শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭

আলফাডাঙ্গায় বিএনপি’র মেয়র প্রার্থী চুড়ান্ত

 প্রতিনিধি,আলফাডাঙ্গা ঃ আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচনে বিএনপি’র মেয়র প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক মোঃ আতাউর রহমান। গত ২৩ নভেম্বর বৃহস্পতিবার বিকালে কুটুমবাড়ী কফি হাউজ চত্ত্বরে পৌর বিএনপির আয়োজনে বিএনপির কর্মীসমাবেশ ও প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠান শেষে এই প্রার্থীর নাম ঘোষনা করা হয়। পৌর বিএনপি’র আহবায়ক আলহাজ্ব আব্দুল ওহাব মিয়ার সভাপতিত্বে পরিচালনা করেন উপজেলা যুবদলের সভাপতি মনিরুজ্জান মনির। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ শাহ্ মোঃ আবু জাফর। অনুষ্ঠানে বক্তব্যদেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ রওশন আলম, বোয়ালমারী পৌর বিএনপি’র সভাপতি শেখ আফসার উদ্দিন,বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গুনবাহা ইউপি চেয়ারম্যান এ্যাডঃ মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামাল খসরু, পৌর বিএনপির যুগ্ন আহবায় মোঃ রবিউল ইসলাম (রিপন) ও মোঃ আলমগীর হোসেন (আলম), বোয়ালমারী উপজেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক সামচউদ্দিন ঝুনু, উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ গোলাম মহিউদ্দিন , সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাকদ কামরুল ইসলাম দাউদ, বোয়ালমারী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি নবগঠিত আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মোঃ আতাউর রহমান খানের হাতে  ধানের শীষ প্রতীক তুলে দেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন