বিশেষ প্রতিনিধি ঃ আগামী ২৮ডিসেম্বর ফরিদপুরের আলফাডাঙ্গা নবগঠিত পৌরসভা প্রথম নির্বাচনে মেয়র প্রার্থী আতাউর রহমানের পক্ষে নির্বাচন বর্জনের ঘোষনা দিয়েছেন উপজেলা বিএনপি নির্বাচন পরিচালনা কমিটি। আজ ২৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলহাজ্ব আব্দুল ওহাব মিয়ার সভাপতিত্বে ফরিদপুর-১ এর সাবেক সাংসদ বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ্ মোঃ আবু জাফর এর উপস্থিতিতে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামাল খসরু। লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, নৌকা প্রতীকের সর্মথকদের বাধার মুখে আমাদের ইছাপাশা, চরবাঁকাইল ও মিঠাপুর চরপাড়ায় সভা করতে পারি নাই। আওয়ামীলীগ প্রার্থী নির্বাচনের আচারণবিধি লঙ্ঘন করছে। আমাদের দলের পক্ষথেকে নির্বাচন অফিসারের নিকট অভিযোগ করা হয়েছে। আমাদের নেতা শাহ্ জাফর উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগত করেছেন। কিন্তু আমরা কোন প্রতিকার পাইনাই। যেহেতু দলীয় নেতা কর্মীদের জান মালের নিরাপত্তা নাই , নির্বাচন কমিশন ও প্রশাসন নিরপেক্ষ ভুমিকা পালন করছে না, সেহেতু আমরা বিএনপি পৌরসভা শাখা সিদ্ধান্ত নিয়ে আলফাডাঙ্গা পৌরসভা মেয়র প্রার্থীর নির্বাচন বর্জন করলাম এবং এমনকি বিএনপি ভোট কেন্দ্রে ভোট দিবেননা। সাংবাদিক সম্মেলনে অন্যান্য’র মধ্যে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আব্বাস, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক রবিউল ইসলাম (রিপন) ও মোঃ আলমগীর হোসেন আলম, উপজেলা যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ ইস্্রাফিল আলম, বোয়ালমারী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাকদ মোঃ মুজিবুর রহমান বাবু ও পৌর বিএনপির সভাপতি আফসার উদ্দিন আহমেদ, মধুখালী পৌর বিএনপির সভাপতি শাহাবউদ্দিন আহমেদ সতেজ, আলফাডাঙ্গা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক কামরুল ইসলাম দাউদ প্রমুখ। এ সময় টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন