বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭

গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক র‌্যালি

বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা গোপালপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে গত বুধবার কার্যকরী গ্রাম আদালত পরিচালনায় সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা হয়। গণজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশন এর সহযোগীতায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প বাস্তবায়ন করেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রলালয়। র‌্যালিটি কামারগ্রাম কাঞ্চন একাডেমী  থেকে শুরু করে গোপালপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে গোপালপুর ইউনিয়ন পরিষদে শেষ হয়। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, কামারগ্রাম কাঞ্চন একাডেমীর প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, মাদারীপুর লিগ্যাল এইড উপজেলা সমন্নয়কারী কর্মকর্তা মিনারুজ্জামান ও আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম প্রমূখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন