শনিবার, ২ ডিসেম্বর, ২০১৭

আলফাডাঙ্গায় বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন তুলে নেয়ার আহবান কৃষক লীগ নেতা দোলনের

আলফাডাঙ্গা প্রতিনিধি  ঃ নৌকা প্রতীকের প্রতি সম্মান রেখে আলফাডাঙ্গা পৌরসভা ও তিনটি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন কৃষক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আরিফুর রহমান দোলন। তিনি বলেন, ‘যারা আওয়ামী লীগের রাজনীতি করেন তাদের মাননীয় নেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত মানতে হবে। আমি আশা করব তারা তাদের ভুল বুঝবেন। আগামী ৬ ডিসেম্বরের আগেই নিজেদের মনোনয়ন প্রত্যাহার করে নেবেন।
শনিবার রাতে আলফাডাঙ্গার দামুদার আখড়ায় পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন।
বিদ্রোহী প্রার্থীদের উদ্দেশে আরিফুর রহমান দোলন বলেন, ‘আপনারা যদি নেত্রী শেখ হাসিনার প্রতি সম্মান না দেখান, নৌকার প্রতি সম্মান না দেখান তাহলে আমরাও চ্যালেঞ্জ নিতে রাজি আছি। আগামী ২৮ ডিসেম্বরের নির্বাচনে আমরা নৌকাকে বিজয়ী করবই করব।’
কাঞ্চন মুন্সি ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুর রহমান দোলন বলেন, ‘ অতীতে আলফাডাঙ্গা অনেক উন্নয়ন বঞ্চিত থেকেছে। আমরা যাই উন্নয়ন বঞ্চিত থাকতে চাই না। জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায়। এখন আলফাডাঙ্গার উন্নয়নে কাজ হচ্ছে। এই উন্নয়ন অব্যাহত রাখতে হলে নৌকার প্রার্থীদের বিজয়ী করতে হবে।’
নৌকার প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়া আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেয়া উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের নিজেদের স্বার্থেই আলফাডাঙ্গা পৌরসভায় নৌকার মেয়র দরকার। আপনারা নৌকার প্রতি আস্থা রাখুন, শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন, আওয়ামী লীগের প্রতি আস্থা রাখুন।’
আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন বলেন, ‘আমি গত উপজেলা নির্বাচনে প্রার্থী ছিলাম। নির্বাচনী প্রচারণাও করেছি। কিন্তু নির্বাচনের এক সপ্তাহ আগে আমাদের জানানো হলো নৌকার প্রার্থী এম এম জালাল উদ্দিন আহমেদ। সঙ্গে সঙ্গে আমি সংবাদ সম্মেলন করে নৌকার প্রার্থীকে সমর্থন দিয়েছি। দলের প্রতি আস্থা রেখেছি। এখন যারা নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাদের জেনে রাখা উচিত প্রকৃত আওয়ামী লীগ যারা করেন তারা কখনো দলের সিদ্ধান্তের বাইরে অবস্থান নিতে পারেন না।’ 
নিশি কান্ত বিশ্বাসের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন আলফাডাঙ্গা পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাইফার, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য সম্পাদক শেখ শওকত আহমেদ, ফরিদপুর জেলা পরিষদ সদস্য ও জেলা কৃষক লীগের সদস্য সচিব শেখ শহিদুল ইসলাম, আলফাডাঙ্গা এজেড আরিফুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক জালাল উদ্দিন প্রমুখ। সঞ্চালনায় ছিলেন আলফাডাঙ্গা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম তৌকির আহমেদ ডালিম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন