সোমবার, ৪ জানুয়ারী, ২০১৬

আলফাডাঙ্গায় কাঞ্চন মুন্সীর মৃত্যু বাষির্কী উপলক্ষ্যে স্মরণ সভা ও দেয়া মাহফিল


আলফাডাঙ্গা  ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় গত ৪ জানুয়ারি সোমবার ওতিহ্যবাহী কামারগ্রাম কাঞ্চন একাডেমীর প্রতিষ্ঠাতা শিক্ষা অনুরাগী ও দানবীর মরহুম কাঞ্চন মুন্সীর ৬৭ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে উক্ত স্কুলে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্মরণ সভায় স্কুলের প্রধান শিক্ষক মো. জাকির হোসেনের সভাপতিত্ব করেন।
সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের বলেন, প্রয়াত কাঞ্চন মুন্সী এ এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে চারিদিকে  শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন। এখন এ এলাকার অনেক ছাত্র ছাত্রী দেশের বিভিন্ন উচ্চ পর্যায়ে দায়িত্ব পালন করছেন। এ সময়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানঞ্চ মুন্সীর দৌহিত্র মো. ওবাইদুর রহমান, গোপালপুর ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পর্যদের সদস্য মো. আলাউদ্দিন, মো. আমিনুল ইসলাম, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম, সহকারী অধ্যাপক মো. মুজিবর রহমান, হাজী আব্দুল মান্নান প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাক্তন প্রধান শিক্ষক অমর কুমার দাস। উল্লেখ্য প্রয়াত দানবীর কাঞ্চন মুন্সী কামারগ্রাম কাঞ্চন একাডেমীসহ বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন