বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাধীন দিগনগর-পবনবেগ বাজার এলাকায় আজ শুক্রবার (২০.১০.১৭) বিকেলে মধুমতি নদীর বামতীর সংরক্ষণ ও ড্রেজিং প্রকল্প উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর-১ আসনের উন্নয়নের রূপকার মো. আব্দুর রহমান এমপি। উদ্বোধন শেষে স্থানীয় আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, আলফাডাঙ্গার উন্নয়ন হয়। আলফাডাঙ্গার মাটি বঙ্গকন্যা শেখ হাসিনার ঘাঁটি। ২০১৯ সালের নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে আবারো বিজয়ী করবেন এটা আমি বিশ্বাস করি। শেখ হাসিনা ক্ষমতায় আসলে নদী ভাঙ্গন, রাস্তা ঘাট, ব্রীজ কালভাট, শিক্ষা ও স্বাস্থ্যসহ দেশের সকল উন্নয়ন অব্যহত থাকবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্য আয়ের দেশ হিসেবে গড়তে চান। এজন্য আপনাদের সকলের সহযোগিতা দরকার। উপজেলা আ’লীগের সভাপতি শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, নেভীর কমান্ডার মো. মনিরুজ্জামান, বাপাউবোর সাবেক যুগ্ম সচিব মো. খিজির আহমেদ, বাপাউবোর প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী, ফরিদপুর নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রূপা রায়, বাংলাদেশ আ’লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক নুরুল হাসান মিয়া, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল বাশার মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সিদ্দিকুর রহমান,থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম, আলফাডাঙ্গা ইউপি চেয়ারম্যান একেএম আহাদুল হাসান, গোপালপুর ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, পাচুড়িয়া ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি আহসান উদ দৌল্লা রানা, সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাইফার, যুদ্ধকালিন আলফাডাঙ্গা থানা কমান্ডার শাহ এ কে এম হাফিজউদ্দিন কাদেরী,কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য এড. জামাল হোসেন মুন্না, যুবলীগ নেতা আবুল হোসেন ছটকু, উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান, সাধারণ সম্পাদক তৌকির আহমেদ ডালিম প্রমুখ। প্রকল্পটির প্রক্কালিত মূল্য ১৮কোটি ৩১ লক্ষ ৭ হাজার ৯৯ টাকা ৪৭ পয়সা। প্রকল্পটির ঠিকাদারী প্রতিষ্ঠান বাংলাদেশ নৌবাহিনী “ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড এবং বাস্তবায়নকারী বিভাগ ফরিদপুর পওর বিভাগ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন