শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬

আলফাডাঙ্গা থানার সেকেন্ড অফিসার হাসিমুজ্জামান চলে গেলেন না ফেরার দেশে

বিশেষ প্রতিনিধিঃ-ফরিদপুরের আলফাডাঙ্গা থানার সেকেন্ড অফিসার এস আই মো. হাসিমুজ্জামান (৪৫) বৃহস্পতিবার (২৮.০১.১৬) ভোর ৬.১০ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না.....রাজিউন)। বুধবার রাত সাড়ে ১১টায় আলফাডাঙ্গা থানা ব্যারাকে ডিউটি চলা কালিন অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে তার অবস্থা খারাপ হওয়ায় ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় ফরিদপুর পুলিশ লাইনে প্রথম নামাজে জানাযা শেষে হাসিমুজ্জামানের গ্রামের বাড়ি মেহেরপুর জেলার সদর উপজেলার কোর্টপাড়ে লাশ পাঠানো হয়। বৃহস্পতিবার সন্ধায় তার ২য় জানা শেষে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে আলফাডাঙ্গা থানা ও তার গ্রামের বাড়ি এবং ফরিদপুর পুলিশ প্রশাসনে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে মা-বাবা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি আলফাডাঙ্গা থানায় প্রায় দুই বছর সাহসীকতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন বলে ওসি নাজমুল করীম জানান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন