রবিবার, ১৭ জুলাই, ২০১৬

জঙ্গিবাদবিরোধী বিক্ষোভ

মো. মুজাহিদুল ইসলাম নাঈম : ফরিদপুরের আলফাডাঙ্গায় জঙ্গিবাদ, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, স্বাধীনতা, গণতন্ত্র ও মানবতার শক্রদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক লীগ।
রবিবার দুপুর ১২টায় এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি উপজেলা আ.লীগের অস্থায়ী কার্যালয় থেকে শুরু করে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের চৌরাস্তায় এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে আলফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এম.এম মেহেদী হাসান লিটু, উপজেলা আ.লীগের সভাপতি এস.এম আকরাম হোসেন, সাধারণ সম্পাদক নুরুল বাশার মিয়া, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য তানভীর আকতার শিপার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান সাইফার, উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মো. লিটন মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন