বিশেষ প্রতিনিধি ঃ আলফাডাঙ্গা উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে আজ বুধবার ২৯ নভেম্বর প্রান্তিক, ভূমিহীন ও ভুক্তভোগীদের সামনে রেখে এই প্রথম গণ শুনানি অনুষ্ঠিত হয়। গণ শুনানির বিচারক ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবুল হাসেম। এ সময় শুনানিতে আশা সাধারন মানুষ এই প্রথম অত্র উপজেলায় এ ধরনের আয়োজনে খোলামেলা কথা বলতে পেরে অত্যন্ত খুশি হয়েছে।
জমির মিউটেশন পেতে এসে আতিউর রহমান বলেন, আমি উপজেলার শেষ প্রান্ত চরডাঙ্গা থেকে এসেছি। সবার সামনে শুনানি হওয়ায় আমি সন্তুষ্টি প্রকাশ করছি। অপরদিকে, একটি মৌজায় গুচ্ছগ্রাম করার প্রস্তাব প্রেরণ করা হয়। কিন্তু স্থানীয় জনগণের দাবী এটা তাদের এস.এ রেকর্ডীয় সম্পত্তি। জেলা প্রশাসক মহোদয়ের কাছে আবেদন করেছেন। প্রায় ৪০ জন ভুক্তভোগী মানুষ এসেছেন একই দাবী নিয়ে। মধুমতি নদী সিকস্তির ফলে এ সমস্যা তৈরি হয়েছে। উদ্ভুদ্ধ পরিস্থিতি আইনানুযায়ী সমাধানের আশ্বাস দেন এসিলেন্ড।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন