বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭

আলফাডাঙ্গা পৌরসভা ও ৩ ইউনিয়নে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন



 প্রতিনিধি, আলফাডাঙ্গা : আজ ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার  শান্তিপূর্ণ পরিবেশে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভা ও তিনটি ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হয়েছে।  পৌরসভা আ.লীগের নব নির্বাচিত মেয়র প্রার্থী মো. সাইফুর রহমান সাইফার (নৌকা) ৫৩৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী মকিবুল হাসান পুটু মিয়া(জগ) ২৬১০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।এদিকে তিনটি ইউনিয়নের মধ্যে বেসরকারী ভাবে  আলফাডাঙ্গা সদর ইউনিয়নে নব নির্বাচিত চেয়ারম্যান হিসেবে  আওয়ামী লীগের  বিদ্রোহী প্রার্থী  এ.কে.এম আহাদুল হাসান আহাদ ২৮৫৫ ( আনারস)ভোট পেয়ে  বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী  প্রার্থী মো.আ.রাজ্জাক শেখ  (নৌকা) ২৪৯৬ভোট পেয়ে পরাজিত হয়েছেন । গোপালপুর  ইউনিয়নে  বেসরকারী ভাবে নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে আওয়ামী লীগের  মনোনীত প্রার্থী  ইনামুল হাসান (নৌকা) ৪৩১৪  ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী মো.সাইফুল খান ( আনারস)২৮৬৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। বুড়াইচ ইউনিয়নে বেসরকারী ভাবে নবনির্বাচিত  চেয়ারম্যান হিসেবে স্বতন্ত্র  প্রার্থী মো. জাহাঙ্গীর আলম (মটরসাইকেল) ৩৯৯৩ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম আ.লীগের  প্রতিদ্বন্দী   প্রার্থী   মো. আহসান উদ্দৌল্লাহ রানা  (নৌকা) ৩০৭৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন