রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭

আলফাডাঙ্গায় ইয়াবাসহ চারজন যুবক গ্রেফতার ! থানায় মামলা

প্রতিনিধি , আলফাডাঙ্গা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে আজ রবিবার ইয়াবাসহ ৪ জন যুবককে গ্রেফতার করে মাদক মামলায় কোর্টে প্রেরণ করেছে। এ ব্যাপারে যুবকদের নামে থানায় দুইটি মাদক মামলা হয়েছে। মামলা নং-১১ ও ১২ , তারিখ-১৬/০৯/২০১৭ ইং। থানা সুত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর শনিবার দিনগত রাত ১০টার সময় আলফাডাঙ্গা থানার ওসি তদন্ত মোঃ ফয়সাল মাহমুদ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম উপজেলাধীন টগরবন্দ ইউনিয়নের মালা  ব্রীজ সংলগ্ন এলাকা থেকে অভিযানের চালিয়ে মোটর সাইকেল প্রতিরোধ করে ৪ জনকে  তল্লাশি চালায়ে আটক করে। তল্লাশির সময় আটককৃত শাকিব হোসেন ও রাকিবুল ইসলাম আশিক এর নিকট ১২০ পিচ এবং সাদ্দাম হোসেন ও আলী হাসান এর নিকট ২০ পিচ ইয়াবা টেবলেট পাওয়া যায়। আটককৃতদের নামে আলফাডাঙ্গা থানা পুলিশ মাদক নিয়ন্ত্রন আইনে পৃথক দুইটি মামলা দায়ের করে। শাকিব হোসেন (১৮) কুসুমদি গ্রামের শওকত হোসেনের পুত্র, রাকিবুল ইসলাম আশিক (২২) পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ছত্রকান্দা গ্রামের মৃত - আবু সাইদ মেম্বারে পুত্র, সাদ্দাম হোসেন (১৯) একই গ্রামের সুলতান হোসেনের পুত্র এবং আলী হাসান (১৮) একই  গ্রামের নজরুল ইসলামের পুত্র। জানতে চাইলে থানা অফিসার ইনচার্জ নাজমুল করিম বলেন, অভিযান চালিয়ে ইয়াবাসহ ৪জনকে গ্রেফতার করে মামলা দেওয়া হয়েছে। তবে এ অভিযান অব্যহত থাকবে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন