বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬

আলফাডাঙ্গায় ৫ জুয়াড়ির কারাদন্ড



আলফাডাঙ্গা (ফরিদপুর) ঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় জুয়া খেলার অপরাধে তিন জুয়াড়িকে ১ মাস করে ও দুই জুয়াড়িকে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মোহাম্মাদ আবুল খায়ের এ দন্ডাদেশ প্রদান করেন। এসময় আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, উপজেলাধীন পাচুড়িয়া ইউনিয়নের বেড়ির হাট বাজারে যাত্রানুষ্ঠানে প্রকাশ্যে জুয়া খেলার সময় সোমবার রাত ১০টায় আলফাডাঙ্গা থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে প্রকাশ্যে  জুয়া খেলার সময় রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানার উত্তর দৌলতদিয়া গ্রামের বেলায়েত মোল্যার পুত্র আজাদ মোল্যা(৫৫), মোস্তফা মোল্যার পুত্র আলম মোল্যা(৩২), ফরিদপুরের ভাঙ্গা থানার পীরের চর গ্রামের আসমত শেখের পুত্র  এয়াদ আলী(৩৮) নামে তিন জুয়াড়িকে ও দুপুর ১২টায় উপজেলাধীন শিরগ্রাম থেকে শিরগ্রামের আয়নুদ্দিন মোল্যার পুত্র মজিবর(৩৫), গরানিয়া গ্রামের মো. সত্তার শেখের পুত্র মশিয়ার শেখ(৩২) নামে দুই জুয়াড়িকে আটক করে। মঙ্গলবার তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক  আজাদ মোল্যা, মো. আলম মোল্যা, এয়াদ আলী নামে তিন জুয়াড়িকে ১ মাস করে ও মজিবর, মশিয়ার শেখ নামে দুই জুয়াড়িকে ১০ দিন করে বঙ্গীয় প্রকাশ্যে জুয়া আইন ১৮৬৭ এর ৪ ধারায় বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন