শুক্রবার, ১ জানুয়ারী, ২০১৬

আলফাডাঙ্গায় বিনা মূল্যে বই বিতরণ

মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় স্কুলে স্কুলে বই বিতরণ উৎসব উদযাপন করা হয়েছে। বই বিতরণ উপলক্ষে গত ১ জানুয়ারী সকাল থেকে স্কুলগুলো শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আবুল খায়ের আলফাডাঙ্গা এ, জেট পাইলট উচ্চ বিদ্যালয়, নওপাড়া সঃ প্রাঃ বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়, আলফাডাঙ্গা  আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয়ে পৃথক পৃথকভাবে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন  উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা সালাম, আলফাডাঙ্গা ইউপি চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ, উপজেলা শিক্ষা অফিসার এম এইচ কে এম রওনক আরা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজা বেগম, এ, জেট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাদুল ইসলাম, নওপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আঃ রউব তালুকদার, আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয়ে স্কুলের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন প্রমূখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন