শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭

আলফাডাঙ্গায় জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিশেষ প্রতিনিধি ঃ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে গঠিত দেশের বৃহত্তম শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক লীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও পৌর শ্রমিক লীগের আয়োজনে আজ শক্রবার এ.জেড.পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর থেকে এক বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উক্ত স্কুল মাঠে শেষ হয়। পরে স্কুল মাঠে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা পৌর শ্রমিক লীগের আহবায়ক মো. নজির মিয়া। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম আকরাম হোসেন। সার্বিক সহযোগীতায় ছিলেন পৌর কমিটির সদস্য আজিজুর রহমান দুলাল ও মো. ইকবাল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন, পৌর কমিটির সদস্য সচিব মো.নওয়াব আলী। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, যুদ্ধকালিন কমান্ডার হাফিজ উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক সিকদার আলিমুজ্জামান বাবু, উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব শেখ নুর ইসলাম ,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সাইফুর রহমান সাইফার, বোয়ালমারী উপজেলা শ্রমিকলীগের সভাপতি ওহাব মিয়া ,যুগ্ন সম্পাদক জাহাঙ্গির হোসেন,সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন