শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬

আলফাডাঙ্গায় দুস্থ মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ

 বিশেষ সংবাদদাতা ঃ-   ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রামে পল্লী প্রগতি সহায়ক সমিতি আয়োজনে গত ৩০ জানুয়ারী শনিবার উপজেলার দুইশত দুস্থ মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।   এ সময় প্রধান অতিথি ছিলেন পল্লী প্রগতি সহায়ক সমিতির নির্বাহী পরিচালক আলহাজ্ব ওলিয়ার রহমান খান । বিশেষ অতিথি ছিলেন আলফাডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান । এ সময় উপস্থিত ছিলেন পল্লী প্রগতি সহায়ক সমিতির পরিচালক মাহাবুবুর রহমান, সহকারী ক্রেডিট অফিসার ও আলফাডাঙ্গা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান খান ওহিদুননবী , বিমা উন্নয়ন কর্মকর্তা মো. জামাল সরদার,জোনাল ম্যানেজার তৌছিলুর রহমান,বোয়ালমারী আরবার ইউনিট ম্যানেজার কাজী ইনামুল হক,শিরগ্রার ইউনিট ম্যানেজার মোরশেদ খান,নির্বাহী কমিটির সদস্য মো. শহিদুর রহমান, আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।

কাজী সিরাজুল ইসলাম ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

বিশেষ সংবাদদাতা ঃ- ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদর ইউনিয়নে কুসুমদী সালামিয়া নূরানী মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে গত ২৯ জানুয়ারী শুক্রবার  রাত  ৯ টায় কাজী সিরাজুল ইসলাম ৩২ দলীয় ব্যাডমিন্ট  টুর্নামেন্ট খেলা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ সদস্য আলহাজ্ব  কাজী সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আলফাডাঙ্গা উপজেলা সাবেক চেয়ারম্যান এ্যাড. শেখ কুবাদ হোসেন, উপজেলা কৃষক লীগের আহবায়ক ও উপজেলা আ’লীগের সাবেক সভাপতি মো. সোলায়মান আহমেদ, উপজেলা শ্রমীক লীগের সভাপতি শেখ রোকন উদ্দিন,আ’লীগ নেতা আকরামুজ্জামান রুকু মৃধা,সদর বাজার বনিক সমিতির সাবেক সভাপতি মো. নজীর মিয়া। খেলা পরিচালনায় ছিলেন  মো. নিজাম উদ্দিন, রফিক হোসেন  তালুকদার ও মো. নুরুজ্জামান। সার্বিক সহযোগীতায় ছিলেন মো. ফজলার রহমান বাবু. মো. হাবিবুর রহমান,ইউপি সদস্য নুর ইসলাম শেখ, মো.আবুল খায়ের মিয়া, শেখ দেলোয়ার হোসেন, কাজী হানিফ,ছাত্রলীগ নেতা তৌকির আহম্মেদ ডালিম ,কামরুল ইসলাম, মো. ইলিয়াজ প্রমূখ। সার্বিক ব্যবস্থপনায় ছিলেন শেখ মো. আবুল বাশার। খেলায় প্রথম স্থান অধিকার করেন বোয়ালমারী উপজেলার হাকিম  এবং ২য় স্থান অধিকার করেন কাশিয়ানী উপজেলার রানা । খেলা শেষে  বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরন করেন  ২১ ইঞ্চি ও ১৪ ইঞ্চি দুইটি কালার টেলিভিশন ।

আলফাডাঙ্গায় বাদাম চাষের উপর কৃষক প্রশিক্ষন

মোঃ শাহারিয়ার হোসেনঃ ইউএসএআইডি- এর আর্থিক সহযোগিতায় (এগ্রিকালচারাল ভ্যালু চেইনস) প্রকল্পের মাধ্যমে বাদাম চাষের উন্নত কলাকৌশল সম্পর্কিত একদিনব্যাপী কৃষক প্রশিক্ষন ডেভেলপমেন্ট কমিটি (এস,ডিসি)এর আয়োজনে গত শনিবার আলফাডাঙ্গা উপজেলার  দিগনগর বাজারে অনুষ্টিত হয়। কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর (সাবেক) উপ-পরিচালক (এভিসি)কৃষিবিদ সুবল কুমার সাহা প্রধান প্রশিক্ষক হিসেবে কৃষকদের প্রশিক্ষন দেন। এসময়(এভিসি) এর সহ-প্রশিক্ষক কৃষিবিদ প্রভাষ চন্দ্র বিশ্বাস  উপস্থিত ছিলেন।
অন্যান্নদের মধ্যে ছিলেন এসডিসি’র ট্রেনিং এন্ড গবেষনা বিভাগের প্রকল্প পরিচারক কাজী মশিউর
রহমান,ক্রেডিট কো-অর্ডিনেটর খন্দকার নজরুল ইসলাম,অপারেশন ম্যানেজার মোঃ শহিদুল ইসলামও মার্কেটিং অফিসার মোঃ রাশেদ আলী প্রমুখ। সার্বিক সহযোগীতায় ছিলেন (পিএসও)মোঃ খাইরুল ইসলাম রনী। প্রশিক্ষনে ২৫জন বাদাম চাষি অংশগ্রহন করেন। পর্যায় ক্রমে উপজেলায় ৪শ জন চাষিকে এ প্রশিক্ষন দেয়া হবে বলে প্রকল্প পরিচালক জানান।


শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬

আলফাডাঙ্গা থানার সেকেন্ড অফিসার হাসিমুজ্জামানের মৃত্যুতে দোয়া ও মিলাদ মহাফিল



বিশেষ প্রতিনিধিঃ-ফরিদপুরের আলফাডাঙ্গা থানার সেকেন্ড অফিসার এস আই মো. হাসিমুজ্জামানের মৃত্যু উপলক্ষে গত (২৯.০১.১৬) শুক্রবার জুম্মার নামাজ পরে থানা মসজিদে দোয়া ও মিলাদ মহাফিল অনুষ্ঠিত হয়। দোয়া মহফিলে এস আই হাসিমুজ্জানের কর্ম জীবন সর্ম্পকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের, মধুখালি থানা অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন, বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান ও আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করীম। এ সময় তার পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান বক্তারা। মিলাদ শেষে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। উল্লেখ্য, তিনি বৃহস্পতিবার (২৮.০১.১৬) ভোর  ৬.১০ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে মারা যান।

আলফাডাঙ্গা থানার সেকেন্ড অফিসার হাসিমুজ্জামান চলে গেলেন না ফেরার দেশে

বিশেষ প্রতিনিধিঃ-ফরিদপুরের আলফাডাঙ্গা থানার সেকেন্ড অফিসার এস আই মো. হাসিমুজ্জামান (৪৫) বৃহস্পতিবার (২৮.০১.১৬) ভোর ৬.১০ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না.....রাজিউন)। বুধবার রাত সাড়ে ১১টায় আলফাডাঙ্গা থানা ব্যারাকে ডিউটি চলা কালিন অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে তার অবস্থা খারাপ হওয়ায় ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় ফরিদপুর পুলিশ লাইনে প্রথম নামাজে জানাযা শেষে হাসিমুজ্জামানের গ্রামের বাড়ি মেহেরপুর জেলার সদর উপজেলার কোর্টপাড়ে লাশ পাঠানো হয়। বৃহস্পতিবার সন্ধায় তার ২য় জানা শেষে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে আলফাডাঙ্গা থানা ও তার গ্রামের বাড়ি এবং ফরিদপুর পুলিশ প্রশাসনে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে মা-বাবা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি আলফাডাঙ্গা থানায় প্রায় দুই বছর সাহসীকতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন বলে ওসি নাজমুল করীম জানান

রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬

চরডাঙ্গায় ৪ কিলোমিটার বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধন


বিশেষ প্রতিনিধি ঃ গত রোববার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের চরডাঙ্গা গ্রামে চার কিলোমিটার নতুন বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমান। নতুন বিদ্যুৎ সংযোগে ২৬১ পরিবারে ঘরে ঘরে জ্বলবে বিদ্যুতের আলো। উদ্বোধন শেষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আব্দুর রহমান এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ আবুল খায়েরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি শেখ আকরাম হোসেন, সাধারন সম্পাদক নুরুল বাশার, পল্লী বিদ্যুতের ডিজিএম জাহিদা বেগম, এজিএম মেহেদী মাসুদ,পরিচালক শফিকউল আলম প্রমুখ।

ঢাকাটাইমস সম্পাদকের পাশে রূপালী ব্যাংকের চেয়ারম্যান




ঢাকা : সড়ক দুর্ঘটনায় আহত দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকম এবং সাপ্তাহিকএই সময়সম্পাদক আরিফুর রহমান দোলনকে দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে গেলেন রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের চেয়ারম্যান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব মনজুর হোসেন।

শুক্রবার সন্ধ্যায় তিনি হাসপাতালে পৌঁছে আরিফুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর আশু সুস্থতা কামনা করেন। এসময় তিনি বেশ কিছুক্ষণ আরিফুর রহমানের পাশে অবস্থান করেন।

এর আগে গত বৃহস্পতিবার সকালে আরিফুর রহমানকে দেখতে যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি সর্বোৎকৃষ্ট চিকিৎসা সেবার মাধ্যমে তাকে দ্রুত সারিয়ে তুলতে ডাক্তারদের নির্দেশও দেন

এদিন সকালে ঢাকাটাইমস সম্পাদককে দেখতে হাসপাতালে যান পাট বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম।গত সন্ধ্যায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ঢাকাাটাইমস সম্পাদককে দেখতে যান তার কেবিনে

এছাড়া প্রতিদিনই অসংখ্য শুভাকাঙ্ক্ষী তাকে দেখতে হাসপাতালে ভিড় করেছেন এবং তাঁর আশু সুস্থতা কামনা করছেন
গত বুধবার সড়ক দুর্ঘটনায় আরিফুর রহমান দোলনসহ ছয়জন আহত হন। বেলা সোয়া ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের বদরপুর এলাকায় মাহেন্দ্রের সঙ্গে টয়োটা প্রাডো গাড়ির সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরিফুর রহমানের বাম পায়ে গোড়ালির নিচে চিড় ধরেছে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত। উন্নত চিকিৎসার জন্য বুধবার রাত সাড়ে নয়টার দিকে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে আনা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে খবর পেয়ে ফরিদপুর দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহেন্দ্রর যাত্রী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হোসেনপুর গ্রামের আব্দুল মজিদ ব্যাপারী মারা যান।


মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬

ভাঙ্গায় সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন


   
অশোক সাহা (শ্যাম), ভাঙ্গা প্রতিনিধি ঃ
ফরিদপুর জেলার ভাঙ্গা থানা সাংবাদিক ফোরামের নতুন কমিটি (২০১৬ সালের ) গঠন করা হয়েছে। এতে দৈনিক ভোরের পাতা ভাঙ্গা ও এবিনিউজ টোয়েন্টিফোর বিডিডটকমের ফরিদপুর জেলা প্রতিনিধি বিপ্লব দাস (শাওন),সভাপতি এশিয়ান টিভির প্রতিনিধি ও ভাঙ্গার খবরের ব্যবস্থাপনা সম্পাদক মাসুম অর রশিদ সাধারন সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল লিড-নিউজ২৪ ডটকম সংবাদদাতা এইচএম রুবেল সাংগঠনিক সম্পাদক।

সোমবার সকাল ১১টায় ভাঙ্গা কোর্ট পাড়ের অফিস কার্যালয়ে ভাঙ্গার স্থানীয় সাংবাদিক এবং সুধীজনের উপস্থিতিতে ভাঙ্গার খবর পত্রিকার সম্পাদক মামুনুর রশিদ ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করেন। নবাগত এই কমিটিকে ভাঙ্গার সাংবাদিক সুধীজন অভিনন্দন জানান।

তারা বলেন, ভাঙ্গার সাংবাদিকদের অধিকার আদায়ে এবং সুস্থ্য ধারার সাংবাদিকতার লক্ষ্য কমিটি বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর কমিটির সদস্যরা তাদের দায়িত্ব পালন করবেন বলে ফোরাম সুত্র জানায়।

বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬

আলফাডাঙ্গায় যাত্রার নামে চলছে অশ্লীল নৃত্য


 আলফাডাঙ্গা (ফরিদপুর) ঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় যাত্রার নামে অবাধে চলছে অশ্লীল নৃত্য ও প্রকাশ্যে লটারী জুয়া খেলা। যাত্রানুষ্ঠানে প্রকাশ্যে খোলা মেলা অশ্লীল নৃত্য হওয়ায় এলাকার যুবকরা ঝুকছে সেদিকে এবং লটারী জুয়া খেলায় নষ্ট হচ্ছে এলাকার যুবক যুবতী ও সাধারন মানুষ। লোভনিয় পুরস্কার দেখিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলাধীন পাচুড়িয়া ইউনিয়নের বেড়ির হাট বাজারের দক্ষিন পার্শে¦ যাত্রার নামে রাত ১২ টা থেকে শুরু করে ভোর রাত পযর্ন্ত অবাধে চলছে অশ্লীল নৃত্য ও  প্রকাশ্যে লটারী জুয়া খেলা। এলাকায় প্রভাবশালীদের সহযোগীতায় প্রশাসনকে ম্যানেজ করে চলছে খোলা-মেলা নৃত্য ও লটারী।
পাচুড়িয়া ইউপি চেয়ারম্যান মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, লটারী  দিয়ে অবৈধ ভাবে এলাকার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এবং রাতে যাত্রার নামে অশ্লীল নৃত্য দিয়ে যেমন যুবকরা নষ্ট হচ্ছে তেমনি নষ্ট করছে এলাকার পরিবেশ । 
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম জানান, যাত্রার অনুমতি আছে ১৭ জানুয়ারী পযর্ন্ত। তবে যাত্রার পাশা পাশি জুয়া,অশ্লীল নৃত্যর অনুমতি নেই ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আবুল খায়ের সাংবাদিকদের জানান, সমাজ বিরোধী কাজকে আমরা ধিক্কার জানাই,এ ধরনের অসামাজিক কার্য্যকলাপ বন্ধ করে দেওয়া হবে। প্রকাশ্যে লটারী বিক্রয়ের অপরাধে ১৮৬৭ এর ৪ ধারার আইনে ৪ যুবককে ১৫ দিনের,তিন জুয়াড়িকে ১ মাস করে ও দুই জুয়াড়িকে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান এবং নগদ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।



আলফাডাঙ্গায় ৫ জুয়াড়ির কারাদন্ড



আলফাডাঙ্গা (ফরিদপুর) ঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় জুয়া খেলার অপরাধে তিন জুয়াড়িকে ১ মাস করে ও দুই জুয়াড়িকে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মোহাম্মাদ আবুল খায়ের এ দন্ডাদেশ প্রদান করেন। এসময় আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, উপজেলাধীন পাচুড়িয়া ইউনিয়নের বেড়ির হাট বাজারে যাত্রানুষ্ঠানে প্রকাশ্যে জুয়া খেলার সময় সোমবার রাত ১০টায় আলফাডাঙ্গা থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে প্রকাশ্যে  জুয়া খেলার সময় রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানার উত্তর দৌলতদিয়া গ্রামের বেলায়েত মোল্যার পুত্র আজাদ মোল্যা(৫৫), মোস্তফা মোল্যার পুত্র আলম মোল্যা(৩২), ফরিদপুরের ভাঙ্গা থানার পীরের চর গ্রামের আসমত শেখের পুত্র  এয়াদ আলী(৩৮) নামে তিন জুয়াড়িকে ও দুপুর ১২টায় উপজেলাধীন শিরগ্রাম থেকে শিরগ্রামের আয়নুদ্দিন মোল্যার পুত্র মজিবর(৩৫), গরানিয়া গ্রামের মো. সত্তার শেখের পুত্র মশিয়ার শেখ(৩২) নামে দুই জুয়াড়িকে আটক করে। মঙ্গলবার তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক  আজাদ মোল্যা, মো. আলম মোল্যা, এয়াদ আলী নামে তিন জুয়াড়িকে ১ মাস করে ও মজিবর, মশিয়ার শেখ নামে দুই জুয়াড়িকে ১০ দিন করে বঙ্গীয় প্রকাশ্যে জুয়া আইন ১৮৬৭ এর ৪ ধারায় বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

বুধবার, ৬ জানুয়ারী, ২০১৬

শিশুর প্রতি সহিংসতা নিরসনে ও বাল্য বিবাহ প্রতিরোধে দিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালা


আলফাডাঙ্গা(ফরিদপুর)ঃ-শিশুর প্রতি সহিংসতা নিরসনে বাল্য বিবাহ প্রতিরোধকল্পে সচেতনতাবৃদ্ধিমূলক কর্মসূচির আওয়াতায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় এর সচেতনতামূলক প্রচার অভিযানে গত ৬ জানুয়ারী বুধবার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা হল রুমে রুপালী সেতু বন্ধন সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে শিশুর প্রতি সহিংসতা নিরসনে ও বাল্য বিবাহ প্রতিরোধে এক দিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার দৌলাত আরা। এ সময় বক্তব্য রাখেন সংস্থার চেয়ারম্যান নাজমুন নাহার সিমা,উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা মো. কাইয়ুম তালুকদার,মহিলা বিষয়ক কর্মকর্তা কাকতী দত্ত,অবসর প্রাপ্ত এস আই শেখ সালাদ্দিন,সাংবাদিক মো. সেকেন্দার আলম,শাহারিয়ার হোসেন,মো. আলমগীর কবীর,আবুল বাসার , উপজেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা সুফিয়ার আক্তার সহ সরকারী কর্মকর্তা,ম্যারেজ রেজিষ্টার,ইমাম,শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক সাংবাকিদ বৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন দশম শ্রের্নীর শিক্ষার্থী  অর্পিতা ইসলাম সূচি।

মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০১৬

চরনারানদিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ


 আলফাডাঙ্গা (ফরিদপুর) থেকে ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাধীন ৬ নং পাচুড়িয়া ইউনিয়নে অবস্থিত ঐতিয্যবাহী চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ করেছেন উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকগণ। অভিযোগ সূত্রে জানা যায়, উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক মজিবুর রহমান, মান্নান শিকদার, আতর শিকদার, আক্কাস শিকদার, কালু মোল্যা, ছায়েম শিকদার, ইয়াছিন শিকদার, শফিক শরদার, মশিয়ার শিকদার, ইশারত শিকদার ও আফছার শিকদার আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বারাবর লিখিত অভিযোগে জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তি নিয়ে ও  অভিভাবকদের দৌরাত্ব্যে কোন প্রকার স্কুলের নিয়ম কানুন না মেনে, প্রচার প্রচারনা ছাড়া অভিভাবকদের অন্ধকারে রেখে ম্যানেজিং কমিটির সকল প্রকার কাজ সম্পর্ন্ন করেছে। তারা আরো জানান বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এত বড় একটি কার্যক্রম কোন প্রকার সার্রকুলার ছাড়া কমিটি গঠন করেছেন। অভিভাবকগণ প্রশাসনকে সরেজমিন পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখে পুর্নরায় নির্বাচনে কমিটি গঠনের দাবি জানান। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ উবাইদুর রহমান (জাফর সরদার) সাংবাদিকদের জানান, সকল প্রকার নিয়ম মেনে তফসিল ঘোষনা করে কমিটি গঠন করা হয়েছে।
এ ব্যপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজা বেগম সাংবাদিকদের বলেন, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষককের বিরুদ্ধে কমিটি গঠনে অনিয়মের অভিযোগ তদন্তের জন্য উপজেলা নির্বাহী অফিসার আমাকে দিয়েছেন । আমি সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিল করিব। তবে উক্ত ম্যানিজিং কমিটির নির্বাচনের রির্টানিং অফিসার হিসাবে তফসিল ঘোষনা করে আমার নোটিশ বোর্ডে টানিয়েছি এবং এলাকায় প্রচারের জন্য প্রধান শিক্ষককে তার কপি দিয়েছি। 


সোমবার, ৪ জানুয়ারী, ২০১৬

আলফাডাঙ্গায় কাঞ্চন মুন্সীর মৃত্যু বাষির্কী উপলক্ষ্যে স্মরণ সভা ও দেয়া মাহফিল


আলফাডাঙ্গা  ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় গত ৪ জানুয়ারি সোমবার ওতিহ্যবাহী কামারগ্রাম কাঞ্চন একাডেমীর প্রতিষ্ঠাতা শিক্ষা অনুরাগী ও দানবীর মরহুম কাঞ্চন মুন্সীর ৬৭ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে উক্ত স্কুলে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্মরণ সভায় স্কুলের প্রধান শিক্ষক মো. জাকির হোসেনের সভাপতিত্ব করেন।
সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের বলেন, প্রয়াত কাঞ্চন মুন্সী এ এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে চারিদিকে  শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন। এখন এ এলাকার অনেক ছাত্র ছাত্রী দেশের বিভিন্ন উচ্চ পর্যায়ে দায়িত্ব পালন করছেন। এ সময়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানঞ্চ মুন্সীর দৌহিত্র মো. ওবাইদুর রহমান, গোপালপুর ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পর্যদের সদস্য মো. আলাউদ্দিন, মো. আমিনুল ইসলাম, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম, সহকারী অধ্যাপক মো. মুজিবর রহমান, হাজী আব্দুল মান্নান প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাক্তন প্রধান শিক্ষক অমর কুমার দাস। উল্লেখ্য প্রয়াত দানবীর কাঞ্চন মুন্সী কামারগ্রাম কাঞ্চন একাডেমীসহ বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন।

রবিবার, ৩ জানুয়ারী, ২০১৬

বিজয় দিবস উপলক্ষে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত


মোঃ আবুল বাশার, আলফাডাঙ্গা ঃ গত রবিবার ৩ জানুয়ারী ফরিদপুরে আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবস উপলক্ষে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর ১২ দলীয়  ফাইনাল খেলায় বেগম ছালেয়া একাডেমি বনাম যুবলীগ ভিক্টরিয়ান্স এর মধ্যকার খেলায় যুবলীগ ভিক্টারিয়ান্স ৫ উইকেটে জয় লাভ করে। খেলায় আম্পেয়ারের দায়িত্ব পালন করেন অধির কুমার গুহ, রফিক হোসেন তালুকদার ও মোঃ ইকরাম হোসেন মিয়া। খেলা শেষে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের পুরষ্কার  বিতারন করেন। এ সময় উপস্থিত ছিলেন এস এম আকরাম হোসেন, নুরুল বাশার মিয়া ও মোঃ আজাদুল ইসলাম, সাইফুর রহমান সাইফার, খান মিজানুর রহমান, মোঃ এনায়েত হোসেন, ডালিম থেকে বিজয়িদের মধ্যে পুরষ্কার বিতরন করেন।

পল্লীকবির ১১৩তম জন্মবার্ষিকী পালন এখনো চালু হয়নি জসীম স্মৃতি সংগ্রহশালাটি



বিপ্লব কুমার দাস (শাওন),ফরিদপুর জেলা প্রতিনিধি ঃ
১ জানুয়ারি,দিনটি ছিলো শুক্রবার, আর পালন করা হলো পল্লীকবি জসীম উদ্দীনের ১১৩তম জন্মবার্ষিকী। ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর শহরতলীর তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন তিনি। বিভিন্ন আয়োজনে দিনটি পালন করছে জসীম ফাউন্ডেশন ও জেলা প্রশাসন।
এদিকে নির্মান কাজ শেষ হওয়ার দুই বছর পরেও জসীম সংগ্রহশালাটি চালু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী ও দর্শনার্থীরা। ধ্বংশের মুখে কবির বাড়ি ও সংগ্রহশালাটি।
‘‘ওইখানে তোর দাদীর কবর ডালিম গাছের তলে/ তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে’’ বা ‘‘তুমি যাবে ভাই যাবে মোর সাথে/ গাছের ছায়া লতায় পাতায় উদাসী বনের বায়’’ কিংবা বাবু সেলাম বারে বার, আমার নাম গয়া বাইদ্যা বাবু বাড়ী পদ্মার পাড়’’- এমন শত কবিতা, গল্প, নাটক আর গানের মাধ্যমে পল্লী মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরে যে কবি পেয়েছিলেন পল্লী কবির উপাধী। সেই পল্লী কবি জসীম উদ্দীনের ১১৩তম জন্ম বার্ষিকী বিভিন্ন আয়োজনে দিনটি পালন করছে জসীম ফাউন্ডেশন ও জেলা প্রশাসন।
১৯০৩ সালের এই দিনে ফরিদপুর শহরতলীর কৈজুরী ইউনিয়নের ছায়াঢাকা পাখি ডাকা নিঝুম পাড়া গাঁ তাম্বুলখানা গ্রামে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন কবি। কবির পিতার নাম আনছারউদ্দীন, মাতার নাম আমেনা খাতুন। তিনি ১৯৩৯ সালে মমতাজ বেগমকে বিবাহ করেন। কবির ৪ ছেলে ২ মেয়ে তারা সকলেই স্বস্ব ক্ষেত্রে স্বনামধন্য। কবি তার শিক্ষাজীবন শুরু করে ফরিদপুর শহরের হিতৈষী স্কুলে।
পল্লী কবি জসীমদ্দীন বাল্য বয়স থেকেই লেখা লেখি শুরু করেন। কবির ১৪ বছর বয়সে নবম শ্রেনীতে থাকাবস্থায় তৎকালিন কল্লোল পত্রিকায় তার একটি কবিতা প্রকাশিত হয়। কবির প্রথম কাব্যগ্রন্থ রাখালী। কবি ১৯৭৬ সালে ইউনেস্কো পুরস্কার, ১৯৬৮ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ডিলিট উপাধি, ১৯৭৬ সালে ২১ শে পদকে ভূষিত হন।
মাটি ও মানুষের কবি জসীমউদ্দীনের জন্মবার্ষিকী উপলক্ষে শহরতলীর গোবিন্দপুর গ্রামের নিজ বাড়ির আঙ্গিনায় চিরনিদ্রায় শায়িত কবি মাজারে পুষ্প মাল্য অর্পন, দোয়া-মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে জসীম ফাউন্ডেশন ও ফরিদপুর জেলা প্রশাসন। আয়োজন করা হচ্ছে পক্ষকাল ব্যাপী জসীম পল্লী মেলার। এখন মেলা আয়োজনের প্রস্তুতিও চলছে বেশ জোরেশোরেই। মেলা শুরু হবে ১০ জানুয়ারি থেকে চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।
সারা বছরই কবির বাড়ি মুখরিত থাকে দূর দূরান্ত থেকে আগত কবির ভক্ত অনুসারী আর দর্শনার্থীদের ভিড়ে। কিন্তু কবির বাড়িতে কিছু ছবি আর পুরোনো ঘড় ছাড়া কোন লাইব্রেরী ও গবেষণাগার না থাকায় নিরাশ হচ্ছেন দর্শনার্থীরা। এখানে দর্শনার্থীদের বিশ্রাম বা খাওয়া দাওয়ার কোন ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পরতে হচ্ছে তাদের।

সরেজমিনে গিয়ে জানাযায়, ২০১১ সালে সরকার ‘জসীম স্মৃতি সংগ্রহশালা’ নামে একটি মিউজিয়াম তৈরীর উদ্যোগ নেয়।

২০১৩ সালের শেষ দিকে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে অবকাঠামো নির্মান শেষ হয়েছে। এখানে গবেষনাগার, গ্যালারী, লাইব্রেরী, গেষ্ট হাউস ও উন্মক্ত মঞ্চ রয়েছে।

শুধুমাত্র কবি পরিবারের সদস্যদের অসহোযোগিতার কারনে সংগ্রহশালাটি চালু কারা যাচ্ছেনা বলে জানিয়েছেন জসীম ফাউন্ডেশনের কর্মকর্তারা। ফলে নষ্ট হতে বসেছে ১৪ কোটি টাকা ব্যায়ে নির্মত জসিম স্মৃতি সংগ্রহশালাটি। সংগ্রহশালার চত্বরটি এখন কাশবণ আর জংগোলে ভোরেগেছে। রক্ষণাবেক্ষণের অভাবে ভবন গুলোও নষ্ট হতে চলেছে। এলাকাবাসী ও দর্শনার্থীরা দ্রুত সংগ্রহশালাটি উদ্বোধনের আহবান জানিয়েছেন কর্তৃপক্ষের কাছে। তাদের দাবী দ্রুত যেন জনসাধারনের জন্য খুলে দেয়া হয় সংগ্রহশালাটি।

এদিকে জেলা প্রশাসক ও জসীম ফাউন্ডেশনে সভাপতি মো সরদার সরাফত আলী বলেন, কবির জন্মবার্ষকী উপলক্ষে কবির সমাধিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে মাজার প্রাঙ্গনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও কবির জন্মবার্ষিকী উপলক্ষে ব্যাপকভাবে জসীম পল্লী মেলার আয়োজন করা হবে বলেও তিনি জানান।

ভাঙ্গা পাইলট মডেল হাইস্কুলে বই উৎসব


অশোক সাহা(শ্যাম), ভাঙ্গা প্রতিনিধি ঃ সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বই উৎসব শুরু হয়েছে । সেই ধারাবাহিকতায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী পাইলট মডেল হাইস্কুলে বই উৎসব উপলক্ষে  আলোচনা সভা  ও র‌্যালির আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভাঙ্গার পৌরসভার মেয়র এএফএম রেজা ফয়েজ।
অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, ম্যানিজিং কমিটির সদস্য, জাকির হোসেন খসরু, আব্দুর রাজ্জাক ফকিরসহ বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা। র‌্যালিটি ভাঙ্গার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের মধ্য বই বিতরণ করা হয়।
এদিকে বই উৎসব উপলক্ষে ভাঙ্গার কাজী সামসুনেসসা বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি র‌্যালি বের করেন। র‌্যালির নেতৃত্ব দেন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগন।
উল্লেখ্য, শুক্রবার সকালে রাজধানীর গভঃ ল্যাবরেটরি হাইস্কুলে কেন্দ্রীয়ভাবে বই উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের ভাল মানুষ করে গড়ে তোলার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

শুক্রবার, ১ জানুয়ারী, ২০১৬

আলফাডাঙ্গায় বিনা মূল্যে বই বিতরণ

মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় স্কুলে স্কুলে বই বিতরণ উৎসব উদযাপন করা হয়েছে। বই বিতরণ উপলক্ষে গত ১ জানুয়ারী সকাল থেকে স্কুলগুলো শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আবুল খায়ের আলফাডাঙ্গা এ, জেট পাইলট উচ্চ বিদ্যালয়, নওপাড়া সঃ প্রাঃ বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়, আলফাডাঙ্গা  আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয়ে পৃথক পৃথকভাবে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন  উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা সালাম, আলফাডাঙ্গা ইউপি চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ, উপজেলা শিক্ষা অফিসার এম এইচ কে এম রওনক আরা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজা বেগম, এ, জেট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাদুল ইসলাম, নওপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আঃ রউব তালুকদার, আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয়ে স্কুলের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন প্রমূখ।