বিশেষ প্রতিনিধি ঃ আগামী জাতীয় সংসদ নির্বাচন কালিন সরকারের প্রধান হবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। এ দেশকে অরাজকতা সৃষ্টি করার জন্য এবং আগামী সংসদ নির্বাচন বানচাল করার লক্ষে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া সারা দেশে জঙ্গি হামলা চালাচ্ছে। এ সরকারের উন্নয়ন বিরোধী দলের কাছে ভাল মনে হচ্ছেনা। পদ্মা সেতু আগে ছিল সপ্নের সেতু কিন্তু বর্তমানে এই সরকারের আমলে তা বিদেশী অর্থ ছাড়াই বাস্তবায়নে গনমানুষের বাস্তব সেতু হচ্ছে। গত শুক্রবার ১৮ মার্চ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা স্কুল মাঠে এক জনসভায় এ সব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমান।
আব্দুর রহমান আরও বলেন, ‘এই দেশে অবৈধ্য ভাবে ক্ষমতায় আসার জন্য বিরোধী দলীয় নেতা জঙ্গি হামলা চালিয়ে যাচ্ছে। আমি সেই জঙ্গি নির্মুল করার জন্য জননেত্রী শেখ হাসিনার সাথে সারা জীবন থাকব।‘আমি আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালীতে কী উন্নয়ন করেছি তা বলবো না। শুধু বলবো, অতীতে ফরিদপুর-১ আসনে যারা নৌকা মার্কা পেয়েছিলেন তারা নৌকা বিক্রি করে দিয়ে আপনাদের পকেট কেটে বিশ্বাস ঘাতকতা করেছে। বেইমানি করে আপনাদের আমানত খেয়ানত করেছে। আমি আগামীতেও নৌকা নিয়ে আপনাদের কাছে আসবো। আপনারা বিপুল ভোটে ব্যবধানে নৌকা মার্কাকে নির্বাচিত’করে এ দেশের উন্নয়নের ধারা বাহিগতা ধরে রাখবেন।
জনসভায় এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম,. উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেন, সাধারন সম্পাদক নুরুল বাসার মিয়া,সহ-সভাপতি আবু হোসেন তালুকদার, যুগ্ম সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এ.কে.এম আহাদুল হাসান আহাদ, ইউপি চেয়ারম্যান হাদি হুমায়ন কবীর বাবু, আলহাজ্ব মিজানুর রহমান সরদার,আঃ ওহাব পান্নু, খান সাইফুল ইসলাম, ইমাম হাসান শিপন ,ফরিদপুর জেলা পরিষদ মহিলা সদস্য মোসা. বিউটি বেগম, বুড়াইচ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক মো. আমির হোসেনু,উপজেলা যুবলীগের সভাপতি রানা,সাধারন সম্পাদক সাইফার,উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান,সাধারন সম্পাদক ডালিম উপজেলা যুবলীগের মহিলা সম্পাদীকা সৈয়দা নাজনিজ সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বুড়াইচ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আওয়াল ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগ এর সহ- দপ্তর সম্পাদক হিটান্ত ঘোষ। এ জনসভার আয়োজন করে ১নং বুড়াইচ ইউনিয়ন আওয়ামীলীগ। জনসভা শেষে ঢাকা থেকে আগত শিল্পিদের উপস্থিতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন