বুধবার, ১৫ মার্চ, ২০১৭

আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলমকে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ! পুলিশের সামনে মানববন্ধনে সন্ত্রাসীদের হামলা

আলফাডাঙ্গা প্রতিনিধি ঃ দৈনিক  ভোরের পাতার ও ভোরের প্রত্যাশা আলফাডাঙ্গা প্রতিনিধি,প্রেসক্লাবের সভাপতি ও স্থানীয় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. সেকেন্দার আলমকে সন্ত্রাসীরা পিটিয়ে গুরুত্বর আহত করার ঘটনায় মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিক ও সুশিল সমাজ। গত বুধবার(১৫-৩-১৭) সকালে আলফাডাঙ্গা সদর বাজার চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে উক্ত সন্ত্রাসীরা বাধা প্রদান করে। পরে স্থানীয় এলাকাবাসী ও পুলিশের সহায়তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। আলফাডাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি খান আসাদুজ্জামান টুনুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আলফাডাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আহাদুল হাসান আহাদ, গোপালপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক খান সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন বালা ,আলফাডাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি আঃ মান্নান আব্বাস,সাধারণ সম্পাদক আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহারিয়ার হোসেনসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, সন্ত্রাসী কামরুল হক ভূইয়া বোয়ালমারী উপজেলা থেকে আলফাডাঙ্গায় এসে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা করছে। এ ব্যাপারে থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ রহস্যজনক ভুমিকা পালন করে।
মানববন্ধন থেকে বক্তারা অভিযোগ করে বলেন, সন্ত্রাসী কামরুল হক ভুইয়া থানার সামনে এবং বাজারে প্রকাশ্য ঘুরে বেড়ালেও পুলিশ তাকে আটক করছে না।
উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় বাজার চৌরাস্তায় দাড়িয়ে থাকা অবস্থায় সন্ত্রাসী কামরুল হক ভূইয়া ১০/১২ জনের একদল সন্ত্রাসী নিয়ে সাংবাদিক সেকেন্দারের উপর হামলা চালায়। পরে তাকে মারাতœক জখম অবস্থায় আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উক্ত সন্ত্রাসীরা গত ১৯ জানুয়ারী বিকালে প্রেসক্লাবে ভিতরে ঢুকে কর্মরত সাংবাদিক শাহারিয়ার হোসেন এর উপর একই ভাবে সন্ত্রাসী হামলা চালিয়ে প্রেসক্লাব দখল করার চেষ্টা করে। সেই সময় থানায় লিখিত অভিযোগ দিলেও থানা পুলিশ মামলা না নিয়ে নিরব ভুমিকা পালন করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন