শুক্রবার, ১০ মার্চ, ২০১৭

আলফাডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

আলফাডাঙ্গা প্রতিনিধিঃ “দুর্যোগের প্রস্তুতি সারাক্ষণ আনবে টেকসই উন্নয়ন”এ প্রতিপাদ্যকে সামনে রেখে আলফাডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালত হয়। গত ১০ মার্চ শুক্রবার সকাল সাড়ে ৯ টায় আরিফুজ্জামান পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে যুবউন্নয় কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেেেনর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএম জালাল উদ্দিন আহম্মেদ। উপজেলা পাট কর্মকর্তা মোঃ মনিরুজ্জামনের পরিচালনায় অন্যান্য’র মধ্যে বক্তব্যদেন উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা অনুপম দাস,উপজেলা  সংরক্ষিত মহিলা সদস্য মর্জিনা বেগম,প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সমশের উদ্দিন (টিটো), আলফাডাঙ্গা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ শাহারিয়ার হোসেন প্রমুখ। পরে সাংষ্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পরুষ্কার বিতরণ করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন