বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় গৃহবধুকে হত্যার দায়ে শশুড় ও শাশুড়ীকে আজ মঙ্গলবার গ্রেফতার করে কোর্টে প্রেরণ করেছে থানা পুলিশ। মামলার অন্য দুই আসামী দেওর ও ননদ পলাতক রয়েছে। মামলার এযাহার সুত্রে জানা যায়, উপজেলাধীন বুড়াইচ গ্রামে সৌদি প্রবাসী মাসুদ খানের স্ত্রী দুই সন্তানের জননী শরিফা বেগম (৩৩)কে গত ৩ জানুয়ারী ভোর ৬টায় সময় তার নিজ ঘরে আড়ার সঙ্গে গলায় শাড়ি দিয়ে ঝুলে থাকতে দেখা যায়। পরে মাসুদের পিতা থানায় বাদী হয়ে অপমৃত্যু মামলা করেন। পুলিশ শরিফাকে উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরন করেন। ময়না তদন্তের রির্পোট থানায় আসলে শরিফার ভাই মঈন তালুকদার বাদী হয়ে শশুড় আজগার আলী (৬৫),শাশুড়ী রিজিয়া বেগম(৫৫), দেওর হুসাইন (৩০) ও ননদ মনোয়ারা বেগম (৩৫)কে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে আলফাডাঙ্গা থানা পুলিশ পরিদর্শক(তদন্ত) ফয়সাল আহম্মেদ এর নেতৃত্বে এস আই ইউসুফ আলী সহ পুলিশের একটি টিম শশুড় ও শাশুড়ীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ফরিদপুর কোর্টে প্রেরন করে। এ বিষয় আলফাডাঙ্গা থানায় হত্যা মামলা হয়েছে। মামলা নং-০৩,তাং-১৫-১-২০১৮ইং। মাসুদ খান গত ১৫/১৬ বছর পূর্বে আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রামের সত্তার তালুকদারের কন্যা সরিফা অরফে সুফিয়াকে পারিবারিক ভাবে বিবাহ করে। সরিফার ছেলে আরাফাত(১২) এবং মেয়ে সাহেরা(৪) এখন তার দাদার বাড়িতে রয়েছে। মাসুদ প্রায় ৫/৬ বছর যাবত সৌদি আরবে রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন