আলফাডাঙ্গায় শিক্ষক লাঞ্চিতর ঘটনায় বকাটের অর্থদন্ড
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার তিতুরকান্দী সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সবিতা রানী কুন্ডুকে লাঞ্চিত করায় এক বকাটে যুবককে ২০ হাজার টাকা
জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জানা যায়, গত ১৬ জুলাই সকালে
উপজেলার টগরবন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তিতুরকান্দী গ্রামের মৃত শেখ আঃ
মান্নান এর বকাটে পুত্র শেখ শাহিনুজ্জামান (৩৫) উক্ত বিদ্যালয় চলাকালিন
সময় অনধীকার প্রবেশ করে প্রধান শিক্ষকের কক্ষে গিয়ে উচ্চস্বরে দাতা সদস্য
কাকে করেছেন? (বর্তমান ম্যানেজিং কমিটির) বলে কমিটির অফিসিয়াল কপি দেখতে
চায়, প্রধান শিক্ষক তা দেখাতে অস্বীকার করায় তাকে গালিগালাজ ও কিলঘুশি দিয়ে
কমিটির কাগজ সিনায় নিয়ে যায়। এব্যাপারে প্রধান শিক্ষক উপজেলা
নির্বাহী অফিসারের কার্যালয়ে অভিযোগ করলে গত ১৭ জুলাই ভ্রাম্যমান আদালত
বসিয়ে শুনানী শেষে শেখ শাহিনুজ্জামানকে ২০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা
নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা
অফিসার এম এইচ একে এম রওনক আরা বেগম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো.
সাইফুর রহমান, উপজেলা শিক্ষক সমিতির উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা
শিক্ষক সমিতির সভাপতি মো. শিহাবুল ইসলাম ও সাধারণ সম্পাদক শামসের উদ্দিন
প্রমূখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন