বুধবার, ১১ অক্টোবর, ২০১৭

আলফাডাঙ্গায় ছুরির আঘাতে ভাতিজার হাতে চাচা খুন

বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের শিরগ্রাম বাজারে ভাতিজা আলী রেজার (২৫) হাতে ছুরির আঘাতে আপন চাচা আজিজার রহমান  (৬০) খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত আজিজার মোল্লা একই ইউনিয়নের উথলি গ্রামের মৃত মানিক মোল্যার ছেলে। আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল করিম জানান, বুধবার সকাল ১১টার দিকে উপজেলার শিরগ্রাম বাজারে চাচা আজিজার রহমানের সাথে ভাতিজা আলী রেজার বাজারের জমিজমার ভাগ বাটোয়ারা নিয়ে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে ভাতিজার পকেটে থাকা চাকু দিয়ে চাচার বাম পাশে পেটে কোপ দেয়। এতে চাচা গুরুতর জখম হলে প্রথমে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টায় তার মৃত্যু হয়। তিনি আরও জানান, নিহতের লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। এদিকে এ ঘটনার পর থেকেই ভাতিজা আলী রেজা পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন