রবিবার, ৩ জানুয়ারী, ২০১৬

ভাঙ্গা পাইলট মডেল হাইস্কুলে বই উৎসব


অশোক সাহা(শ্যাম), ভাঙ্গা প্রতিনিধি ঃ সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বই উৎসব শুরু হয়েছে । সেই ধারাবাহিকতায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী পাইলট মডেল হাইস্কুলে বই উৎসব উপলক্ষে  আলোচনা সভা  ও র‌্যালির আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভাঙ্গার পৌরসভার মেয়র এএফএম রেজা ফয়েজ।
অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, ম্যানিজিং কমিটির সদস্য, জাকির হোসেন খসরু, আব্দুর রাজ্জাক ফকিরসহ বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা। র‌্যালিটি ভাঙ্গার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের মধ্য বই বিতরণ করা হয়।
এদিকে বই উৎসব উপলক্ষে ভাঙ্গার কাজী সামসুনেসসা বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি র‌্যালি বের করেন। র‌্যালির নেতৃত্ব দেন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগন।
উল্লেখ্য, শুক্রবার সকালে রাজধানীর গভঃ ল্যাবরেটরি হাইস্কুলে কেন্দ্রীয়ভাবে বই উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের ভাল মানুষ করে গড়ে তোলার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন