রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬

ঢাকাটাইমস সম্পাদকের পাশে রূপালী ব্যাংকের চেয়ারম্যান




ঢাকা : সড়ক দুর্ঘটনায় আহত দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকম এবং সাপ্তাহিকএই সময়সম্পাদক আরিফুর রহমান দোলনকে দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে গেলেন রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের চেয়ারম্যান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব মনজুর হোসেন।

শুক্রবার সন্ধ্যায় তিনি হাসপাতালে পৌঁছে আরিফুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর আশু সুস্থতা কামনা করেন। এসময় তিনি বেশ কিছুক্ষণ আরিফুর রহমানের পাশে অবস্থান করেন।

এর আগে গত বৃহস্পতিবার সকালে আরিফুর রহমানকে দেখতে যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি সর্বোৎকৃষ্ট চিকিৎসা সেবার মাধ্যমে তাকে দ্রুত সারিয়ে তুলতে ডাক্তারদের নির্দেশও দেন

এদিন সকালে ঢাকাটাইমস সম্পাদককে দেখতে হাসপাতালে যান পাট বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম।গত সন্ধ্যায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ঢাকাাটাইমস সম্পাদককে দেখতে যান তার কেবিনে

এছাড়া প্রতিদিনই অসংখ্য শুভাকাঙ্ক্ষী তাকে দেখতে হাসপাতালে ভিড় করেছেন এবং তাঁর আশু সুস্থতা কামনা করছেন
গত বুধবার সড়ক দুর্ঘটনায় আরিফুর রহমান দোলনসহ ছয়জন আহত হন। বেলা সোয়া ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের বদরপুর এলাকায় মাহেন্দ্রের সঙ্গে টয়োটা প্রাডো গাড়ির সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরিফুর রহমানের বাম পায়ে গোড়ালির নিচে চিড় ধরেছে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত। উন্নত চিকিৎসার জন্য বুধবার রাত সাড়ে নয়টার দিকে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে আনা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে খবর পেয়ে ফরিদপুর দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহেন্দ্রর যাত্রী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হোসেনপুর গ্রামের আব্দুল মজিদ ব্যাপারী মারা যান।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন