বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭

জালজালিয়াতী মামলায় আলফাডাঙ্গার দুই দলিল লেখকসহ তিনজন জেলহাজতে

প্রতিনিধি, আলফাডাঙ্গা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসের দুই দলিল লেখকসহ তিনজনকে জালজালিয়াতী মামলায় জেলহাজতে পাঠিয়েছে ফরিদপুর ৩নং আমলী আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।
মামলা সুত্রে জানা যায়, আলফাডাঙ্গা উপজেলাধীন বুড়াইচ ইউনিয়নের টিকরপাড়া গ্রামের ইছাহাক বিশ্বাস এর রেকড ভুক্ত দখলীয় ভিটা-বাড়ির জমি একই গ্রামের মোক্তার হোসেন গং জাল পর্চা তৈরি করে দুই দলিল লেখক আবুল কালাম ও হায়দার আলীর সহযোগীতায় রেজিস্ট্রার কৃত দানপত্র দলিল সৃষ্ট্রি করে উক্ত মৌজার ৩৯ শতাংশ জমি দখলের চেষ্টা করে। পরে ইছাহাক বিশ্বাস বাদী হয়ে ফরিদপুর ৩নং আমলী আদালতে মোক্তার হোসেন(৫২),নরুজাহান বেগম(৪৩),হাসি বেগম(৩৩),রাশিদা বেগম(৩৭),শুকুরুন নেছা(৭০),হায়দার আলী(৫০) ও আবুল কালাম(৫০) এর নামে দঃ বিঃ আইনে ৪৬৭/৪৬৮/৪৭১/৪২০ ধারায় মামলা দায়ের করেন। মামলায় গত ১০ সেপ্টেম্বর আদালতে আসামীগন হাজির হইলে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুল হোসেন জালিয়াতীর হোতা মোক্তার হোসেন, দলিল লেখক আবুল কালাম ও হায়দার আলীকে জামিন না মুঞ্জর করিয়া জেলহাজতে পাঠান। বাকী আসামীগনের জামিন মুঞ্জর করেন আদালত।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন