বুধবার, ২৯ মার্চ, ২০১৭

ইসলাম কখনও জঙ্গিবাদকে সমর্থন করে না -------ফরিদপুর জনসভায় প্রধান মন্ত্রী শেখ হাসিনা

বিশেষ প্রতিনিধি ঃ ইসলাম শার্ন্তির ধর্ম। ইসলাম কখনও জঙ্গিবাদকে সমর্থন করে না। জঙ্গিরা ইসলামকে হেয় করছে। বিশ্বব্যাপী মুসলমানদের মান-সম্মান নষ্ট করছে। এ ব্যাপারে ইমাম, ধর্মীয় পন্তিসহ সমাজের সর্বস্তরের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধান মন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার বিকালে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজন জনসভায় তিনি এসব কথা বলেন।
সাম্প্রতিক দেশে সংঘটিত জঙ্গিবাদী কর্মকার্ন্ডের দিকে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, ‘ইসলাম আত্মহননের পথ বেছে নেয়া কখনো সমর্থন করে না। মুসলমানদের মান-সম্মান নষ্ট করছে। এ ব্যাপারে তিনি প্রত্যেককে সোচ্চার হতে বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আপনাদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে সে ব্যাপারে খোঁজখবর রাখবেন। আপনাদের সন্তানদেরকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের পথ থেকে রক্ষা করবেন।’ এ সময় তিনি স্কুল-কলেজে কোন কোন শিক্ষার্থী অনুপস্থিত থাকছে সে ব্যাপারে শিক্ষকদের সতর্ক থাকতে বলেন। এই এলাকা সবসময় অবহেলিত ছিল। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ফরিদপুরে কোনো সরকার উন্নয়ন করেনি। বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে এখানে সবধরনের উন্নয়ন বন্ধ ছিল। আমরা ক্ষমতায় এসে ফরিদপুরের সব উন্নয়ন করেছি।
ফরিদপুরকে নতুন বিভাগ করার দাবির পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা বলেন, ‘আমরা ঢাকাকে ভেঙে ময়মনসিংহ বিভাগ করেছি। ঢাকাকে ভেঙে নতুন আরেকটি বিভাগ হবে। ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর নিয়ে এই বিভাগ করা হবে। এ ব্যাপারে আমাদের পরিকল্পনা আছে।’ তবে তিনি সুস্পষ্ট কোনো অঙ্গীকার করেননি।
এ সময় তিনি বিগত ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করায় ফরিদপুরবাসীকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। আগামী নির্বাচনেও ফরিদপুরের চারটি আসন আওয়ামী লীগকে উপহার দিতে আহ্বান জানান। এ সময় তিনি উপস্থিত জনতাকে হাত তুলে নৌকায় ভোট দেয়ার অঙ্গীকার নেন।
শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের মানুষ কিছু পায়। এদেশের যত অর্জন সব আওয়ামী লীগের হাত ধরেই এসেছে।’ এ সময় তিনি বায়ান্নের ভাষা আন্দোলন, ছয় দফা, স্বাধীনতা সংগ্রামের কথা উল্লেখ করেন।
শেখ হাসিনা বলেন, ‘বিএনপি জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। তারা একদিকে ধর্মের কথা বলে অন্যদিকে মানুষ পুড়িয়ে মারে, কোরআন পোড়ায়। হরতাল-অবরোধের নামে দেশবাসীকে জিম্মি করে।’


বিএনপির আমলের দুর্নীতির চিত্র তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘যারা মুরব্বি আছে তাদের মনে থাকার কথা, জিয়াউর রহমান মারা যাওয়ার পর ৪০ পর্যন্ত টিভিতে শুধু দেখানো হয়েছে ভাঙা সুটকেস। পরে সেই ভাঙা সুটকেস জাদুর বাক্সে পরিণত হয়। মানুষের টাকা লুট করে খালেদা ও তার ছেলেরা বিশাল সম্পদের মালিক হন।’
প্রধানমন্ত্রী তার ভাষণে নিজের সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরেন। পদ্মা সেতু নির্মাণকাজ শেষ হলে দক্ষিণাঞ্চলের চিত্র পাল্টে যাবে বলে জানান তিনি।
ফরিদপুরে প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে ৩১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অনুষ্ঠানে প্রকল্পগুলোর ফলক উন্মোচন করে ২০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ১২টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। প্রকল্পগুলো উদ্বোধন ও ভিত্তিপস্তর স্থাপনের পর বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।

ফরিদপুর আওয়ামী লীগের সভাপতি সুবল সাহার সভাপতিত্বে সমাবেশে এ সময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সাজেদা চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ফরিদপুর-১ আসনের সাংসদ মো. আব্দুর রহমান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরসহ সংসদ সদস্যগণ উপস্থিত ছিলেন। 
প্রধানমন্ত্রী যেসব প্রকল্প উদ্বোধন করেন সেগুলো হচ্ছে- ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় নির্মাণ প্রকল্প, ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, পল্লীকবি জসিম উদ্দীন সংগ্রহশালা, ফরিদপুর ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি, শিশু একাডেমি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপ-মহাপরিদর্শকের কার্যালয় নির্মাণ, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, আঞ্চলিক পাসপোর্ট অফিস ফরিদপুর, ফরিদপুর ৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্লান্ট, সরকারি রাজেন্দ্র কলেজের একাডেমিক কাম পরীক্ষা হল, সদর উপজেলাধীন চর কমলাপুর খেয়াঘাট থেকে বিলমামুদপুর স্কুল সড়কে কুমার নদীর ওপর ৯৬ মিটার আরসিসি ব্রিজ, ভাংগা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১-শয্যা থেকে ৫০-শয্যায় উন্নয়ন প্রকল্প, আঞ্চলিক নির্বাচন অফিস ফরিদপুর, বিএসটিআই ভবন, ভাংগা থানা ভবন, মধুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, সদর উপজেলা থেকে বাখুন্ডা জিসি হয়ে রসুলপুর ভায়া চর নিখুরদি সড়ক বিসি দ্বারা উন্নয়ন শীর্ষক প্রকল্প, ফরিদপুর সদর উপজেলাধীন ডিক্রিরচর ইউনিয়নের মুন্সীডাঙ্গী কমিউনিটি ক্লিনিক এবং ৩৩/১১ কেভি হান্তকান্দি বিদ্যুৎ উপকেন্দ্র (ক্ষমতা ২০/২৬.৬৬ এমভিএ)। এই ২০টি প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে ১ হাজার ৩৮ কোটি টাকা। 
এছাড়া, প্রধানমন্ত্রী যেসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেগুলো হচ্ছে- কুমার নদ পুনঃখনন প্রকল্প, আলফাডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রকল্প(কামারগ্রাম), ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয় নির্মাণ প্রকল্প, পুলিশ হাসপাতাল নির্মাণ প্রকল্প, পুলিশ অফিসার্স মেস, সালথা টেকনিক্যাল স্কুল ও কলেজের একাডেমিক কাম প্রশাসনিক ভবন নির্মাণ, চন্দ্রপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র, সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুরের ছাত্রী নিবাস নির্মাণ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নির্মাণ, ১৫০০-আসনবিশিষ্ট মাল্টিপারপাস হলরুম নির্মাণ, সালথা ফায়ার সর্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, সদরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ প্রকল্প। এই বারটি প্রকল্প বাস্তবায়নের জন্য ব্যয় ধরা হয়েছে ৪২৫ কোটি ৩২ লাখ টাকা।

রবিবার, ২৬ মার্চ, ২০১৭

সন্ত্রাস জঙ্গিবাদের শিকড় উপড়ে ফেলা হবে----যুগ্ম সম্পাদক আব্দুর রহমান এমপি

বিশেষ প্রতিনিধি ঃ জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ট সন্ত্রান হিসেবে স্বীকৃিত দিয়েছেন। শেখ হাসিনা ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের নিয়ে শপথ করছেন এ দেশ থেকে সন্ত্রাস জঙ্গিবাদের শিকড় উপড়ে ফেলা হবে। আমি বেগম খালেদা জিয়াকে বলতে চাই এ দেশ থেকে জঙ্গি নির্মুল করে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় এবং দুই লক্ষ মা বোনদের ইজ্জেতের বিনিময় যে দেশ স্বাধীন হয়েছে সেই দেশের স্বাধীনতা রক্ষা করবে জাতির শ্রেষ্ট সন্তান মুক্তিযোদ্ধা এবং তার প্রজম্ম। গত রোববার ২৬ মার্চ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনে আয়োজনে এ জেড পাইলট স্কুল মাঠে মুক্তিযোদ্ধাদের সংর্বধনা অনুষ্ঠানে এ সব কথা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমান।
আব্দুর রহমান আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচন কালিন সরকারের প্রধান হবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। এ দেশকে পাকিস্তানের কাছে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র করছে বেগম খালেদা জিয়া। আগামী সংসদ নির্বাচন বানচাল করার লক্ষে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া সারা দেশে জঙ্গি হামলা চালানোর জন্য ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। এ সরকারের উন্নয়ন বাধা গ্রস্ত করার যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বেগম খালেদা জিয়া সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারবেন না। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা জীবন বাজি রেখে হলেও এ দেশের স্বাধীনতা রক্ষা করবে। এই স্বাধীনতার ঘোষক ছিলেন জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বেগম খালেদা জিয়া তা নিয়েও বির্তক করছেন এবং জঙ্গি হামলা চালোনোর জন্য উসকানি দিচ্ছেন। তাই তিনি মুক্তিযোদ্ধা ঐক্যবদ্ধ থেকে এই সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়াতে বলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমীক লীগের সাধারন সম্পাদক মো. সিরাজুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান এম এম জালাল উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান ,থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সিদ্দিুকুর রহমান, আলফাডাঙ্গা বিশ্ববিদ্যালয় কলেজ এর অধ্যক্ষ মোঃ মনিরুল হক শিকদার,  আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল বাশার মিয়া, যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আহাদুল হাসান আহাদ,ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম , জেলা পরিষদের মহিলা সদস্য বিউটি বেগম,ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান , উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদীকা মোসা. সুফিয়া বেগম রোজী,যুব মহিলা লীগের সম্পাদীকা সৈয়দা নাজনীন প্রমুখ। এ ছাড়া ও মুক্তিযোদ্বাগণ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন স্তরের  জনসাধারন উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭

অতিরিক্ত পুলিশ সুপারের বাড়িতে চুরির চেষ্টা

বিশেষ প্রতিনিধিা ঃ অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ ইমদাদুল হকের গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাধীন টগরবন্দ ইউনিয়নের মালা গ্রামে সৈয়দ বাড়িতে গ্্রীল কেটে চুরির চেষ্টা চালায় দুর্বত্তরা। জানা যায়, সোমবার দিনগত গভীর রাতে সি.আই.ডি হেড অফিস ঢাকায় কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার এর গ্রামের বাড়ি ২য়তলা ভবনের নিচে গ্রেজের গ্রীল কেটে ভিতরে দরজা ভেঙ্গে চোরেরা  প্রবেশের চেষ্টা করে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপারের ছোট ভাই সৈয়দ মিরাজ আলির ঘরের দরজায় শিকল দেওয়া কালে শব্দ হলে ঘরের ভিতর থেকে মিরাজ আলী চিৎকার করলে আশে পাশের লোকজন বের গয়ে আসলে চোরেরা পালিয়ে যায়। পরে খবরটি সৈয়দ জহুরুল হক টুটুল অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ ইমদাদুল হককে জানালে তিনি আলফাডাঙ্গা থানায় মুঠো ফোনে বিষয়টি ওসিকে জানান।  এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম বলেন, আমি ঘটনা শুনেছি ততক্ষনিক এস আই শুভজিৎকে পাঠিয়েছি।

সোমবার, ২০ মার্চ, ২০১৭

পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা

বিশেষ প্রতিনিধি,আলফাডাঙ্গা ঃ “শোনালী আশেঁর সোনালী দেশ,পাট পণ্যের বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে উচ্চ ফলনশীল(উফশী) পাট ও পাটবীজ উৎপাদন এবং উন্নত পাট পচন শীর্ষক প্রকল্পের অধীনে পাট চাষীদের নিয়ে দিনব্যাপি প্রশিক্ষন কর্মশালা আজ ২০ মার্চ উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়। উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আলফাডাঙ্গা কায্যলায়ের আয়োজনে কর্মশালায় প্রশিক্ষক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান,উধ্ধতন সহকারী প্রকল্প পরিচালক কৃষিবিদ মরিয়াম বেগম, উপজেলা কৃষি অফিসার মো. আফতাব উদ্দিন,উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মাধব চন্দ্র বাড়ৈই ও উপ-সহকারী পাট কর্মকর্তা মো. মনিরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম ও সাধারন সম্পাদক মো. আলমগীর কবির সহ উপজেলার ৬টি ইউনিয়নের তালিকাভুক্ত পাট চাষী।

রবিবার, ১৯ মার্চ, ২০১৭

নির্বাচন কালিন সরকারের প্রধান হবেন জননেত্রী শেখ হাসিনা----যুগ্ম সম্পাদক আব্দুর রহমান এমপি




বিশেষ প্রতিনিধি ঃ আগামী জাতীয় সংসদ নির্বাচন কালিন সরকারের প্রধান হবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। এ দেশকে অরাজকতা সৃষ্টি করার জন্য এবং আগামী সংসদ নির্বাচন বানচাল করার লক্ষে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া সারা দেশে জঙ্গি হামলা চালাচ্ছে। এ সরকারের উন্নয়ন বিরোধী দলের কাছে ভাল মনে হচ্ছেনা। পদ্মা সেতু আগে ছিল সপ্নের সেতু কিন্তু বর্তমানে এই সরকারের আমলে তা বিদেশী অর্থ ছাড়াই বাস্তবায়নে গনমানুষের বাস্তব সেতু হচ্ছে। গত শুক্রবার ১৮ মার্চ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা স্কুল মাঠে এক জনসভায় এ সব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমান।
আব্দুর রহমান আরও বলেন, ‘এই দেশে অবৈধ্য ভাবে ক্ষমতায় আসার জন্য বিরোধী দলীয় নেতা জঙ্গি হামলা চালিয়ে যাচ্ছে। আমি সেই জঙ্গি নির্মুল করার জন্য জননেত্রী শেখ হাসিনার সাথে সারা জীবন থাকব।‘আমি আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালীতে কী উন্নয়ন করেছি তা বলবো না। শুধু বলবো, অতীতে ফরিদপুর-১ আসনে যারা নৌকা মার্কা পেয়েছিলেন তারা নৌকা বিক্রি করে দিয়ে আপনাদের পকেট কেটে বিশ্বাস ঘাতকতা করেছে। বেইমানি করে আপনাদের আমানত খেয়ানত করেছে। আমি আগামীতেও নৌকা নিয়ে আপনাদের কাছে আসবো। আপনারা বিপুল ভোটে ব্যবধানে নৌকা মার্কাকে নির্বাচিত’করে এ দেশের উন্নয়নের ধারা বাহিগতা ধরে রাখবেন।
জনসভায় এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম,. উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেন, সাধারন সম্পাদক নুরুল বাসার মিয়া,সহ-সভাপতি আবু হোসেন তালুকদার, যুগ্ম সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এ.কে.এম আহাদুল হাসান আহাদ, ইউপি চেয়ারম্যান হাদি হুমায়ন কবীর বাবু, আলহাজ্ব মিজানুর রহমান সরদার,আঃ ওহাব পান্নু, খান সাইফুল ইসলাম, ইমাম হাসান শিপন ,ফরিদপুর জেলা পরিষদ মহিলা সদস্য মোসা. বিউটি বেগম, বুড়াইচ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক মো. আমির হোসেনু,উপজেলা যুবলীগের সভাপতি রানা,সাধারন সম্পাদক সাইফার,উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান,সাধারন সম্পাদক ডালিম উপজেলা যুবলীগের মহিলা সম্পাদীকা সৈয়দা নাজনিজ সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বুড়াইচ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আওয়াল ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগ এর সহ- দপ্তর সম্পাদক হিটান্ত ঘোষ। এ জনসভার আয়োজন করে ১নং বুড়াইচ ইউনিয়ন আওয়ামীলীগ। জনসভা শেষে ঢাকা থেকে আগত শিল্পিদের উপস্থিতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭

আলফাডাঙ্গা প্রেসক্লাবে আলোচনা সভা ও মিলাদ মহফিল


স্টাফ রিপোর্টার ঃ জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ শুক্রবার জুম্বার নামাজ পর আলফাডাঙ্গা প্রেসক্লাবের আয়োজনে কলেজ রোড অস্থায়ী কার্যলায় আলোচনা সভা, মিলাদ মহফিল ও দোয়ার আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. আলমগীর কবিরের পরিচালনয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের উপর সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হেমায়েত হোসেন মোল্ল্যা ও সুবেদার ফজলার রহমান বাবু,ইউপি চেয়ারম্যান আহাদুল হাসান আহাদ, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আব্দুল আলিম সোজা, উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারন সম্পাদক শেখ দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, প্রভাষক শরিফ গাউজুর রহমান গাউজ, প্রেসক্লাবের সহ-সভাপতি খান আসাদুজ্জামান টুনু ও আঃ মান্নান আব্বাস, যুগ্ম সম্পাদক গোলাম আজম মনির ,সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. শাহারিয়ার হোসেন, আর্ন্তজাতিক সম্পাদক মো. আজিজুর রহমান দুলাল, দপ্তর সম্পাদক মো. ইকবল হোসেন, প্রচার সম্পাদক হারান মিত্র, সমাজ কল্যাণ সম্পাদক মিয়া মুরাদ হোসেন, সাহিত্য সম্পাদক ইবাদত হোসেন, ক্রীড়া সম্পাদক রবিউল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক নাছির উদ্দিন প্রমূখ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ও জাতীয় শিশু দিবসে কৃষকলীগের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার  ঃ আলফাডাঙ্গা উপজেলা কৃষক লীগের আয়োজনে আজ শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস উপলক্ষে “শুভ শুভ শুভদিন, বঙ্গবন্ধুর জন্মদিন” প্রতিপাদ্যকে সামনে রেখে এক বর্ণাঢ্য র‌্যালি,আলোচনা সভা ও বিশ পাউন্ডের একটি কেক কেটে শুভ জন্মদিন পালন করেন কৃষকলীগ নেতাকর্মীরা। এ সময় র‌্যালি শেষে থানার সামনে কৃষকলীগের অস্থায়ী কার্যলায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এম.এম. জালাল উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, ইউপি চেয়ারম্যান আহাদুল হাসান আহাদ, উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক মকলেচুর রহমান ও  শেখ দেলোয়ার হোসেন, সদস্য আজিজুর রহমান দুলাল,বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান প্রমূখ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ও জাতীয় শিশু দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও শিশু সমাবেশ

স্টাফ রিপোর্টার  ঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষে নানা কর্মসূচি আয়োজন করে আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন,উপজেলা কৃষকলীগ ও আলফাডাঙ্গা প্রেসক্লাব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। আজ শুক্রবার (১৭-৩-১৭) সকাল সাড়ে ৮টায় উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধুরকৃর্তিত্বে পুস্প মাল্যদান,শিশু সমাবেশ,বঙ্গবন্ধুর জীবনির উপর আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি,চিত্রঅংকন প্রতিযোগিতা ও  পুর¯কার বিতরন করা হয়েছে। বর্ণাঢ্য র‌্যালিটি উপজেলা চত্ত্বর হতে শুরু করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলায় শেষ করে। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান এম.এম. জালাল উদ্দিন,উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান,মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, ইউপি চেয়ারম্যান আহাদুল হাসান আহাদ প্রমূখ। অনুষ্ঠানে অংশ গ্রহন করেন সরকারী দপ্তরের কর্মকর্তা , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী , রাজনৈতিক বৃন্দ, সুশিল সমাজের প্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ।

সাংবাদিক সেকেন্দার আলমকে সন্ত্রাসী হামলায় থানায় মামলা ! বাজারে প্রকাশ্য ঘুরছে আসামীরা

স্টাফ রিপোর্টার  ঃ রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ)এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ভোরের পাতা ও ভোরের প্রত্যাশা, আলফাডাঙ্গা প্রতিনিধি ও স্থানীয় সাপ্তাহিক আমাদের আলফাডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মো. সেকেন্দার আলমকে সন্ত্রাসীরা পিটিয়ে গুরুত্বর আহত করার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলা নং- ৪-তাং ১৫-৩-১৭ইং। থানায় মামলা হওয়ার পরও বাজারে এবং থানার সামনে দিয়ে প্রকাশ্য ঘুরাফেরা করছে আসামীরা।
থানা সুত্রে জানা যায়, আহত সেকেন্দার আলম বাদী হয়ে সন্ত্রাসী কামরুল হক ভুইয়া (৪৫),আবুল বাসার(৪০),রাজিব ভূইয়া(৩২),লায়েকুজ্জামান(৪৫),কবির হোসেন(৪৪) এর নাম সহ অজ্ঞাত ৪/৫ জনের নামে লিখিত অভিযোগ করলে থানা অফিসার ইনচার্জ এর পক্ষে এস আই সাহেব আলী মামলাটি রুজু করেন। থানায় মামলাটি রুজু হলেও বর্তমানে আসামীরা প্রকাশ্য থানার সামনে ও বাজারে ঘুরাফেরা করছে। কিন্তু পুলিশ বলছে উপরের নির্দেশ আছে ধরা যাবে না। এ ব্যাপারে প্রশাসনের রহস্য জনক ভূমিকা দেখে হতবাক সুধী সমাজ, সাংবাদিক ও সাধারন মানুষ। অপর দিকে সাংবাদিক সেকেন্দারের উপর সন্ত্রাসী হামলায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফরিদপুর প্রেসক্লাব,বোয়ালমারী প্রেসক্লাব,কাশিয়ানী প্রেসক্লাব,মধুখালী প্রেসক্লাব,ভাঙ্গা প্রেসক্লাব,নগরকান্দা প্রেসক্লাব, রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ)এর কেন্দ্রীয় কমিটি  সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সুশিল সমাজের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় বাজার চৌরাস্তায় দাড়িয়ে থাকা অবস্থায় সন্ত্রাসী কামরুল হক ভূইয়া ১০/১২ জনের একদল সন্ত্রাসী নিয়ে সাংবাদিক সেকেন্দারের উপর হামলা চালায়। পরে তাকে মারাতœক জখম অবস্থায় আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বুধবার, ১৫ মার্চ, ২০১৭

আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলমকে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ! পুলিশের সামনে মানববন্ধনে সন্ত্রাসীদের হামলা

আলফাডাঙ্গা প্রতিনিধি ঃ দৈনিক  ভোরের পাতার ও ভোরের প্রত্যাশা আলফাডাঙ্গা প্রতিনিধি,প্রেসক্লাবের সভাপতি ও স্থানীয় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. সেকেন্দার আলমকে সন্ত্রাসীরা পিটিয়ে গুরুত্বর আহত করার ঘটনায় মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিক ও সুশিল সমাজ। গত বুধবার(১৫-৩-১৭) সকালে আলফাডাঙ্গা সদর বাজার চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে উক্ত সন্ত্রাসীরা বাধা প্রদান করে। পরে স্থানীয় এলাকাবাসী ও পুলিশের সহায়তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। আলফাডাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি খান আসাদুজ্জামান টুনুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আলফাডাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আহাদুল হাসান আহাদ, গোপালপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক খান সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন বালা ,আলফাডাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি আঃ মান্নান আব্বাস,সাধারণ সম্পাদক আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহারিয়ার হোসেনসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, সন্ত্রাসী কামরুল হক ভূইয়া বোয়ালমারী উপজেলা থেকে আলফাডাঙ্গায় এসে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা করছে। এ ব্যাপারে থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ রহস্যজনক ভুমিকা পালন করে।
মানববন্ধন থেকে বক্তারা অভিযোগ করে বলেন, সন্ত্রাসী কামরুল হক ভুইয়া থানার সামনে এবং বাজারে প্রকাশ্য ঘুরে বেড়ালেও পুলিশ তাকে আটক করছে না।
উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় বাজার চৌরাস্তায় দাড়িয়ে থাকা অবস্থায় সন্ত্রাসী কামরুল হক ভূইয়া ১০/১২ জনের একদল সন্ত্রাসী নিয়ে সাংবাদিক সেকেন্দারের উপর হামলা চালায়। পরে তাকে মারাতœক জখম অবস্থায় আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উক্ত সন্ত্রাসীরা গত ১৯ জানুয়ারী বিকালে প্রেসক্লাবে ভিতরে ঢুকে কর্মরত সাংবাদিক শাহারিয়ার হোসেন এর উপর একই ভাবে সন্ত্রাসী হামলা চালিয়ে প্রেসক্লাব দখল করার চেষ্টা করে। সেই সময় থানায় লিখিত অভিযোগ দিলেও থানা পুলিশ মামলা না নিয়ে নিরব ভুমিকা পালন করে।

শুক্রবার, ১০ মার্চ, ২০১৭

আলফাডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

আলফাডাঙ্গা প্রতিনিধিঃ “দুর্যোগের প্রস্তুতি সারাক্ষণ আনবে টেকসই উন্নয়ন”এ প্রতিপাদ্যকে সামনে রেখে আলফাডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালত হয়। গত ১০ মার্চ শুক্রবার সকাল সাড়ে ৯ টায় আরিফুজ্জামান পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে যুবউন্নয় কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেেেনর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএম জালাল উদ্দিন আহম্মেদ। উপজেলা পাট কর্মকর্তা মোঃ মনিরুজ্জামনের পরিচালনায় অন্যান্য’র মধ্যে বক্তব্যদেন উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা অনুপম দাস,উপজেলা  সংরক্ষিত মহিলা সদস্য মর্জিনা বেগম,প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সমশের উদ্দিন (টিটো), আলফাডাঙ্গা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ শাহারিয়ার হোসেন প্রমুখ। পরে সাংষ্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পরুষ্কার বিতরণ করেন।

সোমবার, ৬ মার্চ, ২০১৭

আলফাডাঙ্গা মাটি ও মানুষের সেবা করতে চাই---ইউএনও মিজানুর রহমান

উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান
প্রতিনিধি,আলফাডাঙ্গা ঃ আলফাডাঙ্গা মাটি ও মানুষের সেবা করতে চাই। এ উপজেলায় যতদিন চাকরী করবো ততদিন মানুষের পাশে থেকে সবার সেবা যেন নিশ্চিত করতে পারি। আপনারা আমাকে সার্বিক সহযোগিতা করবেন। মানুষের পাশে থেকে কাজ করতে পারলেই সেটাই হবে আমার বড় পাওয়া। গত সোমবার বেলা ১২টায় আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় আলফাডাঙ্গা প্রেসক্লাবের সকল সদস্যদের সঙ্গে এক মতবিনিময় কালে সদ্য যোগদান কারী উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান এ সব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান,আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম,সাধারন সম্পাদক মো. আলমগীর কবির সহ-সভাপতি খান আসাদুজ্জামান টুনু ও আঃ মান্নান আব্বাস, যুগ্ম সম্পাদক গোলাম আজম মনির, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহারিয়ার হোসেন, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, প্রচার সম্পাদক হারান মিত্র, সাহিত্য সম্পাদক ইবাদত হোসেন মোরাদ, সাংস্কৃতিক সম্পাদক নাছির,সমাজ কল্যান সম্পাদক মিয়া মুরাদ হোসেন,আর্ন্তজাতিক সম্পাদক আজিজুর রহমান দুলাল, কায্যকারী সদস্য এস এম কোবাদ হোসেন,এটিএম মুন্নু মিয়া প্রমূখ।

আলফাডাঙ্গায় জাতীয় পাট দিবস পালিত

মো. কামরুল ইসলাম ঃ “সোনালী আঁশের সোনার দেশ,পাট পন্যের বাংলাদেশ” প্রতিপাদ্য-কে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা পাট বস্ত ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় পাট দিবস উদ্যাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে--6-3-17 পরে উপজেলা হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান। এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এম.এম. জালাল উদ্দিন , উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম আকরাম হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, ভাইস চেয়ারম্যান খান কুদ্দুস, ইউপি চেয়ারম্যান আহাদুল হাসান আহাদ,খান সাইফুল ইসলাম,অধ্যক্ষ মনিরুল হক সিকদার, প্রধান শিক্ষক জাহাঙ্গির হোসেন,আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম,সাধারন সম্পাদক আলমগীর কবির প্রমূখ।
 

আজ সোমবার বেলা ১২টায় আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম,সাধারন সম্পাদক মো. আলমগীর কবির এর নেতৃতে প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ সদ্য যোগদান কারী উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।




রবিবার, ৫ মার্চ, ২০১৭

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলফাডাঙ্গায় মানববন্ধন

প্রতিনিধি,আলফাডাঙ্গা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে "নারী -পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা বদলে যাবে বিশ্ব ,কর্মে নতুন মাত্রা " এই প্রতিপাদ্য-কে সামনে রেখে আজ  রবিবার(৫-৩-১৭) সকালে উপজেলা পরিষদের সামনে আন্তর্জাতিক নারী দিবস /২০১৭ উদ্যাপন উপলক্ষে এক মানববন্ধন কর্ম'সূচী পালিত হয় । মানববন্ধনে সার্বিক ব্যবস্থাপনায়  ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাকতী দত্ত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এম জালাল উদ্দিন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান এ.কে.এম আহাদুল হাসান আহাদ, হাদি হুমায়ন কবীর বাবু, আলহাজ্ব মিজানুর রহমান সরদার, খান সাইফুল ইসলাম, ইমাম হাসান শিপন ,বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন , উপজেলা পরিষদ সদস্য মর্জিনা বেগম, সাংবাদিক সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা , সামাজিক ও নারী সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষক-শিক্ষিকা প্রমূখ।

গোপালপুর ইউনিয়ন জনসভায় আব্দুর রহমান এমপি ! বিএনপি জামাত জঙ্গিবাদের শিকড় উৎপাটন করাই আমার শেষ লক্ষ


  বিশেষ প্রতিনিধি ঃ বিএনপি জামাত জঙ্গিবাদের শিকড় উৎপাটন করাই আমার জীবনের শেষ লক্ষ।  বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে না এলে তাদেরকে ভুলের মাশুল দিতে হবে। ‘বিএনপি জানে ওই নির্বাচনে আসলে খালি ব্যালেট বক্স নিয়ে ফিরতে হবে। তাই তারা নির্বাচন কমিশনের পর এবার নির্বাচনকালীন সরকারের দাবি তুলেছে।’
গত শুক্রবার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রাম স্কুল মাঠে এক জনসভায় এ সব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমান।
আব্দুর রহমান আরও বলেন, ‘এই দেশের ক্ষমতার পরিবর্তন ব্যালটের মাধ্যমে হবে। অন্য কোনোভাবে হবে না। আগামী দিনে নির্বাচনে না আসলে সেই ভুলের মাশুল আপনাকেই (খালেদা জিয়া) গুণতে হবে। বিএনপি ভেঙে চুড়ে খান খান হয়ে যাবে।’‘আমি আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালীতে কী উন্নয়ন করেছি তা বলবো না। শুধু বলবো, অতীতে ফরিদপুর-১ আসনে যারা নৌকা মার্কা পেয়েছিলেন তারা নৌকা বিক্রি করে দিয়ে আপনাদের পকেট কেটে বিশ্বাস ঘাতকতা করেছে। বেইমানি করে আপনাদের আমানত খেয়ানত করেছে। ২০০৮ সালের নির্বাচনে আপনারা দুই-দুইজন বেইমানকে একই সঙ্গে শাস্তি দেয়ার সুযোগ পেয়েছিলেন। একজনের জামানত বাজেয়াপ্ত হয়েছিল। আরেকজন নির্লজ্জের মতো হেরেছিল।’
জনসভায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান বেলায়েত হোসেন, ঢাকাটাইমস ও সাপ্তাহিক এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলন, বাংলাদেশ আওয়ামী লীগ উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক মো. নুরুল হাসান মিয়া, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেন, সাধারন সম্পাদক নুরুল বাসার মিয়া,বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহজাহান মৃধা পিকুল, মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাইল করিম বকু ,যুগ্ম সাধারন সম্পাদক এ.কে.এম আহাদুল হাসান আহাদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সোলাইমান হোসেন, ইউপি চেয়ারম্যান হাদি হুমায়ন কবীর বাবু, আলহাজ্ব মিজানুর রহমান সরদার,আঃ ওহাব পান্নু, খান সাইফুল ইসলাম, ইমাম হাসান শিপন ,ফরিদপুর জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম,মহিলা সদস্য মোসা. বিউটি বেগম, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক মো. শহিদুল ইসলাম মিন্টু,উপজেলা যুবলীগের সভাপতি রানা,সাধারন সম্পাদক সাইফার,উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজান সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. মনিরুজ্জামান ইকুর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগ এর সহ- দপ্তর সম্পাদক হিটান্ত ঘোষ। এ জনসভার আয়োজন করে ২নং গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগ।