শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭

আব্দুর রহমানের হাত শক্তিশালি হলে জননেত্রী শেখ হাসিনা’র হাত শক্তিশালি হবে-----এ্যাড. জামাল হোসেন মুন্না

  মো. সেকেন্দার আলম ঃ বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও ফরিদপুর-১ আসনের সাংসদ মো. আব্দুর রহমানের হাত শক্তিশালি হলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র হাত শক্তিশালি হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে সব ধর্মের মানুষ একসঙ্গে মিলে মুক্তিযুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছিল। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সব ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। তিনি সব নাগরিকের সমঅধিকার নিশ্চিত করার মাধ্যমে জাতি-ধর্ম নির্বিশেষে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে হলে এমপি আব্দুর রহমান এর হাতকে শক্তিশালি করতে হবে। “ধর্ম যার যার, উৎসব সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে শুক্রবার রাতে এমপি আব্দুর রহমানের পক্ষথেকে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর-সভার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, ঢাকাস্থ আলফাডাঙ্গা যুব সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও আলফাডাঙ্গা পৌর-সভার সম্ভাব মেয়র পদ-প্রার্থী এ্যাড. শেখ জামাল হোসেন মুন্না এসব কথা বলেন।
এ সময় আলফাডাঙ্গা পৌর-সভার সম্ভাব মেয়র পদ-প্রার্থী ও উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান বলেন, এই সরকারের আমলে সকল সম্প্রদায়ের মানুষ শান্তি পূর্ন ভাবে যার যার ধর্ম পালন করতে পারছে। এমপি আব্দুর রহমানের পক্ষথেকে পুজামন্ডপে সকল কে শুভেচ্ছা জানান। তিনি আর বলেন, দেশরতœ আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার  প্রধান লক্ষ্য বাংলাদেশ বিশ্বের মধ্য উন্নত দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা। আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আরেকবার ক্ষমতায় এনে এ দেশের সাধারন মানুষের পাশে থেকে কাজ করার সুযোগ চান তিনি।  এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে এবং আব্দুর রহমান যতদিন এমপি থাকবেন এ দেশে ধর্মীয় সম্প্রীতি ততদিন বজায় থাকবে। এ জন্য মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধসহ সব ধর্মের মানুষই নিজ নিজ ধর্ম নির্বিঘেœ পালন করতে পারছেন। কোনো ধর্মই মারামারি, হানাহানি সমর্থন করে না। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পুজা মন্ডপ পরিদর্শনে উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে পুজা মন্ডপে অর্থ প্রদান করা হয়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন