শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬

আলফাডাঙ্গায় বাদাম চাষের উপর কৃষক প্রশিক্ষন

মোঃ শাহারিয়ার হোসেনঃ ইউএসএআইডি- এর আর্থিক সহযোগিতায় (এগ্রিকালচারাল ভ্যালু চেইনস) প্রকল্পের মাধ্যমে বাদাম চাষের উন্নত কলাকৌশল সম্পর্কিত একদিনব্যাপী কৃষক প্রশিক্ষন ডেভেলপমেন্ট কমিটি (এস,ডিসি)এর আয়োজনে গত শনিবার আলফাডাঙ্গা উপজেলার  দিগনগর বাজারে অনুষ্টিত হয়। কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর (সাবেক) উপ-পরিচালক (এভিসি)কৃষিবিদ সুবল কুমার সাহা প্রধান প্রশিক্ষক হিসেবে কৃষকদের প্রশিক্ষন দেন। এসময়(এভিসি) এর সহ-প্রশিক্ষক কৃষিবিদ প্রভাষ চন্দ্র বিশ্বাস  উপস্থিত ছিলেন।
অন্যান্নদের মধ্যে ছিলেন এসডিসি’র ট্রেনিং এন্ড গবেষনা বিভাগের প্রকল্প পরিচারক কাজী মশিউর
রহমান,ক্রেডিট কো-অর্ডিনেটর খন্দকার নজরুল ইসলাম,অপারেশন ম্যানেজার মোঃ শহিদুল ইসলামও মার্কেটিং অফিসার মোঃ রাশেদ আলী প্রমুখ। সার্বিক সহযোগীতায় ছিলেন (পিএসও)মোঃ খাইরুল ইসলাম রনী। প্রশিক্ষনে ২৫জন বাদাম চাষি অংশগ্রহন করেন। পর্যায় ক্রমে উপজেলায় ৪শ জন চাষিকে এ প্রশিক্ষন দেয়া হবে বলে প্রকল্প পরিচালক জানান।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন