বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬

ফলদ বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরন

সংবাদদাতা ,আলফাডাঙ্গা ঃ আলফাডাঙ্গা উপজেলা হলরুমে কৃষি  দপ্তরের আয়োজনে গত ২৮ জুলাই বৃহস্পতিবার  তিন দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলায় সমাপনী অনুষ্ঠানে বৃক্ষ বিক্রেতাদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “অর্থ,পুষ্টি স্বাস্থ্য চান, দেশী ফল বেশী খান ”। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা কৃষি অফিসার আফতাব উদ্দীন মাহমুদ। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি এস.এম আকরাম  হোসেন। সভা পরিচালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো.আকবার মিয়ার।এ ছাড়া আরো উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তি, ইউপি চেয়ারম্যান,সাংবাদিক, শিক্ষক,নারী নেত্রী,এনজিও প্রতিনিধি, কৃষক,সরকারী কর্মকর্তা/কর্মচারীসহ সুশীল সমাজের ব্যক্তিরা।












বুধবার, ২৭ জুলাই, ২০১৬

ইউএনও ও সাংবাদিকদের হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ

সংবাদদাতা,আলফাডাঙ্গা ঃ-ফরিদপুরের আলফাডাঙ্গায় ইউএনও ও সাংবাদিকদের হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ হয়েছে। জানা যায়, হেদাডাঙ্গা মোমেনা সুফিনাজ দাখিল মাদ্রসার ৬ষ্ট শ্রেনীর ছাত্রী সাদিয়া আক্তার(১২) উপজেলাধীন বুড়াইচ ইউনিয়য়ের ফলিয়া গ্রামে আঃ ছামাদ মোল্যার বাড়িতে তার ছোট মেয়েকে বোয়ালমারী উপজেলার সাতৈর গ্রামে আঃ রাজ্জাক শেখের পুত্র বিল্লাল শেখের সঙ্গে বিবাহ দিতে যায়।  গোপন সংবাদের ভিত্তিত্বে গত বুধবার ২৭ জুলাই  বিকাল ৫টায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম,সাংবাদিক মো. কবির হোসেন ও মো. আবুল বাশার ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিবাহ বন্ধ বাধ প্রদান করেন। কিছু সময় পর বর পক্ষ বাড়ি থেকে চলে পর মূহুত্তে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের ঘটনা স্থলে উপস্থিত হন। পরে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেয়ের পিতাকে এক হাজার টাকা জরিমানা করেন এবং আগামী ৫ বছরের মধ্যে বিবাহ না দেওয়ার জন্য মুছলেকা নেন।
 

মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬

তিন দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন

উদ্বোধন করেন এম,এম জালাল উদ্দিন আহমেদ
সংবাদদাতা ,আলফাডাঙ্গা ঃ“ অর্থ,পুষ্টি স্বাস্থ্য চান, দেশী ফল বেশী খান ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গত ২৬ জুলাই মঙ্গলবার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা কৃষি  দপ্তরের উদ্যোগে এ.জেড পাইলট উচ্চ বিদ্যালয়  মাঠে তিন দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলায় উদ্বোধন করেন উক্ত অনুষ্ঠানের  প্রধান অতিথি উপজেলা পরিষদ  চেয়ারম্যান এম,এম জালাল উদ্দিন আহমেদ। এ সময়  অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলদ বৃক্ষ চারা বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার আফতাব উদ্দীন মাহমুদের  সভাপতিত্বে ও উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো.আকবার মিয়ার পরিচালনায়  বক্তব্য রাখেন,  উপজেলা আওয়ামীলীগ সভাপতি এস.এম আকরাম  হোসেন,  সাধারণ সম্পাদক নুরুল বাশার মিয়া,ইউপি চেয়ারম্যান এ,কে.এম আহাদুল হাসান ,উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. কাইয়ুম তালুকদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.এ.কে.এম আসজাদ, উপজেলা মৎস্য অফিসার তপন মজুমদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম , সাংবাদিক কবীর হোসেন  প্রমূখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তি,ইউপি চেয়ারম্যান,সাংবাদিক, শিক্ষক,নারী নেত্রী,এনজিও প্রতিনিধি, কৃষক,সরকারী কর্মকর্তা/কর্মচারীসহ সুশীল সমাজের ব্যক্তিরা।

 

সোমবার, ২৫ জুলাই, ২০১৬

জাতীয় মৎস্য সপ্তাহ’র সমাপনী ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টারঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় “জল আছে যেখানে, মাছচাষ সেখানে” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেষ হলো জাতীয় মৎস্য সপ্তাহ’র সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। 

আজ সোমবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে  উপজেলার ৩ জন সফল মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয়।

সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের ও পরিচালনা করেন উপজেলা মৎস্য অফিসার তপন মজুমদার।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মো. নূরুল বাশার মিয়া, উপজেলা কৃষি অফিসার আফতাব উদ্দিন মাহমুদ, সদর ইউপি চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও ঢাকা টাইমসের  প্রতিনিধি মো. মুজাহিদুল ইসলাম নাঈম প্রমূখ ।

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলফাডাঙ্গায় প্রস্তুতি সভা

মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
 
আজ সোমবার  সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের এর সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলার চেয়ারম্যান এম এম জালাল উদ্দিন, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম, উপজেলা আ’লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মো. নূরুল বাশার মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মোরশেদুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও ঢাকা টাইমসের  প্রতিনিধি মো. মুজাহিদুল ইসলাম নাঈম প্রমূখ।

সভায় ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতার ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনসহ যাবতীয় কর্মসূচী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং তা বাস্তবায়ন ও আইন শৃঙ্খলা রক্ষায় সকলকে সহযোগিতা করার আহবান জানানো হয়।

প্রস্তুতি মূলক সভা শেষে জঙ্গিবাদ দমনে করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত বক্তাদের মতামতের ভিত্তিতে মসজিদ-মাদ্রাসা, স্কুল-কলেজে জঙ্গিবাদবিরোধী সভা-সমাবেশ, সেমিনারের আয়োজন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।

অপরদিকে নিজ নিজ এলাকার ভাড়া দেয়া বাড়িগুলোতে নজরদারি বাড়াতে বাড়ির মালিক, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনীতিক ও সাংবাদিকদের প্রতি অনুরোধ জানানো হয়। পাশাপাশি নিজেদের ছেলেমেয়েদের প্রতি আরো যতœবান এবং পারিবারিক বন্ধন দৃঢ় করার ওপরও আলোকপাত করা হয়।

সভায় উপজেলায় কর্মরত বিভিন্ন বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিবিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানহন ও বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।



শনিবার, ২৩ জুলাই, ২০১৬

বোয়ালমারীতে এলজিএসপি প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ



বোয়ালমারী প্রতিনিধি ঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় লোকাল গভর্ণমেন্ট সাপোর্ট প্রজেক্টের (এলজিএসপি) কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। এ প্রকল্পের আওতায় সাতৈর ইউনিয়নের দুটি ফ্ল্যাট সোলিং রাস্তার অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসী লিখিত অভিযোগ দিয়েছে।

          জানা যায়, গত বছরের ১৭ ডিসেম্বর বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার মু. খায়রুজ্জামানের সভাপতিত্বে ব্লক গ্রান্ট কো-অর্ডিনেশন কমিটির সভায় (বিজিসিসি) ২০১৫-১৬ অর্থ বছরের এলজিএসপি-২ প্রকল্প সমুহ পাস হয়। সাতৈর ইউনিয়নের ‘মুজুরদিয়া পাকা রাস্তা হতে হাসেম মাতুব্বরের বাড়ীর রাস্তা ফ্লাট সোলিং করণ’ এবং ‘খর্দ কেরশাইল শাহজাহানের বাড়ীর নিকট হতে প্রেমতারা পর্যন্ত ফ্লাট সোলিং রাস্তা নির্মাণ’ কাজ এ সপ্তায় শেষ হয়। এ রাস্তা দুটিতে কোন বালু না দিয়ে নি¤œমানের ইট দিয়ে শুধুমাত্র একটা করে ইট ফ্লাট করে বিছিয়ে দেওয়া হয়েছে। প্রতিটি রাস্তায় এক লাখ টাকা করে বরাদ্দ থাকলেও অর্ধেক টাকারও কাজ করা হয়নি বলে অভিযোগ উঠেছে। দুটি রাস্তাই ৭৫ মিটার করে করা হয়েছে। এলাকার বাহাউদ্দিন মেম্বার, আ. রহিম শেখ, মো. নুরুল ইসলাম শেখসহ এলাকাবাসী বলেন, রাস্তা না খুচে, কোন বালু না দিয়ে এক পত্তা করে ইট (৩ ইঞ্চি) বিছানো হয়েছে। কয়দিন পরে এ রাস্তা ভেঙ্গেচুরে চলাচলের অযোগ্য হয়ে যাবে এবং তা আরও বিপদজনক হয়ে পড়বে। একইভাবে উপজেলার ১১টি ইউনিয়নে এলজিএসপি প্রকল্পের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতি হচ্ছে বলে জানা গেছে।

          সাতৈর ইউনয়নের চেয়ারম্যান খন্দকার নাজিরুর ইসলাম বলেন, স্থানীয়ভাবে পক্ষ বিপক্ষের কারণে অভিযোগ উঠতে পারে। কাজে কোন অনিয়ম হয়নি বলে তিনি দাবি করেন।

          উপজেলা নির্বাহী অফিসার মু. খায়রুজ্জামান জানান, চেয়ারম্যানদের সকলের সাথে সমন্বয় করে কাজ করতে বলা হয়েছে। প্রকল্পের কোন কাজে অনিয়মের অভিযোগ উঠলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬

 সন্ত্রাসি হামলায় তিন পুলিশ কর্মকর্তা আহত আটক ২

সংবাদদাতা, আলফাডাঙ্গা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় একটি সন্ত্রাসি হামলা থামাতে গিয়ে সন্ত্রাসিদের হামলায় থানার তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছে।

বৃহস্পতিবার (২১-০৭-১৬) রাত ৯ টার দিকে উপজেলা সদর বাজারে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ দুইজনকে আটক করেছে।

জানা যায়, বুধবার চায়ের দোকানে চাল ব্যবসায়ি ই¯্রাফিল ও গোবিন্দর মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাতে সদর ইউনিয়নের কুসুমদি গ্রামের দাউদ হোসেনের নেতৃত্বে ১০/১২ জনের সন্ত্রাসি গ্রুপ ই¯্রাফিল মোল্লার চালের দোকানে হামলা চালাতে ও  ই¯্রাফিলকে মারধর করতে যায়।

এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্র করতে চাইলে সন্ত্রাসিরা পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের তিন সদস্য এসআই খলিলুর রহমান, এসআই সিরাজুল ইসলাম ও এসআই সাহেব আলী আহত হয়। এ সময় পুলিশ দাউদ হোসেন (৪৬) ও তার ছেলে আশিকুর রহমানকে (২০) আটক করে।

আলফাডাঙ্গা থানার ওসি মো. নাজমুল করিম মোবাইল ফোনে বলেন, হাতাহাতির ঘটনা ঘটেছে এবং দুইজৃনকে আটক করা হয়েছে। গত শুক্রবার আটককৃতদের ৫৪ ধারায় ফরিদপুর কোটে প্রেরণ করা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বিশ্ব জনসংখ্যা দিবসে র‌্যালি ও আলোচনা সভা



সংবাদদাতা,আলফাডাঙ্গা ঃ “কিশোরিদের জন্য বিনিয়োগ,আগামী প্রজম্মের সুরক্ষা” প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস উদ্যাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি হাসপাতাল থেকে বের করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।  আলফাডাঙ্গা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে আজ ২১ জুলাই বৃহস্পতিবার হাসপাতাল হল রুমে আলোচনা সভায় সভাপত্বিত করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরোজ হোসেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম, বামানেহ এনজিও’র ম্যানেজার নিরাপদ কর্মকার,ডাঃ মো. নাজমুল হাচান, সাংবাদিক মো. কবির হোসেন ও মো. আবুল বাশার ,এস এস সি এম ও ফায়েকুজ্জামান। এ সময় হাসপাতালের ডাক্তার , পরিবার পরিকল্পনা অফিসের কর্মকর্তা ও কর্মচারি এবং মাঠ কর্মী, সুধীজন , ইমাম, শিক্ষক সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

বুধবার, ২০ জুলাই, ২০১৬

জাতীয় মৎস্য সপ্তাহ উদ্ধোধন

আলফাডাঙ্গা এক বর্ণাঢ্য র‌্যালি
আলফাডাঙ্গা সংবাদদাতা ঃ জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের আয়োজনে আজ বুধবার (২০-০৭-১৬) সকাল ১০ টায় এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করে।পরে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “জল আছে যেখানে, মাছ আছে সেখানে” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের, থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করীম, উপজেলা মৎস্য কর্মকর্তা তপন মজুমদার, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,উপজেলা সেচ্ছা সেবকলীগের সভাপতি মো. এনায়েত হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি  মো. সেকেন্দার আলম প্রমূখ। উপজেলার মৎস চাষের বিভিন্ন তথ্য ,প্রর্মান্য চিত্র ও সপ্তাহ জুড়ে বিভিন্ন কর্মসূচীর কথা তুলে ধরেন বক্তারা।

সোমবার, ১৮ জুলাই, ২০১৬

আলফাডাঙ্গায় যৌতুকের দায়ে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

ফরিদপুরের আলফাডাঙ্গায় যৌতুকের দায়ে হেলেনা আক্তার সুমি (২০) নামে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। 

জানা গেছে, ওই গৃহবধুকে শারীরিকভাবে স্বামীসহ শশুর বাড়ির লোকজনরা নির্যাতন করলে সাম্প্রতিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ওই গৃহবধুর মা মোসাঃ তাসলিমা বেগম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একটি অভিযোগ করেছেন।

গতকাল সোমবার (১৮-০৭-১৬) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তিকৃত ওই গৃহবধু সাংবাদিকদের বলেন, তিনি জেলার বোয়ালমারী উপজেলার  দেউলী গ্রামের মো. হেলাল উদ্দিনের মেয়ে। গত ২ বছর আগে আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া গ্রামের নুরু মোল্যার ছেলে মো. মনির মোল্যার সঙ্গে পারিবারিকভাবে ইসলামী শরীয়াত মোতাবেক আমার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য আমার স্বামী বিভিন্ন কাজের কথা বলে আমার বাবার বাড়ি থেকে ব্যাবসা করার জন্য লক্ষ লক্ষ টাকা ইতিপূর্বে নিয়েছে । অবশেষে গত ১৬ জুলাই আবারও ব্যাবসা করার জন্য ৫ লাখ টাকা বাবা বাড়ি থেকে এনে দেয়ার জন্য চাপ দেয়। আমার বাবা মা দিতে অপ্রগতা স্বীকার করলে আমাকে শারীরিকভাবে নির্যাতন করে ঘরে আটকে রাখে। পরে আমি আমার মাকে ফোন করে জানালে স্থানীয় মেম্বারসহ গন্যমান্য ব্যক্তিরা এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

মেয়ের মা মোসাঃ তাসলিমা বেগম সাংবাদিকদের বলেন, আমার মেয়ে ৪ মাসের অন্তঃসত্ত্বা। মারপিটের কারণে আমার মেয়ে গুরুতর আহত হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করেছি।

এব্যাপারে ওই গৃহবধুর স্বামী মো. মনির মোল্যা সাথে মুঠফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের বলেন, ঘটনার একটি অভিযোগ পেয়েছি। দ্রুত উভয় পক্ষকে ডেকে শুনানী করা হবে।

আলফাডাঙ্গায় শিক্ষক লাঞ্চিতর ঘটনায় বকাটের অর্থদন্ড

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার তিতুরকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিতা রানী কুন্ডুকে লাঞ্চিত করায়  এক বকাটে যুবককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জানা যায়, গত ১৬ জুলাই সকালে উপজেলার টগরবন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তিতুরকান্দী গ্রামের মৃত শেখ আঃ মান্নান এর বকাটে পুত্র শেখ শাহিনুজ্জামান (৩৫) উক্ত বিদ্যালয় চলাকালিন সময় অনধীকার প্রবেশ করে প্রধান শিক্ষকের কক্ষে গিয়ে উচ্চস্বরে দাতা সদস্য কাকে করেছেন? (বর্তমান ম্যানেজিং কমিটির) বলে কমিটির অফিসিয়াল কপি দেখতে চায়, প্রধান শিক্ষক তা দেখাতে অস্বীকার করায় তাকে গালিগালাজ ও কিলঘুশি দিয়ে কমিটির কাগজ সিনায় নিয়ে যায়। এব্যাপারে প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অভিযোগ করলে গত ১৭ জুলাই ভ্রাম্যমান আদালত বসিয়ে শুনানী শেষে শেখ শাহিনুজ্জামানকে ২০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার এম এইচ একে এম রওনক আরা বেগম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান, উপজেলা শিক্ষক সমিতির উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. শিহাবুল ইসলাম ও সাধারণ সম্পাদক শামসের উদ্দিন প্রমূখ।

রবিবার, ১৭ জুলাই, ২০১৬

দক্ষিণ কুসুমদি প্রা. বিদ্যালয়ে ‘মিডডে মিল’ চালু

মো. মুজাহিদুল ইসলাম নাঈম: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কুসুমদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ বা দুপুরের খাবার কর্মসূচি চালু করা হয়েছে।

শতভাগ শিশু ভর্তি, ঝরে পড়া শিক্ষার্থী হ্রাস এবং শিক্ষার হার ও মান বাড়াতে রবিবার দুপুর ২টায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. ছালমা বেগম।

বিশেষ অতিথি ছিলেন আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা এম এইচ এ কে এম রওনক আরা বেগম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান সাইফার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেনের সহযোগিতায় এ ‘মিড ডে মিল’ কর্মসূচি চালু করা হয়।

এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, সাংবাদিক, শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

আজকের ‘মিড ডে মিল’-এর অর্থায়ন করেন উপজেলা যুবলীগের মহিলা সম্পাদিকা সৈয়দা নাজনীন।

প্রসঙ্গত, বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ৫০ জন শিক্ষার্থী রয়েছে। তাদেরকে সপ্তাহে পাঁচ দিন দুপুরের বিরতির সময় পুষ্টিকর খাদ্য দেয়া হবে।

জঙ্গিবাদবিরোধী বিক্ষোভ

মো. মুজাহিদুল ইসলাম নাঈম : ফরিদপুরের আলফাডাঙ্গায় জঙ্গিবাদ, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, স্বাধীনতা, গণতন্ত্র ও মানবতার শক্রদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক লীগ।
রবিবার দুপুর ১২টায় এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি উপজেলা আ.লীগের অস্থায়ী কার্যালয় থেকে শুরু করে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের চৌরাস্তায় এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে আলফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এম.এম মেহেদী হাসান লিটু, উপজেলা আ.লীগের সভাপতি এস.এম আকরাম হোসেন, সাধারণ সম্পাদক নুরুল বাশার মিয়া, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য তানভীর আকতার শিপার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান সাইফার, উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মো. লিটন মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা প্রমুখ।

শনিবার, ১৬ জুলাই, ২০১৬

জঙ্গিবাদের বিরুদ্ধে আলোচনা সভা

স্টাফ রিপোর্টারঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ আ’লীগ, আলফাডাঙ্গা উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এক ঈদ পূর্ণমিলনী ও জঙ্গিবাদের বিরুদ্ধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১১ টায় আলফাডাঙ্গা উপজেলা কৃষকলীগের (একাংশের) আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আবু হোসেন তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল বাশার মিয়ার পরিচালনায় জঙ্গিবাদ, সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার লক্ষে জনসচেতনতা ও সজাগ রাখার মূল উদ্দেশ্য বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মকিবুল হাসান পুটু মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ছিদ্দিকুর রহমান, উপজেলা  আ’লীগের সহ-প্রচার সম্পাদক হিটান্ত কুমার ঘোষ, আ’লীগ নেতা হুমায়ুন কবীর বাবু হাদী, ওবায়দুর রহমান জাফর, মো. জালাল উদ্দিন আহম্মেদ, আ. আলিম সোজা, টগরবন্দ ইউনিয়ন আ.লীগের সভাপতি আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি আহসান উদ্দৌলাহ রানা, সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান সাইফার, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেন ,উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মো.মিজানুর রহমান, সাংবাদিক কবীর হোসেন প্রমুখ।

বক্তরা বলেন, জঙ্গীবাদ মোকাবেলায় আলফাডাঙ্গা উপজেলা আওয়ামীলীগ, কৃষকলীগসহ সকল অঙ্গসংগঠন তৎপর রয়েছে।

আলোচনা সভায় জঙ্গিবাদ সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন এবং সজাগ থাকার জন্য নেতাকর্মীদের আহবান করা হয়।



মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬

আলফাডাঙ্গায় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উদ্যাপন উপলক্ষে অবহিতকরণ সভা

আলফাডাঙ্গা সংবাদদাতা : “ভিটামিন এ খাওয়ান,শিশুমৃত্যুর ঝুঁকি কমান”এ প্রতিবাদ্যকে সামনে রেখে আগামী ১৬ জুলাই শনিবার সারা দেশের ন্যায় আলফাডাঙ্গা উপজেলায় ১৪৭টি কেন্দ্রে ভিটামিন এ প্লাস ৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত শিশুকে একটি করে ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষে আলফাডাঙ্গা উপজেলা  হলরুমে গত ১২ জুলাই মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে  জাতীয় ভিটামিন ”এ” প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা: মো. কাইয়ূম তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের ,সদর ইউপি চেয়ারম্যান এ.কে.এম আহাদুল হাসান আহাদ,ডা.মো.আব্দুর রউফ দোলন,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন তালুকদার,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম,সাংবাদিক মো. আবুল বাশার প্রমূখ।














সোমবার, ৪ জুলাই, ২০১৬

পল্লী প্রগতি সহায়ক সমিতির ইফতার ও দোয়ার মাহফিল


আলফাডাঙ্গা প্রতিনিধি ঃ আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নে শিরগ্রাম এরিয়া অফিসে গত ৪ জুলাই সোমবার পল্লী প্রগতি সহায়ক সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় পল্লী প্রগতি সহায়ক সমিতির নির্বাহী পরিচালক আলহাজ্ব অলিয়ার রহমান খান , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান,বোয়ালমারী উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেল রেজা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান খান ওয়াহিদুন নবী ,পাচুড়িয়া ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান, পাচুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান ওবায়দুর রহমান জাফর সরদার ,সমকালের বোয়ালমারী প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম আমিন, পল্লী প্রগতি সহায়ক সমিতির পরিচালক(অর্থ) ওয়াজেদ খান,পরিচালক(কার্যক্রম) মাহাবুবুল ইসলাম,বিমা উন্নয়ন কর্মকর্তা মো. জামাল সরদার,জোনাল ম্যানেজার বাহারুল ইসলাম, উপজেলা ক্যাবের সভাপতি সাংবাদিক কবীর হোসেন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো.সেকেন্দার আলম, বীর মুক্তিযোদ্ধা মো.আক্তার লস্কার সহ সাংবাদিক,পল্লী প্রগতি সহায়ক সমিতির কর্মকর্তা /কর্মচারী ও সুশীল সমাজের ব্যক্তিরা এ ইফতার মাহফিলে অংশ গ্রহন করেন।

রবিবার, ৩ জুলাই, ২০১৬

ডেপুটি কমান্ডারের বাড়ীতে ইফতার ও দোয়ার মাহফিল

স্টাফ রিপোর্টারঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের  চাপুলিয়া গ্রামে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ২ জুলাই  শনিবার উপজেলা ডেপুটি কমান্ডার মো. হেমায়েত হোসেনের নিজ বাড়ীতে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা  মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম, উপজেলা ক্যাবের সভাপতি সাংবাদিক কবীর হোসেন, সহকারী কমান্ডার  বীরমুক্তিযোদ্ধা মো.আক্তার লস্কার, মো.আলতাব হোসেন, মোকলেচুর রহমান, আ. ঘালিম, কাওছার উদ্দিন, হেলালসহ সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিরা এ  ইফতার মাহফিলে অংশ গ্রহন করেন।