মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের এর সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলার চেয়ারম্যান এম এম জালাল উদ্দিন, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম, উপজেলা আ’লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মো. নূরুল বাশার মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মোরশেদুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও ঢাকা টাইমসের প্রতিনিধি মো. মুজাহিদুল ইসলাম নাঈম প্রমূখ।
সভায় ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতার ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনসহ যাবতীয় কর্মসূচী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং তা বাস্তবায়ন ও আইন শৃঙ্খলা রক্ষায় সকলকে সহযোগিতা করার আহবান জানানো হয়।
প্রস্তুতি মূলক সভা শেষে জঙ্গিবাদ দমনে করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত বক্তাদের মতামতের ভিত্তিতে মসজিদ-মাদ্রাসা, স্কুল-কলেজে জঙ্গিবাদবিরোধী সভা-সমাবেশ, সেমিনারের আয়োজন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।
অপরদিকে নিজ নিজ এলাকার ভাড়া দেয়া বাড়িগুলোতে নজরদারি বাড়াতে বাড়ির মালিক, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনীতিক ও সাংবাদিকদের প্রতি অনুরোধ জানানো হয়। পাশাপাশি নিজেদের ছেলেমেয়েদের প্রতি আরো যতœবান এবং পারিবারিক বন্ধন দৃঢ় করার ওপরও আলোকপাত করা হয়।
সভায় উপজেলায় কর্মরত বিভিন্ন বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিবিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানহন ও বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন