মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫

আলফাডাঙ্গায় যুবদলের জরুরী সভা

মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় গত ২৯ সেপ্টেম্বর সন্ধায় অনির্বাণ প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, আলফাডাঙ্গা উপজেলা শাখার এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার  ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে শোক প্রস্তাব ও তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া হয় এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আওয়ামী যুবলীগে যোগদান করায় তিব্র ক্ষোভ, নিন্দা গ্যাপন ও তাকে তাৎক্ষানিক ভাবে বহিষ্কারের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক মো. ইস্রাফিল মোল্যাকে (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

 সভায় উপজেলা যুবদলের সভাপতি মো. মনিরুজ্জামান মনির এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র উপদেষ্টা শেখ আব্দুস সালাম, সহ-সভাপতি আলহাজ্ব আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মিয়া মো. আকরামুজ্জামান, সাংগঠনিক সম্পাদক নূর জামাল খসরু, উপজেলা যুবদলের সিনিয়র সহ- সভাপতি মো. শাহীন মোল্যা, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন প্রমূখ।
   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন