বিশেষ প্রতিনিধি ঃ সারা দেশের ন্যায় ফরিদপুরের আলফাডাঙ্গায় ১নভেম্বর সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়। র্যালীটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে শেষ হয়। পরে পরিষদ মিলনায়তনে “যুবদের জাগরণ,আনবে দেশের উন্নয়ন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভায় হয়। সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায়। এ সময় স্বাগত বক্তব্যদেন যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএস আকরাম হোসেন, সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ এনায়েত হোসেন , যুবদের মধ্যে থেকে মোঃ লাল মিয়াসহ প্রমুখ। এ সময় ১২ জন যুবক-যুবতীদের মাঝে লোনের চেক বিতরন করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন