মো. মুজাহিদুল ইসলাম নাঈম: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ
কুসুমদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ বা দুপুরের খাবার
কর্মসূচি চালু করা হয়েছে।
শতভাগ
শিশু ভর্তি, ঝরে পড়া শিক্ষার্থী হ্রাস এবং শিক্ষার হার ও মান বাড়াতে রবিবার
দুপুর ২টায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা
নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. ছালমা বেগম।
বিশেষ অতিথি ছিলেন আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল
করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, মুক্তিযোদ্ধা
কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা এম এইচ এ কে এম
রওনক আরা বেগম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান সাইফার,
উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেনের সহযোগিতায় এ ‘মিড ডে মিল’ কর্মসূচি চালু করা হয়।
এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, সাংবাদিক, শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
আজকের ‘মিড ডে মিল’-এর অর্থায়ন করেন উপজেলা যুবলীগের মহিলা সম্পাদিকা সৈয়দা নাজনীন।
প্রসঙ্গত, বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ৫০ জন
শিক্ষার্থী রয়েছে। তাদেরকে সপ্তাহে পাঁচ দিন দুপুরের বিরতির সময় পুষ্টিকর
খাদ্য দেয়া হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন