সোমবার, ১ জানুয়ারী, ২০১৮

আলফাডাঙ্গায় স্বাস্থ্য সহকারী কর্মীদের দিন ব্যাপি কর্ম বিরতী পালিত

বিশেষ প্রতিনিধি ঃ উপজেলা স্বাস্থ্য সহকারী কর্মীরা টেকনিক্যাল বেতন স্কেল ও পদমর্যাদা সহ ৪ দফা দাবীতে আজ সোমবার ১ জানুয়ারী সকাল ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্রোর সামনে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য সহকারী পরিদর্শক ও হেলথ্ এসিস্ট্যান্টরা দিন ব্যাপি কর্ম বিরতী পালন করেছে। উপজেলা হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের আয়োজনে কর্ম বিরতীতে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য সহকারী পরিদর্শক স.ম তজিবুর রহমান, নাজমা খানম ও হেলথ্ এসিস্ট্যান্ট তারিকুল ইসলাম সহ উপজেলায় কর্মরত্ব ১৮ জন হেলথ্ এসিস্ট্যান্ট। কর্ম বিরতীতে বক্তারা বলেন, স্বাস্থ্য বিভাগের সফলতা অর্জনের মুল কারীগর স্বাস্থ্য সহকারীরা ।১৯৯৮ সালের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষনার বাস্তবায়ন চাই। টেকনিক্যাল বেতন স্কেল সহ পদমর্যাদা, মাঠ/ভ্রমন ভাতা ও ঝুকি ভাতা মুল বেতনের ৩০% , প্রতি ছয় হাজার জনগোষ্ঠীর জন্য একজন করে স্বাস্থ্য সহকারী নিয়োগ ও ১০% পোষ্য কোটা প্রবর্তন করতে হবে। তারা আরাও হুশিয়ারী দেন যে, যতদিন এই দাবী পূরণ না হবে ততদিন পযর্ন্ত আমাদের কর্ম বিরতী চলবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন