শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭

সাংবাদিক সেকেন্দার আলমকে সন্ত্রাসী হামলায় থানায় মামলা ! বাজারে প্রকাশ্য ঘুরছে আসামীরা

স্টাফ রিপোর্টার  ঃ রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ)এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ভোরের পাতা ও ভোরের প্রত্যাশা, আলফাডাঙ্গা প্রতিনিধি ও স্থানীয় সাপ্তাহিক আমাদের আলফাডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মো. সেকেন্দার আলমকে সন্ত্রাসীরা পিটিয়ে গুরুত্বর আহত করার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলা নং- ৪-তাং ১৫-৩-১৭ইং। থানায় মামলা হওয়ার পরও বাজারে এবং থানার সামনে দিয়ে প্রকাশ্য ঘুরাফেরা করছে আসামীরা।
থানা সুত্রে জানা যায়, আহত সেকেন্দার আলম বাদী হয়ে সন্ত্রাসী কামরুল হক ভুইয়া (৪৫),আবুল বাসার(৪০),রাজিব ভূইয়া(৩২),লায়েকুজ্জামান(৪৫),কবির হোসেন(৪৪) এর নাম সহ অজ্ঞাত ৪/৫ জনের নামে লিখিত অভিযোগ করলে থানা অফিসার ইনচার্জ এর পক্ষে এস আই সাহেব আলী মামলাটি রুজু করেন। থানায় মামলাটি রুজু হলেও বর্তমানে আসামীরা প্রকাশ্য থানার সামনে ও বাজারে ঘুরাফেরা করছে। কিন্তু পুলিশ বলছে উপরের নির্দেশ আছে ধরা যাবে না। এ ব্যাপারে প্রশাসনের রহস্য জনক ভূমিকা দেখে হতবাক সুধী সমাজ, সাংবাদিক ও সাধারন মানুষ। অপর দিকে সাংবাদিক সেকেন্দারের উপর সন্ত্রাসী হামলায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফরিদপুর প্রেসক্লাব,বোয়ালমারী প্রেসক্লাব,কাশিয়ানী প্রেসক্লাব,মধুখালী প্রেসক্লাব,ভাঙ্গা প্রেসক্লাব,নগরকান্দা প্রেসক্লাব, রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ)এর কেন্দ্রীয় কমিটি  সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সুশিল সমাজের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় বাজার চৌরাস্তায় দাড়িয়ে থাকা অবস্থায় সন্ত্রাসী কামরুল হক ভূইয়া ১০/১২ জনের একদল সন্ত্রাসী নিয়ে সাংবাদিক সেকেন্দারের উপর হামলা চালায়। পরে তাকে মারাতœক জখম অবস্থায় আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন