বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় আপন দুই ভাই দূর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে উপজেলাধীন টিটা খেয়া ঘাট থেকে ৫ জনকে আটক করে। পরিবাবের দাবী পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। সরেজমিনে গিয়ে ও থানা সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে আলফাডাঙ্গা সদর বাজার ব্যবসায়ী পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার মাগুরা গ্রামের মৃত জহুর মোল্লার ছেলে ইদ্রিস মোল্লা (৪৫) ও তার ছোট ভাই লাভলু মোল্লা(৩৫)কে আলফাডাঙ্গা লোকাল বাস স্টান্ডের পাশে বারাশিয়া নদীর পাড়ে শ্মশান ঘাট এর নিকট ভ্যান যোগে পৌছালে ১৫/২০জনের একটি সন্ত্রাসী বাহিনী পথগতিরোধ করে রামদা দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় তাদেরকে গুরুত্বর অবস্থায় প্রথমে আলফাডাঙ্গা হাসপাতালে আনা হয়। দুইজনের অবস্থা খারাব থাকায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে এগারোটার সময় মারা যায়। ইদ্রিস শেখর ইউনিয়ন আওয়ামীলীগ ও আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির সহ-সভাপতি এবং লাভলু ইউনিয়ন যুবলীগ নেতা। আটককৃতরা হলেন, মাগুরা গ্রামের তোতা(৫০),সহেদ আলী(২০),হারুন মোল্লা(৫০),দিন ইসলাম(২০) ও মহিদুল ইসলাম(১৮)। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনার পর থেকে আলফাডাঙ্গা ও বোয়ালমারী থানা পুলিশ মোতায়ন রয়েছে।
এ ব্যাপারে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ নাজমুল করিম বলেন, বিষয়টি নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। আর ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যহতি থাকবে। নিহতদের লাশ ফরিদপুর মর্গে ময়না তদন্ত শেষে নিজ গ্রামে আনা হবে।
এ ব্যাপারে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ নাজমুল করিম বলেন, বিষয়টি নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। আর ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যহতি থাকবে। নিহতদের লাশ ফরিদপুর মর্গে ময়না তদন্ত শেষে নিজ গ্রামে আনা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন