মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭

অতিরিক্ত পুলিশ সুপারের বাড়িতে চুরির চেষ্টা

বিশেষ প্রতিনিধিা ঃ অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ ইমদাদুল হকের গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাধীন টগরবন্দ ইউনিয়নের মালা গ্রামে সৈয়দ বাড়িতে গ্্রীল কেটে চুরির চেষ্টা চালায় দুর্বত্তরা। জানা যায়, সোমবার দিনগত গভীর রাতে সি.আই.ডি হেড অফিস ঢাকায় কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার এর গ্রামের বাড়ি ২য়তলা ভবনের নিচে গ্রেজের গ্রীল কেটে ভিতরে দরজা ভেঙ্গে চোরেরা  প্রবেশের চেষ্টা করে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপারের ছোট ভাই সৈয়দ মিরাজ আলির ঘরের দরজায় শিকল দেওয়া কালে শব্দ হলে ঘরের ভিতর থেকে মিরাজ আলী চিৎকার করলে আশে পাশের লোকজন বের গয়ে আসলে চোরেরা পালিয়ে যায়। পরে খবরটি সৈয়দ জহুরুল হক টুটুল অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ ইমদাদুল হককে জানালে তিনি আলফাডাঙ্গা থানায় মুঠো ফোনে বিষয়টি ওসিকে জানান।  এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম বলেন, আমি ঘটনা শুনেছি ততক্ষনিক এস আই শুভজিৎকে পাঠিয়েছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন