রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫

আলফাডাঙ্গায় উন্মুক্ত দিবস পালন

মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ ফরিদপুরের আলফাডাঙ্গা থানা চত্ত্বরে গত ১৫ নভেম্বর সকালে উন্মুক্ত দিবস পালন উপলক্ষে কমিউনিটি পুলিশের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় কমিউনিটি পুলিশের আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি আলফাডাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল হক শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, সাধারণ সম্পাদক মো. নূরুল বাসার মিয়া, সদর ইউপি চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ, বুড়াইচ ইউপি চেয়ারম্যান মো. আঃ ওহাব পান্নু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাইফার, বানা ইউপি কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক আলমগীর কবির সমাজসেবী নূরুল ইসলাম লিটন, হাসমত হোসেন কাজল প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা  মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, উপজেলা চেয়ারম্যন(ভারপ্রাপ্ত)  আঃ কুদ্দুস খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেন সহ আলফাডাঙ্গা উপজেলার ছয় ইউনিয়নের কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ ও সাংবাদিক বৃন্দ ।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫

যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত ১১ নভেম্বর বুধবার আলফাডাঙ্গা উপজেলা শাখা যুবলীগের আয়োজনে কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি আলফাডাঙ্গা চৌরাস্তা থেকে শুরু করে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে  উপজেলা পরিষদ মিলনায়তনে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি মো. আহসান উদ্দৌলা রানার সভাপত্বিতে ও সধারণ সম্পাদক মো. সাইফুর রহমান সাইফার এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি এস এম আকরাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. নূরুল বাশার মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বুড়াইচ ইউপি চেয়ারম্যান আঃ ওহাব পান্নু, উপজেলা আ’লীগের সহ-প্রচার সম্পাদক হিটান্ট কুমার ঘোষ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেন, বানা ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির, উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান, সাধারণ সম্পাদক এস এম তৌকির আহমেদ ডালিম, সমাজ কল্যাণ সম্পাদক মো. কামরুল ইসলাম,  প্রমূখ। এসময় উপজেলা আ’লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ওলামা লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন হাসমত হোসেন তালুকদার তপন।

সোমবার, ৯ নভেম্বর, ২০১৫

সন্ত্রাস নাশকতা ইভটিজিং মাদক জুয়া ও চুরি ডাকাতি কঠোর হস্তে দমন করা হবে----------ওসি মো. নাজমুল করিম।

আলফাডাঙ্গা প্রতিনিধি ঃ সন্ত্রাস ,নাশকতা,ইভটিজিং, মাদক,জুয়া,চুরি,ডাকাতি সব ধরনের সন্ত্রাসী কর্ম কান্ডকে কঠোর হস্তে দমন করা হবে। দেশকে যারা অন্যায় অপরাধের দিকে নিতে চায় তাদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেওয়া হবে। আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল করিম সাংবাদিকদের সঙ্গে প্রথম সাক্ষাতকালে তিনি সব কথা বলেন। আইন শৃংখলা নিয়ন্ত্রন রাখার জন্য উপজেলা বাসীর আন্তরিক সহযোগীতা কামনা করেন। তিনি গত ৫ নভেম্বর রাতে আলফাডাঙ্গা থানায় নতুন ওসি হিসাবে যোগদান করেন। তিনি এর আগে মধুখালি থানায় ওসি তদন্ত হিসাবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। আগের ওসি মো. মিজানুর রহমান প্রায় ৮ মাস সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে পাশ্ববর্তি উপজেলা বোয়ালমারী থানায় অফিসার ইনচার্জ(ওসি) হিসাবে যোগদান করেছেন।

রবিবার, ৮ নভেম্বর, ২০১৫

ডিমের পিকাপ উল্টে খাদে ॥ লক্ষাধীক টাকার ক্ষতি

মো. আবুল বাশার , আলফাডাঙ্গাঃ গত ৫ নভেম্বর বৃহস্পতিবার ভোর ৫টায় আলফাডাঙ্গা সদর বাজারের জামান টেলিকম ও শাহল ট্রেডার্স এর একটি ডিম ভর্তি পিকাপ উল্টে খাদে পড়ে প্রায় ৪ লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে। জানা যায়, ঢাকা মেট্রো-ন- ১৮-০৬৪৫ পিকাপ গাড়ি ঢাকা থেকে ডিম ভর্তি করে আলফাডাঙ্গা আসার পথে কাশিয়ানী উপজেলা কলেজের মোড়ে বৃহস্পতিবার ভোরে অন্য একটি গাড়িকে সাইড দিতে গিয়ে উল্টে ব্রীজের নিচে পুকুরের মধ্যে পড়ে যায়। পিকাপটি খাদে পড়ে ডিম ও গাড়ির ব্যাপক ক্ষতি হয়।

শনিবার, ৭ নভেম্বর, ২০১৫

আলফাডাঙ্গায় ৪৪তম জাতীয় সমবায় দিবস পালন

মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ৪৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য সমবায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

গত ৭ নভেম্বর শনিবার সকালে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দ এর আয়োজনে “সমবায় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এ বর্ণাঢ্য সমবায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আবুল খায়ের এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার এটিএম নাছিরউদ্দিন আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, আলফাডাঙ্গা ইউ সি সি এ লিঃ এর সভপতি মো. আবুল কাশেম মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেন, প্রগতী আর সি এস লিঃ এর সভাপতি খান আসাদুজ্জামান টুনু, শাপলা সি এস লিঃ এর সভাপতি মো. শাহজান মিয়া প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান সাইফার, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান আকন, এশিয়া সি এস লিঃ এর সাধারণ সম্পাদক কামরুজ্জামান দাউদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান, উপজেলা সমবায় উপ-পরিদর্শক মো. নজরুল ইসলাম সহ সমবায় বিভাগের কর্মকর্তা কর্মচারি, সমবায়ী ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমবায় উপ-পরিদর্শক মো. রেজাউল হক লিটন।

শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫

আলফাডাঙ্গায় জামায়াত কর্মী আটক

স্টাফ রিপোর্টারঃ ফরিদপুরের আলফাডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশ জামায়াতী ইসলামের সক্রীয় কর্মী বানা ইউনিয়ন ম্যারেজ রেজিষ্টার, বানা স প দাখিল মাদ্রাসার সহকারী মৌলভি শিক্ষক মওলানা শেখ নিজাম উদ্দিন(৪৫)কে আটক করে শুক্রবার ফরিদপুর কোর্টে প্রেরন করেছে। 

জানা যায়, গত ৬ নভেম্বর রাত ৩টায় রূদ্রবানা নিজ বাড়ির পাশে পাকা রাস্তা থেকে এস আই মো. সানোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে থানা পুলিশ নিজাম উদ্দিনকে নাশকতা ঘটানোর আশংক্ষায়  ফরিদপুর কোর্টে প্রেরন করেছে। এ ব্যাপারে এস আই মো. হাসিমুজ্জামান সাংবাদিকদের বলেন, নিজাম জামায়াতের একজন সক্রীয় কর্মী, তাকে আইন শৃংখলা অবনোতি ঘটানোর আশংক্ষায় আটক করে কোর্টে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫

৬ দফা দাবিতে আলফাডাঙ্গায় বিসিএস সমন্বয় কমিটির বিক্ষোভ সমাবেশ

 আলফাডাঙ্গা (ফরিদপুর)ঃ সারাদেশের ন্যায় অষ্টম জাতীয় বেতন স্কেলে বৈষম্য নিরসন ও মর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যে ছয় দফা দাবিতে গত ৫ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় বিক্ষোভ সমাবেশ করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদের ১৬টি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বিসিএস সমন্বয় কমিটি(২৬ ক্যাডার), নন-ক্যাডার ও ফাংশনাল সার্ভিস এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এর ব্যানারে আলফাডাঙ্গা উপজেলা  পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্তরে শেষ করে।
উপজেলা বিসিএস সমন্বয় কমিটির (২৬ ক্যাডার, নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিস) সভাপতি উপজেলা কৃষি অফিসার আফতাব উদ্দীন মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপজেলা মৎস্য অফিসার তপন মজুমদার এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন  বিসিএস সমন্বয় কমিটির (২৬ ক্যাডার, নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিস) উপদেষ্টা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডাঃ কাইয়ুম তালুকদার, উপদেষ্টা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ এ কে এম আসজাদ, সহ-সভাপতি উপজেলা হিসাব রক্ষণ অফিসার বিশ্বজিৎ কুমার রায়, যুগ্ন সাঃ সম্পাদক উপজেলা শিক্ষা অফিসার এম এইচ কে এম রওনক আরা বেগম, সাংগঠনিক সম্পাদক উপজেলা মহিলা বিষয়ক অফিসার কাকতী দত্ত,সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজা বেগম প্রমূখ। এসময় উপজেলা পরিষদের ১৬টি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।




মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫

বাল্য বিবাহের দায়ে বর সহ ম্যারেজ রেজিষ্টারের জেল

মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ বাল্য বিবাহের দায়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় বর,কনের পিতা সহ ম্যারেজ রেজিষ্টারকে কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠিয়েছেন ভ্রাম্যমান আদালত। 

জানা যায়, গত ২ নভেম্বর সোমবার সন্ধায় উপজেলাধীন বারাংকুলা গ্রামে রতন মোল্যার স্কুল পড়ুয়া মেয়ে বারাংকুলা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী লাবনী পারভীন তার নিজ বাড়িতে বাল্য বিবাহ দেয়ার সময় মেয়ের পিতা রতন মোল্যা(৫০),বর আমিনুর মোল্যা(২০) প্রত্যেককে ১মাস করে ,বুড়াইচ ইউনিয়নের ম্যারেজ রেজিষ্টার আঃ ওহাব মোল্যাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং আঃ রহমান, চুন্নু মোল্যা, মো. আলী প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত । 

ভ্রাম্যমান আদালত পরিলানা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের। বর উপজেলার শুকুর হাটা গ্রামের পান্নু মিয়ার পুত্র।

সোমবার, ২ নভেম্বর, ২০১৫

সমাজ পরিবর্তনে যুবশক্তির ভূমিকা অপরিসীম - ডা. শরীফ

স্টাফ রিপোর্টারঃ যুব সমাজ হচ্ছে একটি জাতির মেরুদন্ড। দেশ ও জাতির উন্নয়ন বিকাশে যুবশক্তির ভূমিকার কোন বিকল্প নেই। তাদের মেধা, সৃজনশীলতাকে কাজে লাগিয়েই দেশকে এগিয়ে নিতে হবে। আর এ জন্য আমি যে কোন ধরণের সহযোগিতা করতে প্রস্তুত আছি। কথাগুলো বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের কেন্দ্রিয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক ডা. মাওলানা মো. শরীফুল ইসলাম। তিনি গত ২৫ অক্টোবর বোয়ালমারী হেলিপ্যাড চত্বরে স্থানীয় শিবপুর যুব সমাজ আয়োজিত ৮ দলিয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। অনুষ্ঠানে আয়োজন কমিটির পক্ষ থেকে আ. কাদের, মো. হাসান, হাফিজুর রহমান, সাইফুল ইসলাম ও মো. রাজু প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন। খেলায় শিবপুর ক্রিকেট একাদশ ৫ উইকেটে স্টেডিয়ামপাড়া একাদশকে পরাজিত করে।