সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫

আলফাডাঙ্গায় শিল্পকলা একাডেমীর সাংস্কৃতিক প্রতিযোগিতা




মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ আলফাডাঙ্গায় গত ২১ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় উপজেলা হল রুমে বাংলাদেশ সকল সরকারী বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের অংশ গ্রহনে সাংস্কৃতিক প্রতিযোগিতা বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ও আলফাডাঙ্গা উপজেলা শিল্পকলা একাডেমির বাস্তবায়নে প্রতিযোগিতা মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল খায়ের এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা কালচারাল অফিসার মো. আলাউদ্দিন। প্রতিযোগিতায় আবৃত্তি হিসাবে শিশুতোষ,রবীন্দ্র-নজরুল,দেশাত্ববোধক/ মুক্তিযোদ্ধা বিষয়ক, অভিনয়ে একক ও দ্বৈত, সংগীতে দেশাত্ববোধক, লোক সংগীত, রবিন্দ্র/ নজরুল এবং সাধারন নৃত্য ও উচ্চাঙ্গ নৃত্য অনুষ্ঠিত হয়। এ সময় আলফাডাঙ্গা বিশ্ব বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. মনিরুল হক সিকদার, সহকারী অধ্যাপক প্রবীর কুমার বিশ্বাস, উপধ্যক্ষ মো. সারেকুল হাসান নয়ন , উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক ও মৎস্য কর্মকর্তা তপন মজুমদার সহ আরও বিচারক মন্ডলি উপস্থিত ছিলেন। উক্ত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীরা অংশ গ্রহন করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন