রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭

মিঠাপুর সংখ্যালঘুর জমিতে ঘর উত্তোলনের অভিযোগ

প্রতিনিধি , আলফাডাঙ্গা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা সদর ইউনিয়নের মিঠাপুর গ্রামে রঘুনাথ বসু নামে এক সংখ্যলঘুর ক্রয়কৃত জমিতে ঘর উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে রঘুনাথ বসু বাদী হয়ে আজ রবিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। থানা অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলাধীন ৪২ নং মিঠাপুর মৌজার এস.এ ৪৪৬ নং খতিয়ানের ১৫৫৫,১৫৫৭ ও ১৫৫৮ নং দাগের মধ্যে ১.২০ শতাংশ জমি ক্রয় সুত্রে মালিক রঘুনাথ বসু। অপর দিকে একই গ্রামের প্রতিপক্ষ তাহেজ্জেত মোল্যা গং উক্ত সম্পত্তি ক্রয়,ডিসিয়ার ও দখলিয় সুত্রে বসবাস করে আসছে। এ বিষয় উভয় পক্ষের মধ্যে ফরিদপুর জেলা জজ আদালতে দেওয়ানী মামলা চলছে। মামলা নং ২১৬/২০১২ ও ৪৬/২০১৪। অভিযোগের ভিত্তিত্বে থানা পুলিশ ও উপজেলা ভূমি অফিস সরেজমিন পরিদর্শন করেছে। এ ব্যাপারে তাহাজ্জেত মোল্যার পুত্র জামে মসজিদের ইমাম মওলানা দেলোয়ার হোসেন বলেন, এস.এ ৪৪৬ নং খতিয়ানের মালিক ধীরেন্দ্রনাথ দাস এর নিকট হইতে ক্রয় সুত্রে দীর্ঘ ৪০বছর আমরা বসবাস করে আসছি এবং বর্তমান হাল রের্কড আমার পিতার নামে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন