আলফাডাঙ্গা সংবাদদাতা : “ভিটামিন এ খাওয়ান,শিশুমৃত্যুর ঝুঁকি কমান”এ প্রতিবাদ্যকে সামনে রেখে আগামী ১৬ জুলাই শনিবার সারা দেশের ন্যায় আলফাডাঙ্গা উপজেলায় ১৪৭টি কেন্দ্রে ভিটামিন এ প্লাস ৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত শিশুকে একটি করে ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষে আলফাডাঙ্গা উপজেলা হলরুমে গত ১২ জুলাই মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে জাতীয় ভিটামিন ”এ” প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা: মো. কাইয়ূম তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের ,সদর ইউপি চেয়ারম্যান এ.কে.এম আহাদুল হাসান আহাদ,ডা.মো.আব্দুর রউফ দোলন,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন তালুকদার,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম,সাংবাদিক মো. আবুল বাশার প্রমূখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন