অপরদিকে তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলফাডাঙ্গা সদর ইউনিয়নের চেয়ারম্যান পদে আ’লীগের দলীয় মনোনিত প্রার্থী আব্দুর রাজ্জাক শেখ পত্র দাখিল করেছেন, তিনি আওয়ামী লীগের সমর্থক। অন্যদিকে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান এ.কে.এম আহাদুল হাসান আহাদ। এ ইউনিয়ন ৯টি ওয়ার্ডে সদস্য পদে ৩১ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ১০ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
গোপালপুর ইউনিয়নে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইনামুল হাসান মনোনয়ন পত্র দাখিল করেছেন। অপরদিকে এ ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম খান, স্বতন্ত্র প্রার্থী ইটালী প্রবাসি আব্দুর রহমান জিকো ও সৈয়দ মাসুদ রানা। এ ইউনিয়ন ৯টি ওয়ার্ডে সদস্য পদে ২৮ জন । সংরক্ষিত মহিলা সদস্য ১০ জন।
অন্যদিকে বুড়াইচ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী দাখিল করেছেন উপজেলা যুবলীগের সভাপতি আহসান উদ-দৌলা রানা। এ ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু মিয়া, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে মোঃ ওবায়দুর রহমান ও মোঃ মোশাররফ হোসেন মুশা। এ ইউনিয়নে ৯টি ওয়ার্ডে সদস্য পদে ৩১ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ১১ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন