মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭

আলফাডাঙ্গায় জনসচেতনতা মূলক কর্মশালা

বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে আজ মঙ্গলবার (২১-১১-১৭) বিকালে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান সমূহের ভূমিকা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রলালয় বাস্তবায়নে মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশন এর সহযোগীতায় এ কর্মশালা উদ্ধোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম.এম জালাল উদ্দিন আহম্মেদ। উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ কুদ্দুস খান, মহিলা ভাইস চেয়ারম্যান মোনয়ারা ছালাম, মাদারীপুর লিগ্যাল এইড জেলার ডি.এস আমিরুল ইসলাম, মাদারীপুর লিগ্যাল এইড উপজেলা সমন্নয়কারী কর্মকর্তা মিনারুজ্জামান, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম ও সাধারন সম্পাদক আলমগীর কবির প্রমূখ। এ সময় কর্মশালায় অংশগ্রহন করেন উপজেলা পর্যায় বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন এনজিও প্রতিনিধি ও ইউনিয়ন অফিস সহকারীবৃন্দ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন