সোমবার, ২৫ ডিসেম্বর, ২০১৭

সাংবাদিকের পিতার ইন্তেকাল

বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা ভোরের কাগজের প্রতিনিধি মো. কবীর হোসেনের পিতা হাজী আ. জলিল মিয়া (৮৫)  হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২৫ ডিসেম্বর রাত ২টা ২২ মিনিট সোমবার তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি------রাজিউন)। মৃত্যু কালে তিনি ৪ ছেলে ও ৪ মেয়ে আত্বীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। একই দিনে বাদ যোহর বাদ আলফাডাঙ্গা হাই স্কুল মাঠে জানাযা শেষে মিঠাপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ শাহ মো. আবু জাফর, উপজেলা আ.লীগের সভাপতি এস.এম আকরাম হোসেন প্রমূখ। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফরিদপুর-১ আসনের সাংসদ মো.আব্দুর রহমান, জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সাংবাদিক আরিফুর রহমান দোলন, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক নুরুল বাসার মিয়া, যুগ্নসাধারণ সম্পাদক এ.কে.এম আহাদুল হাসান আহাদ,আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম সহ সাংবাদিক সমাজ ও সুধী জন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন