রবিবার, ১ অক্টোবর, ২০১৭

শেখ হাসিনা বিশ্বের মধ্যে বাংলাদেশকে মডেল দেশ হিসাবে গড়ে তুলেছে----আব্দুর রহমান এমপি


সেকেন্দার আলম ঃ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বিশ্বের মধ্যে বাংলাদেশকে মডেল দেশ হিসাবে গড়ে তুলেছে। শেখ হাসিনার নেতৃত্বে এ দেশের  মানুষ শান্তিতে বসবাস করছেন। তিনি সাধারন মানুষের কষ্টবোঝেন, তাই রোহিঙ্গাদের বিপদে তাদের পাশে গিয়ে দাড়িয়েছেন। তিনি মারামারী হানাহানী পছন্দ করেন না, তিনি শান্তিতে বিশ্বাসী। তাই জননেত্রী শেখ হাসিনা আগামীতে শান্তিতে বিশ্বের নবেল পুরস্কার পাবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমান। আজ রবিবার ১ অক্টোবার আলফাডাঙ্গা উপজেলাধীন জাটিগ্রামে বিদুৎ এর নতুন লাইনের শুভ উদ্ধোধন অনুষ্ঠানে আব্দুর রহমান আরও বলেন, অন্য সরকারের তুলনায় আওয়ামীলীগ সরকার ৮ বছরে সারা দেশে বহুগুণ বেশী উন্নয়ন করেছে। ফরিদপুর-১ আসন (আলফাডাঙ্গা,বোয়ালমারী,মধুখালী) যে উন্নয়ন হয়েছে তা এই সরকারের আমলেই হয়েছে। এই সরকারকে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে হবে। তিনি অনুষ্ঠান শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মধুমতি নদী ভাঙ্গন কবলিত গোপালপুর খেয়া ঘাট ও দিগনগর বাজার এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে দিগনগর বাজারে রাছেল সৃতি সংঘ ক্লাবে বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ সম্পাদক নুরুল হাসান মিয়া, উপজেলা আ’লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল বাশার মিয়া, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আহাদুল হাসান আহাদ, ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম , ্উপজেলা যুবলীগের সভাপতি রানা ও সাধারন সম্পাদক সাইফার ,উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান ,সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) ডালিম প্রমূখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন