রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮

শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল করেছে---যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রহমান এমপি

বিশেষ প্রতিনিধি ঃ শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল করেছে। বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ। ডিজিটালের মাধ্যমে বাংলাদেশের গ্রামগঞ্জের সব জায়গায় উন্নয়নের ছোয়া লেগেছে। শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই সারা দেশ এখন উন্নয়নের জোয়ারে ভাসছে। তিনি হলেন মমতামতি মা, তিনি এ দেশের উন্নয়ন করেছেন তা আপনারা মেলার প্রতিটি স্থলেই তুলে ধরেছেন। শেখ হাসিনা বিশ্বের ৫জন রাজনৈতিক ব্যক্তির মধ্যে একজন।  গত শনিবার সন্ধায় আলফাডাঙ্গা উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আব্দুর রহমান এমপি এ সব কথা বলেন। তিনি আরও বলেন,বর্তমান সরকার দেশকে উন্নয়নের আধুনিক শিক্ষায় গড়ে তুলেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা, অস্বচ্ছল নারী-পরুষদের চিকিৎসা সেবা , শিক্ষিত বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান, রেল লাইন নির্মান, মানসম্মত স্বাস্থ্যসেবা, পদ্মা সেতুসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করছেন। আব্দুর রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনা-কে জয়যুক্ত করার আহবান জানান। গত বৃহস্পতিবার আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা-২০১৮ শুরু হয়। মেলায় সরকারি-বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সংগঠনগুলো অংশ নেয়। প্রতিবারের মত এবারও মেলায় অংশ নেয় মোট ৪১টি স্টল। এর মধ্যে সেরা স্টল হিসাবে ১ম পল্লী বিদ্যুৎ সমিতি,২য় কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন, ৩য় আলফাডাঙ্গা থানা, ৪র্থ উপজেলা প্রকৌশলী ও ৫ম উপজেলা ইসলামিক ফাউন্ডেশন নির্বাচিত স্থান হিসাবে পুরস্কার পায়। উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এম জালাল উদ্দিন আহম্মেদ, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. আবুল হাসেম, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম, উপজেলা আ.লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, সাধারণ সম্পাদক নূরুল বাশার মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ কুদ্দুস খান,মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন তালুকদার প্রমুখ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন