আলফাডাঙ্গা (ফরিদপুর) ঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় যাত্রার নামে অবাধে চলছে অশ্লীল নৃত্য ও প্রকাশ্যে লটারী জুয়া খেলা। যাত্রানুষ্ঠানে প্রকাশ্যে খোলা মেলা অশ্লীল নৃত্য হওয়ায় এলাকার যুবকরা ঝুকছে সেদিকে এবং লটারী জুয়া খেলায় নষ্ট হচ্ছে এলাকার যুবক যুবতী ও সাধারন মানুষ। লোভনিয় পুরস্কার দেখিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলাধীন পাচুড়িয়া ইউনিয়নের বেড়ির হাট বাজারের দক্ষিন পার্শে¦ যাত্রার নামে রাত ১২ টা থেকে শুরু করে ভোর রাত পযর্ন্ত অবাধে চলছে অশ্লীল নৃত্য ও প্রকাশ্যে লটারী জুয়া খেলা। এলাকায় প্রভাবশালীদের সহযোগীতায় প্রশাসনকে ম্যানেজ করে চলছে খোলা-মেলা নৃত্য ও লটারী।
পাচুড়িয়া ইউপি চেয়ারম্যান মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, লটারী দিয়ে অবৈধ ভাবে এলাকার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এবং রাতে যাত্রার নামে অশ্লীল নৃত্য দিয়ে যেমন যুবকরা নষ্ট হচ্ছে তেমনি নষ্ট করছে এলাকার পরিবেশ ।
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম জানান, যাত্রার অনুমতি আছে ১৭ জানুয়ারী পযর্ন্ত। তবে যাত্রার পাশা পাশি জুয়া,অশ্লীল নৃত্যর অনুমতি নেই ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আবুল খায়ের সাংবাদিকদের জানান, সমাজ বিরোধী কাজকে আমরা ধিক্কার জানাই,এ ধরনের অসামাজিক কার্য্যকলাপ বন্ধ করে দেওয়া হবে। প্রকাশ্যে লটারী বিক্রয়ের অপরাধে ১৮৬৭ এর ৪ ধারার আইনে ৪ যুবককে ১৫ দিনের,তিন জুয়াড়িকে ১ মাস করে ও দুই জুয়াড়িকে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান এবং নগদ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন