সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫

আলফাডাঙ্গায় ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন

মো. মুজাহিদুল ইসলাম নাঈম, আলফাডাঙ্গাঃ বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অর্জনের উপর প্রচারনার লক্ষে উপজেলা পর্যায়ে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে গত ২৮ সেপ্টেম্বর সোমবার উপজেলা হলরুমে বেলা ১১ টায় শুভ উদ্বোধন, এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চত্ত্বর থেকে র‌্যালীটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। উপজেলা হলরুমে মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ১৪ টি স্টল অংশ গ্রহন করে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম আকরাম হোসেন, সাধারন সম্পাদক মো. নুরুল বাসার মিয়া,মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, থানা অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান,উপজেলা ভাইস চেয়ার‌্যান আঃ কুদ্দুস খান,মোনোয়ারা ছালাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু হোসেন তালুকদার,সদর ইউপি চেয়ারম্যান একেএম আহাদুল হাসান আহাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাইফার, ,দৈনিক সমকালের ষ্টাফ রিপোর্টার মো. শরিফুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম প্রমূখ ।



আলোচনা শেষে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ৬৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং উপজেলা যুবদলের সাধারন সম্পাদক কামরুজ্জামান কদর সহ প্রায় অর্ধশত জন কর্মী এমপি’র হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন। এ সময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,রাজনৈতিক নেতাকর্মী ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন