বুধবার, ২০ ডিসেম্বর, ২০১৭

ইউপি নির্বাচন ! আ.লীগের দলীয় প্রতীক নৌকা ভাংচুর ! আলফাডাঙ্গায় স্থানীয় আ’লীগের প্রতিবাদ সভা

বিশেষ প্রতিনিধি ঃ আসন্ন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী ইনামুল হাসানের নৌকা প্রতীক ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার(১৯-১২-১৭) দিনগত রাত ১০টায় ইউনিয়নের কুচিয়াগ্রাম পেন্টু মিয়ার বাড়ির সামনে। এ ঘটনায় থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। আজ বুধবার এ ঘটনায় কুচিয়াগ্রাম বটতলা বাজারে ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মনিরুজ্জামান ইকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিন্টুর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন, ফরিদপুর জেলা কৃষকলীগের সদস্য সচিব ও ফরিদপুর জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদ, গোপালপুর ইউনিয়নের আওয়ামীলীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী ইনামুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইকবাল হাসান চুন্নু, উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক সুফিয়া বেগম রোজী, সমাজ সেবক শেখ মোক্তার হোসেন, স্থানী আওয়ামীলীগ নেতা মো. ওহিদুজ্জামান, ইউপি আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক সেকেন্দার শেখ, খান মাসুদুর রহমান মাসুদ, ইউপি সদস্য আব্বাস হোসেন, গোপালপুর ইউপি যুবলীগের সভাপতি খান আমিরুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা বলেন, নৌকা জাতির জনক শেখ মুজিবের প্রতীক, মুক্তিযোদ্ধাদের প্রতীক। এ প্রতীক যারা ভেঙ্গে ফেলেছে অবিলম্বে ওই দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। আগামী ২৮ ডিসেম্বর গোপালপুর ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আওয়ামীলীগের দলীয় প্রার্থী ইনামুল হাসানের সমর্থকরা বাঁশ ও কাপড় দিয়ে নৌকা তৈরী করে কুচিয়াগ্রামে মেইন রাস্তায় পেন্টু মিয়ার বাড়ির সামনে ঝুলিয়ে রাখে। পরে দুর্বৃত্তরা মঙ্গলবার রাত ১০টার দিকে নৌকাটি ভেঙ্গে পাশে পুকুরে ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। জানতে চাইলে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন