে শিক্ষা মেলার বিভিন্ন ষ্টল স্থাপনের মাধ্যমে বিভিন্ন শিক্ষা উপকরণ ও বই পত্রাদি জন সম্মুখে প্রদর্শন করা হয়েছে। এতে পীরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের প্রাথমিক স্কুলের কমিটি সহ ইকো পাঠশালা ও সিডিপি এবং গুড নেইর্বাস (এনজিও) ও স্থানীয় পৌর সভার শিক্ষা কমিটি কর্তৃক এ শিক্ষা মেলায় কার্যক্রমে অংশ নেয়।
শিক্ষা মেলাটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি মোঃ ইমদাদুল হক। উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে “মানসম্মত শিক্ষা ও জাতির প্রতিজ্ঞা” আলোকে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম এবং আলোচনায় অংশ নেন শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা অহেন্দ্র চন্দ্র মন্ডল, জেলা ডিপিও প্রতিনিধি মোঃ আবু হারেশ এবং অনুষ্ঠানের প্রধান অতিথি ও সাবেক এমপি মোঃ ইমদাদুল হক প্রমূখ। পরিশেষে শিক্ষা মেলার শেষ দিনে এক আকর্ষনীয় ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। উৎসমুখর এ মেলায় শিক্ষার্থী ও শিক্ষক এবং দর্শনাথীদের বিপুল সমাগম ঘটে।

পীরগঞ্জে জাতীয় কৃষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

পীরগঞ্জ প্রতিনিধি (ঠাকুরগাঁও) ঃ ঠাকুরগাঁও জেলা জাতীয় কৃষক সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন ২০১৬ইং সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রকাশ, ঠাকুরগাঁও জেলা জাতীয় কৃষক সমিতির সম্মেলনটি পীরগঞ্জ পৌরসভা অডিটরিয়াম হলে অনুষ্ঠিত হয় সম্প্রতি। এ সম্মেলনে বাংলাদেশের ওর্য়াকাস পাটির ঠাকুরগাঁও জেলা সভাপতি কমরেড ইয়াসিন আলী, এমপি ঠাকুরগাঁও-৩ সভাপতিত্ব করেন। সম্মেলনে সাংগঠনিক বিষয় সহ কৃষি পণ্যের নার্য্যমূল্য, পৃথক কৃষি ও ভুমি আদালত গঠন নিয়ে এবং গ্রাম-গঞ্জে রেশনিং ব্যবস্থা চালুকরণ এবং ভুমিহীনদের খাসজমি ও মৎস্যজীবিদের জলা ভূমি প্রদান বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়। এতে বক্তব্য রাখেন কমরেড হাবিবুর রহমান, কমরেড ফয়জুল ইসলাম, কমরেড তৈমুর রহমান, কমরেড লাবু, কমরেড তাজুল ইসলাম ও আবু জাহিদ জুয়েল এবং প্রধান অতিথি বাংলাদেশের ওর্য়াকাস পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক।
অত্র সম্মলনে ২ বছর মেয়াদী ঠাকুরগাঁও জেলা জাতীয় কৃষক সমিতির ৩৪ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়েছে।
এ নব গঠিত কৃষক সমিতির সভাপতি হলেন আবু জাহিদ জুয়েল, সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, ধনেশ্বর, সাধারণ সম্পাদক তৈমুর রহমান, সহ সম্পাদক তুলা রাম, দপ্তর সম্পাদক অনন্ত কুমার, আইন বিষয়ক সম্পাদক ফয়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, প্রচার সম্পাদক ভূপেন চন্দ্র রায় এবং সদস্য কমরেড ইয়াসিন আলী এমপি ঠাকুরগাঁও-৩, বিনয় চন্দ্র, প্রফুল্ল চন্দ্র, বাবুল, দীপু রাণী, ধীরেন্দ্র নাথ প্রমূখ।
নব গঠিত ঠাকুরগাঁও জেলার জাতীয় কৃষক সমিতির নেতা- কর্মীদের স্বীয় সংগঠনের জন্য নির্দিষ্ট ভাবে অঙ্গীকার ও শপথ পাঠ করান বাংলাদেশের ওর্য়াকাশ পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক। পরিশেষে সম্মেলনে উপস্থিত সকল সদস্যবর্গকে বিশেষ ভোজে আপ্যায়ন করা হয়।

বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬

আলফাডাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

মো. মুজাহিদুল ইসলাম নাঈম:  ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় উপজেলার ৪০টি প্রাথমিক বিদ্যালয়ের ১শত ৬৪ জন এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে  এ  বৃত্তি প্রদান করা হয়।

বৃত্তি প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আবুল খায়ের, উপজেলা শিক্ষা অফিসার এম এইচ এ কে এম রওনক আরা বেগম, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মুন্সী রুহুল আসলাম, লাবনী রায়, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শিহাবুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সমশের উদ্দিন, ইচাপাশা সঃ প্রাঃ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন প্রমূখ।

সরকারের দেয়া দুই শতাংশ জমি হারিয়ে দিশেহারা ভ্যানচালক আইয়ুব মুন্সী

অশোক সাহা (শ্যাম),ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের ফাজিলপুর গ্রামের দরিদ্র ভ্যানচালক আইয়ুব মুন্সী সরকারের দেয়া দুই শতাংশ জমি পেয়ে সেখানে ঘর তুলে কোন রকমে জীবন-যাপন করছিল। বর্তমানে সেই জমিটুকু হারিয়ে মানবেতর ভাবে জীবন কাটাতে বাধ্য হচ্ছেন। অন্যের বাড়ীর খোলা আকাশের নীচে শীতের মধ্যে স্ত্রী, তিন সন্তান নিয়ে কোন রকমে দিন পার করছেন। স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি সরকারের কাছ থেকে পাওয়া জমিটুকু হাতিয়ে নিতে তৎপরতা চালাচ্ছে। এরই মধ্যে বাড়ী ঘর ভেঙ্গে সেখান থেকে উচ্ছেদ করা হয়েছে। গ্রাম ছেড়ে না গেলে হত্যার হুমকিও দেয়া হয়েছে। বর্তমানে আইয়ুব মুন্সী ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছে। জমিটুকু ফিরে পেতে এবং জীবনের নিরাপত্তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন আইয়ুব মুন্সী।

প্রাপ্ত অভিযোগে জানা যায়, হামিরদী গ্রামের অসহায়, দরিদ্র ভ্যানচালক আইয়ুব মুন্সী ভূমিহীন হওয়ায় আবেদনের প্রেক্ষিতে ৯৭ সালে সরকার তাকে দুই শতাংশ জমি ৯৯ বছরের জন্য বন্দোবস্ত দেয়। সে জমিতে কিছুদিন আগে ধার দেনা ও স্থানীয় ব্যক্তিদের সহযোগীতা নিয়ে একটি ঘর তৈরী করে ছেলে, স্ত্রী’দের নিয়ে বসবাস করে আসছিল। ঘর তোলার সময় আর্থিক সংকটের কারনে তার আয়ের একমাত্র সম্বল ভ্যানটিও বিক্রি করে দেন। পরে ভ্যান ভাড়া নিয়ে সেটা চালিয়ে তিন ছেলে ও স্ত্রীকে নিয়ে কোন রকমে সংসার চালিয়ে আসছিলেন। কিন্তু ভুমিহীন আইয়ুব মুন্সীর সে সুখও বেশী দিন টিকেনি। যে জায়গাটিতে সে তার পরিবার পরিজন নিয়ে বসবাস করতেন সে জায়গাটির উপর নজর পড়ে স্থানীয় প্রভাবশালী মো এনামুল হক (এম এ মাষ্টার)। জায়গাটি হাতিয়ে নিয়ে তিনি তার স্ত্রীকে দিয়ে আইয়ুব মুন্সীর বন্দোবস্ত বাতিল করতে জেলা প্রশাসকের কাছে একটি আবেদন করেন। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে আইয়ুব মুন্সীর বন্দোবস্তটি সম্প্রতি বাতিল করে তা গোপন রাখা হয়।

পরবর্তীতে ২ ডিসেম্বর স্থানীয় তফশিল অফিস থেকে আইয়ুব মুন্সীকে উক্ত জায়গায় প্রবেশ না করার একটি নোটিশ পাঠানো হয়। কিন্তু নোটিশ পাঠানোর একদিন আগে অর্থাৎ ১ ডিসেম্বর আইয়ুব আলীর কাছ থেকে উক্ত জায়গাটির খাজনা নেয়া হয়।

আইয়ুব মুন্সী অভিযোগ করে বলেন, সম্প্রতি এনামুল মাষ্টার কয়েক ব্যক্তি পুলিশের সহযোগীতায় তার ঘরটি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। তিনি বাঁধা দিতে গেলে তাকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে সরে যেতে বাধ্য করা হয়। বর্তমানে তাকে গ্রাম ছেড়ে চলে না গেলে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে জানান।

আইয়ুব মুন্সী কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার সহায়-সম্বল বলতে ছিল এ জায়গাটুকু। তিন ছেলে, স্ত্রীকে নিয়ে ভ্যান চালিয়ে কোন রকমে সংসার চালাতাম। আমার ঘর-বাড়ী ভেঙ্গে দিয়ে সেখান থেকে উচ্ছেদ করা হয়েছে।

এখন আমি গিয়াস সরদার নামের একজনের বাড়ীতে ছেলে, স্ত্রীকে নিয়ে কষ্টের মাঝে দিন কাটাচ্ছি। শীতের রাতে খোলাস্থানে থাকতে অনেক কষ্ট হয়। খেয়ে না খেয়ে কোন রকমে বেঁচে আছি। একটি ছেলে নবম শ্রেনীতে পড়ালেখা করে। সেও এখন পড়লেখা করতে পারছেনা।

আমি আমার জায়গাটি ফিরে পেতে পুনরায় জেলা প্রশাসকের কাছে আবেদন জানিয়েছি। আমি যে জায়গাটিতে ছিলাম সেটি পেতে এনামুল মাষ্টারের স্ত্রী মনোয়ারা বেগম ভুমিহীন দাবী করে সেই জায়গাটি লীজ নিতে আবেদন করেছেন। যাদের এত সম্পদ রয়েছে তারা যদি ভুমিহীন হয় তাহলে আমার তো কিছুই নেই, আমি তাহলে কি এটা সরকারের কাছে জানতে চাই।

আইয়ুব মুন্সীকে তার জায়গা থেকে ঘর-বাড়ী ভেঙ্গে উচ্ছেদ করায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে তারা আইয়ুব মুন্সীর জায়গাটি ফিরিয়ে দেবার দাবি জানিয়েছেন।

স্থানীয় অনেকের সাথে কথা হলে তারা জানান, এনামুল মাষ্টার জায়গাটি দখলে নিতে নানা চেষ্টা করছেন। আইয়ুব মুন্সী একেবারেই হতদরিদ্র। স্ত্রী, ছেলেদের নিয়ে তার কোন মাথা গোঁজার ঠাঁই নেই। সরকার যাতে আইয়ুব মুন্সীর জায়গাটি ফিরিয়ে দেয়।

স্থানীয় ইউপি সদস্য হবি খাঁ জানান, ভুমিহীন আইয়ুব মুন্সী জায়গাটি হারিয়ে একেবারেই পাগলের মতো হয়ে গেছে। এখন সে মানুষের দ্বারে দ্বারে ঘুরছে জমিটি ফিরে পেতে। সরকার তার জমিটি ফিরিয়ে দিবে এটাই আমাদের কামনা।

এসব বিষয় নিয়ে অভিযুক্ত মাষ্টারের সাথে কথা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা একেবারেই মিথ্যা। যে জায়গাটি সরকার আইয়ুব মুন্সীকে বন্দোবস্ত দিয়েছিল সে জায়গাটি আমাদের পৈত্রিক সম্পত্তি ছিল। কোন এক কারনে তা খাস খতিয়ানে চলে যায়। ভূমিহীন হওয়ায় সরকার আইয়ুবকে বন্দোবস্ত দিলেও পরে আমার স্ত্রী’র আবেদনে সে বন্দোবস্ত বাতিল করে দেয়। এর বিরুদ্ধে সে আদালতে একটি মামলা করেছে। মামলার রায় যা হবে তাই আমি মেনে নেব।

সদরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী পলাতক

বিপ্লব কুমার দাস (শাওন), ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরেরর সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবী গ্রামে স্বামী লাভলু শেখ তার স্ত্রী শারমিন বেগম (১৯) পিটিয়ে ও গলাটিপে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

হত্যার ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য বসত ঘরের আড়ায় গলায় রশি দিয়ে শারমিনের লাশ ঝুঁলিয়ে রেখে আতহত্যা বলে প্রচার করা হয়। এ ঘটনার পর থেকে স্বামী লাভলু শেখ পলাতক রয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে।

স্থানীয়রা জানান, লাভলু শেখ পাশ্ববর্তী জাফর সরদারের বাড়িতে ক্যারামবোর্ড খেলতে গেলে স্ত্রী শারমিন সেখানে গিয়ে লাভলুকে জোরপূর্বক বাড়ি নিয়ে আসে। এ ঘটনার পর লাভলু অপমানিত হলে বাড়ি এসে শারমিনকে বেদম মারপিঠ করে। মারপিটের একপর্যায়ে শারমিনকে গলাটিপে হত্যা করে। হত্যার পর পরই লাভলু শেখ বাড়ী থেকে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা শারমিনের লাশটি উদ্ধার করে।

শারমিনের বাবা ছালাম মোল্যা ও মাতা মিলি বেগম অভিযোগ করে বলেন, তার মেয়ে শারমিন কে পিটিয়ে ও শ্বাসরোধ হত্যা করা হয়েছে। সদরপুর থানার এসআই অখিল কুমার বিশ্বাস জানান, মৃত্যুর সঠিক তথ্যের জন্য মেডিক্যাল পরীক্ষার জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সদরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

ফরিদপুরে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরন করেছে বিএফএফ

বিপ্লব কুমার দাস (শাওন), ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরে অসহায়, দুঃস্থ্য মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরন করেছে বেনিফিসিয়ারিজ ফ্রেন্ডশীপ ফোরাম (বিএফএফ)। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বিএফএফ কার্যালয়ে ফরিদপুর সদর উপজেলার অর্ধ শতাধিক মুক্তিযোদ্ধাদের মাঝে এ কম্বল বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের জেলা কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজ, ডেপুটি জেলা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, থানা কামান্ডার শামসুদ্দিন ফকির, মোঃ খলিলুর রহমান, বিএফএফ’র পরিচালক আনম ফজলুল হাদী সাব্বির।

ফরিদপুরের বেসরকারী উন্নয়ন সংস্থা (বিএফএফ)’র নিজস্ব তহবিল থেকে জেলার বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন কর্মসূচির অংশ হিসাবে ৫ শতাধিক কম্বল বিতরন করা হয়।

মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরনের মধ্যদিয়ে শীতবস্ত্র বিতরনের কার্যক্রম শেষ হয়।

বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬

পীরগঞ্জে জাতীয় কৃষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

পীরগঞ্জ প্রতিনিধি (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁও জেলা জাতীয় কৃষক সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন ২০১৬ইং সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে।
প্রকাশ, ঠাকুরগাঁও জেলা জাতীয় কৃষক সমিতির সম্মেলনটি পীরগঞ্জ পৌরসভা অডিটরিয়াম হলে অনুষ্ঠিত হয় সম্প্রতি। এ সম্মেলনে বাংলাদেশের ওর্য়াকাস পাটির ঠাকুরগাঁও জেলা সভাপতি কমরেড ইয়াসিন আলী, এমপি ঠাকুরগাঁও-৩ সভাপতিত্ব করেন। সম্মেলনে সাংগঠনিক বিষয় সহ কৃষি পণ্যের নার্য্যমূল্য, পৃথক কৃষি ও ভুমি আদালত গঠন নিয়ে এবং গ্রাম-গঞ্জে রেশনিং ব্যবস্থা চালুকরণ এবং ভুমিহীনদের খাসজমি ও মৎস্যজীবিদের জলা ভূমি প্রদান বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়। এতে বক্তব্য রাখেন কমরেড হাবিবুর রহমান, কমরেড ফয়জুল ইসলাম, কমরেড তৈমুর রহমান, কমরেড লাবু, কমরেড তাজুল ইসলাম ও আবু জাহিদ জুয়েল এবং প্রধান অতিথি বাংলাদেশের ওর্য়াকাস পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক।
অত্র সম্মলনে ২ বছর মেয়াদী ঠাকুরগাঁও জেলা জাতীয় কৃষক সমিতির ৩৪ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়েছে।
এ নব গঠিত কৃষক সমিতির সভাপতি হলেন আবু জাহিদ জুয়েল, সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, ধনেশ্বর, সাধারণ সম্পাদক তৈমুর রহমান, সহ সম্পাদক তুলা রাম, দপ্তর সম্পাদক অনন্ত কুমার, আইন বিষয়ক সম্পাদক ফয়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, প্রচার সম্পাদক ভূপেন চন্দ্র রায় এবং সদস্য কমরেড ইয়াসিন আলী এমপি ঠাকুরগাঁও-৩, বিনয় চন্দ্র, প্রফুল্ল চন্দ্র, বাবুল, দীপু রাণী, ধীরেন্দ্র নাথ প্রমূখ।
নব গঠিত ঠাকুরগাঁও জেলার জাতীয় কৃষক সমিতির নেতা- কর্মীদের স্বীয় সংগঠনের জন্য নির্দিষ্ট ভাবে অঙ্গীকার ও শপথ পাঠ করান বাংলাদেশের ওর্য়াকাশ পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক। পরিশেষে সম্মেলনে উপস্থিত সকল সদস্যবর্গকে বিশেষ ভোজে আপ্যায়ন করা হয়।

পীরগঞ্জে প্রাথমিক শিক্ষা সপ্তাহ সম্পন্ন

পীরগঞ্জ প্রতিনিধি (ঠাকুরগাঁও): পীরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সুসম্পন্ন হয়েছে।
প্রকাশ, গত ৪ ফেব্রুয়ারী তারিখে- প্রথম দিবসে শিক্ষা সপ্তাহ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শোভিত ফেষ্টুন ও নতুন ব্যানারে র‌্যালীটি পীরগঞ্জ শহরের প্রধান প্রধান সড়কে প্রধক্ষিণ করে। পরবির্ততে শিক্ষা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে, ৯ ও ১০ ফেব্রুয়ারী পীরগঞ্জ উপজেলা চত্বরে শিক্ষা মেলার বিভিন্ন ষ্টল স্থাপনের মাধ্যমে বিভিন্ন শিক্ষা উপকরণ ও বই পত্রাদি জন সম্মুখে প্রদর্শন করা হয়েছে। এতে পীরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের প্রাথমিক স্কুলের কমিটি সহ ইকো পাঠশালা ও সিডিপি এবং গুড নেইর্বাস (এনজিও) ও স্থানীয় পৌর সভার শিক্ষা কমিটি কর্তৃক এ শিক্ষা মেলায় কার্যক্রমে অংশ নেয়।
শিক্ষা মেলাটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি মোঃ ইমদাদুল হক। উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে “মানসম্মত শিক্ষা ও জাতির প্রতিজ্ঞা” আলোকে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম এবং আলোচনায় অংশ নেন শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা অহেন্দ্র চন্দ্র মন্ডল, জেলা ডিপিও প্রতিনিধি মোঃ আবু হারেশ এবং অনুষ্ঠানের প্রধান অতিথি ও সাবেক এমপি মোঃ ইমদাদুল হক প্রমূখ। পরিশেষে শিক্ষা মেলার শেষ দিনে এক আকর্ষনীয় ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। উৎসমুখর এ মেলায় শিক্ষার্থী ও শিক্ষক এবং দর্শনাথীদের বিপুল সমাগম ঘটে।

বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৬

মধুমতি এক্সিকিউটিভ ক্লাবের দশ বছর পূর্তি উপলক্ষে চারদলীয় ভলিবল টুর্নামেন্ট ও কম্বল বিতরন

বিশেষ প্রতিনিধিঃ-ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাধীন গোপালপুর বাজারে অবস্থিত মধুমতি এক্সিকিউটিভ ক্লাব এর দশম বছর পূর্তি উপলক্ষে ২৯ জানুয়ারি মঙ্গলবার ক্লাব প্রাঙ্গণে শীতার্ত দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, কামারগ্রাম কাঞ্চন একাডেমি মাঠ প্রাঙ্গনে  চারদলীয় ভলিবল টুর্নামেন্ট ও দুপুরে প্রীতিভোজ এবং বিকালে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চারদলীয় ভলিবল টুর্নামেন্টে গোপালগঞ্জ জেলার জুনাসপুর ভলিবল টীম চ্যাম্পিয়ন এবং নড়াইল জেলার লক্ষ্মীপাশা ভলিবল টীম রানারআপ হয়। খেলাশেষে চ্যাম্পিয়ন এবং রানারআপ দলকে পুরস্কার হিসেবে ২টি কালার টিভি প্রদান করা হয়। অনুষ্ঠানে মধুমতি এক্সিকিউটিভ ক্লাবের সভাপতি খালিদ হোসেন শাহীন, প্রতিষ্ঠাতা  সভাপতি মোঃ সামছুদ্দোহা সিমু, প্রাক্তন সভাপতি এম. সোহেল আহমেদ ও সাহজাহান খান, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান, আলফাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আহাদুল হাসান আহাদ, গোপালপুর ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রী কলেজের ভাইস-প্রিন্সিপাল কামাল আতাউর  রহমান সাইক্লোন, আলফাডাঙ্গা যুবলীগ সভাপতি সাইফার হোসেন, উপজেলা আওমীলীগের সাংগঠনিক সম্পাদক রফিক তালুকদার, আলফাডাঙ্গা উপজেলা কল্যাণ সমিতি ঢাকাস্থ সাধারণ সম্পদক সিদ্দিকুজ্জামান খান বাহার, সমাজ সেবক মোতাহার হোসেন এবং সাহেব আলী খান ,গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মনিরুজ্জামান হিকু ও সাধারন সম্পাদক শহিদুর রহমান মিন্টু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬

নাজমা মেডিকেয়ার ক্লিনিক শুভ উদ্বোধন

সংবাদদাতা,আলফাডাঙ্গা - ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরে গত ১  ফেব্রুয়ারী  সোমবার ২টায় প্রাইভেট ক্লিনিক নামজা মেডিকেয়ার মিলাদ মহাফিলের মাধ্যমে উদে¦াধন করা হয়েছে। এ সময়
উপজেলা  আ’লীগের সভাপতি এস.এম আকরাম হোসেন , উপজেলা ভাইস চেয়ারম্যান  আ. কুদ্দুছ খান , নাজমা মেডিকেয়ার নির্বাহী পরিচালক মো. হারুন অর রশীদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও আমাদের  আলফাডাঙ্গার সম্পাদক মো. সেকেন্দার আলম,সাংবাদিক মো. মোরাদ হোসেন তালুকদার ,মো.  আলমগীর কবির, মো. শাহারিয়ার হোসেন, মো. আবুল বাশার, মো. লায়েকুজ্জামান, সৈয়দ আমিনুর রহমান,মুকুল শরীফ, মনিরুজ্জামান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ,মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাও. আবুল বাশার।


ইছাপাশা সরকারী প্রাথমীক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগাতায় পুরস্কার বিতরন




সংবাদদাতা,আলফাডাঙ্গা -আলফাডাঙ্গা উপজেলায় গত ১  ফেব্রুয়ারী  সোমবার বিকালে ইছাপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমীক শিক্ষা অফিসার মূন্সী মো. রুহুল আসলাম ,উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. কামাল উদ্দিন , বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মো. আমির হোসেন,সহকারী শিক্ষক মো.জাহাঙ্গির হোসেন,মো. কামরুল ইসলাম,পূর্নিমা রানী সরকার,শূসুমা রানী বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম, সাংবাদিক মো. শাহারিয়ার হোসেন ও মো. আবুল বাশার প্রমূখ।